From Darr to Jungle, bollywood movies that were lost by Raveena Tandon to other actresses dgtl
Raveena Tandon
শাহরুখ থেকে অজয়, বলিপাড়ার আর কোন তারকার সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন রবিনা?
ন’বছর বিরতির পর ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বম্বে ভেলভেট’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরে আসেন রবিনা। তার দু’বছর পর ২০১৭ সালে ‘মাতর’ ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৬:৪৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৯
এক সময় বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে নাম ছিল রবিনা টন্ডনের। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফেরেন তিনি। তার পর আবার বিরতি। আবার অভিনয়ে ফিরলেন রবিনা। কিন্তু এ বার আর বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন তিনি।
০২১৯
নব্বইয়ের দশকের গোড়ার দিকে হিট ছবির হাত ধরে বলিপাড়ায় আত্মপ্রকাশ রবিনার। বলিপাড়ার ‘ভাইজান’ সলমন খানের বিপরীতে অভিনয় করে কেরিয়ার শুরু নায়িকার। তবে বলিপাড়ায় এমন বহু অভিনেতা রয়েছেন যাঁদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন রবিনা। এই তালিকায় রয়েছে শাহরুখ খান, অজয় দেবগন এবং সানি দেওলের মতো বহু তারকার নাম।
০৩১৯
১৯৯৩ সালে যশ চোপড়ার প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ডর’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন শাহরুখ খান, সানি দেওল এবং জুহি চাওলা। কিন্তু এই ছবিতে অভিনয়ের কথা ছিল রবিনার।
০৪১৯
এক পুরনো সাক্ষাৎকারে রবিনা জানিয়েছিলেন, ‘ডর’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য তাঁকে প্রথমে প্রস্তাব দিয়েছিলেন ছবিনির্মাতারা। কিন্তু তিনি সেই ছবির প্রস্তাব খারিজ করে দেন।
০৫১৯
রবিনা প্রস্তাব খারিজ করলে জুহির সঙ্গে দেখা করেছিলেন ‘ডর’ ছবির নির্মাতারা। প্রস্তাবে রাজি হন জুহি। সানির সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে জুহির অভিনয় প্রশংসাও কাড়ে।
০৬১৯
১৯৯১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যাকশন ঘরানার ছবি ‘ফুল অওর কাঁটে’। বলিপাড়া সূত্রে খবর, অজয় দেবগন অভিনীত এই ছবিতেও অভিনয়ের কথা ছিল রবিনার।
০৭১৯
বলিপাড়ার অন্দরমহল থেকে জানা যায়, ‘ফুল অওর কাঁটে’ ছবিতে অজয়ের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল রবিনাকে। কিন্তু তিনি এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন।
০৮১৯
‘ফুল অওর কাঁটে’ ছবিতে অভিনয়ের প্রস্তাব রবিনা খারিজ করে দিলে বড় পর্দায় দেখা যায় নতুন মুখ। এই ছবির মাধ্যমেই হিন্দি ফিল্মজগতে পা রাখেন পদ্মা মালিনী ওরফে মধু।
০৯১৯
‘ফুল অওর কাঁটে’ ছবিতে অজয়ের সঙ্গে অভিনয়ের সুযোগ হারালেও ‘দিব্য শক্তি’, ‘দিলওয়ালে’, ‘গায়ের’, ‘এক হি রাস্তা’, ‘কয়ামত: সিটি আন্ডার থ্রেট’-এর মতো একাধিক হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করেন অজয় এবং রবিনা।
১০১৯
২০০০ সালে রামগোপাল বর্মার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জঙ্গল’। এই ছবিতে অভিনয় করেন সুনীল শেট্টি, ফারদিন খান এবং ঊর্মিলা মাতন্ডকর। তবে ছবিনির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না ঊর্মিলা।
১১১৯
বলিপাড়া সূত্রে খবর, ‘জঙ্গল’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয় রবিনাকে। তিনি এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে ঊর্মিলাকে বেছে নেওয়া হয়।
১২১৯
১৯৯১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রেম কয়েদি’। করিশ্মা কপূরের কেরিয়ারের প্রথম ছবি এটি। হরীশ কুমারের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করেন তিনি।
১৩১৯
‘প্রেম কয়েদি’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের জন্যও ছবি নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন রবিনা। রবিনা এই ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করলে করিশ্মাকে বেছে নেন ছবিনির্মাতারা।
১৪১৯
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, শাহরুখের সঙ্গে আরও তিনটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন রবিনা। কিন্তু তিনটি ছবির প্রস্তাবই খারিজ করেন অভিনেত্রী। পরে অবশ্য ‘ইয়ে লমহে জুদাই কে’ এবং ‘জমানা দিওয়ানা’ ছবিতে শাহরুখ এবং রবিনাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়।
১৫১৯
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্যান্ডউইচ’ ছবির পর অভিনয় থেকে দীর্ঘ বিরতি নেন রবিনা। এর পর ২০১৪ সালে একটি রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় অভিনেত্রীকে।
১৬১৯
ন’বছরের বিরতির পর ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বম্বে ভেলভেট’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরে আসেন রবিনা। তার দু’বছর পর ২০১৭ সালে ‘মাতর’ ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
১৭১৯
২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন রবিনা। ‘আরণ্যক’ ওয়েব সিরিজ়ে মুখ্যচরিত্রে অভিনয় করেন তিনি। তার এক বছর পর ‘কেজিএফ’ ছবির দ্বিতীয় পর্বে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
১৮১৯
চলতি বছরে ডি়জ়নি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘কর্মা কলিং’ নামের একটি ওয়েব সিরিজ়। এই সিরিজ়ে মুখ্যচরিত্রে অভিনয় করেন রবিনা।
১৯১৯
চলতি বছরে আরও এক বার ওটিটির পর্দায় হাজির হন রবিনা। ডি়জ়নি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পটনা শুক্ল’ নামের একটি হিন্দি ছবি। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রবিনাকে।