From bikinis to jumpsuits the unusual uniforms for flight attendants around the world dgtl
Uniforms of Flight Attendants
বিকিনি থেকে জাম্পস্যুট! যাত্রীদের নজর কাড়তে বার বার বদল এসেছে বিমানসেবিকাদের পোশাকে
বিমানকর্মীদের পোশাকে যে এই প্রথম পরিবর্তন এসেছে তা নয়। যাত্রীদের নজর কাড়ার জন্য এর আগেও অনেক সময় বিমানকর্মীদের পোশাকে আমূল পরিবর্তন আনা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৭:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
প্রায় দু’দশক পর বিমানকর্মীদের পোশাকের ক্ষেত্রে পরিবর্তন আনছে ব্রিটিশ এয়ারওয়েজ়। ব্রিটেনের পোশাক পরিকল্পক ওজ়ওয়াল্ড বোটেঙ্গ নতুন চিন্তাধারার মাধ্যমে বিমানকর্মীদের পোশাক ডিজ়াইন করেছেন।
ছবি: সংগৃহীত
০২১৬
মহিলা কর্মীরা স্কার্ট, প্যান্ট এবং ড্রেসের মধ্যে নিজের পছন্দমতো পোশাক বেছে নিতে পারেন। জাম্পস্যুট এমনকি টিউনিক এবং হিজাব পরারও সুযোগ রয়েছে তাঁদের।
ছবি: সংগৃহীত
০৩১৬
পুরুষ কর্মীদের জন্য অবশ্য থ্রি-পিস স্যুট ডিজ়াইন করা হয়েছে। তাঁরা নিজেদের সুবিধামতো রেগুলার অথবা স্লিম ফিট প্যান্ট পরতে পারেন। সকল বিমানকর্মীর পোশাকেই এই পরিবর্তন আনা হয়েছে। চলতি বছরেই বিমানকর্মীদের কাছে নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে।
ছবি: সংগৃহীত
০৪১৬
ব্রিটিশ এয়ারওয়েজ়ের তরফে জানানো হয়েছে যে, পুরনো পোশাকগুলি দান করে দেওয়া হবে। আবার নতুন করে ওই পোশাক অন্য কেউ ব্যবহার করতে পারে। বিমান সংস্থার প্রদর্শনশালায় ওই পোশাক রাখা হবে বলেও জানা গিয়েছে। তবে পুরনো পোশাকটি অবশ্য ওজ়ওয়াল্ডের মস্তিষ্কপ্রসূত নয়। ওই পোশাকটির ডিজ়াইনার ছিলেন জুলিয়েন ম্যাকডোনাল্ড।
ছবি: সংগৃহীত
০৫১৬
বিমানকর্মীদের পোশাকে যে এই প্রথম পরিবর্তন এসেছে তা নয়। যাত্রীদের নজর কাড়ার জন্য এর আগেও অনেক সময় বিমানসেবিকা-সহ অন্যান্য কর্মীদের পোশাকে আমূল পরিবর্তন আনা হয়েছে। পরনে থাকা স্কার্টের দৈর্ঘ্য কত হবে তা থেকে শুরু করে গলায় স্কার্ফ কী ভাবে জড়াবেন— সব কিছুর জন্যই নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় বিমানসেবিকাদের।
ছবি: সংগৃহীত
০৬১৬
ভার্জিন আটলান্টিক বিমান সংস্থার তরফে জানানো হয়েছিল যে, পুরুষ-স্ত্রী নির্বিশেষে কেবিন ক্রুয়ের সদস্যরা ট্রাউজার প্যান্ট অথবা স্কার্টের মধ্যে তাঁদের পছন্দমতো পোশাক বেছে নিতে পারেন।
ছবি: সংগৃহীত
০৭১৬
পোশাক পরিকল্পক ডেম ভিভিয়ান ওয়েস্টউড ওই প্রসঙ্গে বলেছেন যে, ‘‘বিমানকর্মীদের লিঙ্গ পরিচয় প্রকাশ করার কোনও দরকার নেই। যে ধরনের পোশাকে তাঁরা নিজেদের তুলে ধরতে স্বচ্ছন্দবোধ করবে, সেই ধরনের পোশাকই তাঁরা পরবেন।’’
ছবি: সংগৃহীত
০৮১৬
লাল অথবা বার্গান্ডি রঙের মধ্যে বিমানকর্মীরা পোশাকের জন্য নিজের পছন্দমতো রংও নির্বাচন করে নিতে পারেন। এমনকি তাঁদের যে ব্যাজ রয়েছে সেখানে ‘শ্রী’ বা ‘শ্রীমতি’ লেখার বাধ্যবাধকতাও থাকছে না। বিমানকর্মীরা ইচ্ছা করলে নিজেদের শরীরে ট্যাটুও আঁকাতে পারেন। এত দিন যা নিষিদ্ধ ছিল।
ছবি: সংগৃহীত
০৯১৬
২০১৬ সালে ভিয়েটজেট বিমান সংস্থার তরফে তাদের কর্মীদের জন্য অদ্ভুত নিয়ম চালু করা হয়েছিল। কর্মীরা চিরাচরিত পোশাক তো পরতেই পারেন। এমনকি তাঁদের বিকিনি পরার অনুমতিও দেওয়া হয়েছিল।
ছবি: সংগৃহীত
১০১৬
মহিলারা নিজেদের পছন্দমতো লাল বা হলুদ রঙের বিকিনি পরতে পারেন। অধিকাংশ মহিলা কর্মী বিকিনি পরেই বিমান পরিষেবা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন।
ছবি: সংগৃহীত
১১১৬
কিন্তু এই বিষয় নিয়ে পরে সমস্যা দেখা যায়। মাঝ আকাশে বিমানকর্মীরা বিকিনি পরে নাচগান শুরু করেন। জানাজানি হয়ে যাওয়ায় ওই বিমান সংস্থাকে জরিমানাও দিতে হয়।
ছবি: সংগৃহীত
১২১৬
ভিয়েটজেট সংস্থার ডেপুটি ডিরেক্টর জে এল লিঙ্গেশ্বর এই প্রসঙ্গে জানিয়েছিলেন যে, বিশেষ অনুষ্ঠান উপলক্ষে মহিলা বিমানকর্মীদের বিকিনি পরার নির্দেশ দেওয়া হয়েছিল।
ছবি: সংগৃহীত
১৩১৬
সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লিঙ্গেশ্বর জানিয়েছিলেন যে, ভিয়েটজেট বিমান সংস্থার কর্মীদের সাধারণত লাল শার্ট, খাকি বাদামি রঙের শর্টস, টুপি এবং লাল রঙের ফ্ল্যাট জুতো পরতে দেখা যায়।
ছবি: সংগৃহীত
১৪১৬
অস্ট্রেলিয়ায় বোনজ়া নামের একটি বিমান সংস্থা রয়েছে। এখানকার বিমানকর্মীদের শার্ট, স্কার্টের মতো নির্দিষ্ট কোনও পোশাক পরার বাধ্যবাধকতা নেই। তাঁরা যাত্রীদের মতো যে কোনও পোশাক পরতে পারেন।
ছবি: সংগৃহীত
১৫১৬
বোনজ়া সংস্থার বিমানসেবক এবং বিমানসেবিকারা কম দৈর্ঘ্যের প্যান্ট, টি শার্ট, ট্রাউজার এবং ট্রেনার্স ড্রেস পরতে পারেন। পোশাকে বাহার আনতে আলাদা করে ব্লেজার, স্কার্ফ, ক্রাভাট নামের বিশেষ গলাবন্ধনী ব্যবহারের অনুমতি রয়েছে।
ছবি: সংগৃহীত
১৬১৬
তবে বোনজ়ার কর্মীরা সব রঙের পোশাক পরতে পারতেন না। পোশাকে বৈচিত্র দেখা গেলেও কর্মীরা সাদা অথবা কালো রঙের পোশাক পরতেন। আবার লিলি ফুলের রঙের পোশাক পরার অনুমতিও ছিল। এই তিনটি রং ছাড়া অন্য কোনও রঙের পোশাক তাঁরা পরতে পারতেন না।