Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Fees of Bollywood Directors

কেউ আট তো কেউ আশি কোটি! পরিচালনা করে ছবিপ্রতি কত উপার্জন করেন অ্যাটলি, রোহিত শেট্টিরা?

রোহিত শেট্টি থেকে অ্যাটলি, সঞ্জয় লীলা ভন্সালী— বলিপাড়ার পরিচালকেরা ছবিপিছু কত পারিশ্রমিক আদায় করেন?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৫
Share: Save:
০১ ২০
Atlee

৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তামিল পরিচালক অ্যাটলি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ছবিনির্মাতাদের তালিকায় প্রথম সারিতে রয়েছে অ্যাটলির নাম। কানাঘুষো শোনা যায়, ‘জওয়ান’ ছবির জন্য কম পারিশ্রমিক নিয়েছেন অ্যাটলি।

০২ ২০
Atlee

সাধারণত একটি ছবি পরিচালনা করতে ৫২ কোটি টাকা নেন অ্যাটলি।

০৩ ২০
Atlee

বলিপাড়া সূত্রে খবর, ‘জওয়ান’ ছবি থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অ্যাটলি।

০৪ ২০
Rohit Shetty

‘গোলমাল’, ‘সিঙঘম’, ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মতো একাধিক হিন্দি ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রোহিত শেট্টি। ছবিপ্রতি ১৮ থেকে ২৫ কোটি টাকা উপার্জন করেন রোহিত।

০৫ ২০
Rajkumar Hirani

চলতি বছরে সর্বোচ্চ উপার্জনকারী বলি পরিচালকদের তালিকায় শীর্ষে নাম লিখিয়েছেন রাজকুমার হিরানি। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’র মতো হিট ছবি রয়েছে রাজকুমারের কেরিয়ারের তালিকায়।

০৬ ২০
Rajkumar Hirani

বলিপাড়া সূত্রে খবর, এক একটি ছবি পরিচালনা করে ৭০ থেকে ৮০ কোটি টাকা পারিশ্রমিক নেন রাজকুমার।

০৭ ২০
Sanjay Leela Bhansali

রাজকুমারের পর উপার্জনের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন সঞ্জয় লীলা ভন্সালী। ‘দেবদাস’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র মতো একাধিক হিট ছবি পরিচালনা করেছেন সঞ্জয়।

০৮ ২০
Sanjay Leela Bhansali

ছবিপিছু ৫০ থেকে ৫৫ কোটি টাকা উপার্জন করেন সঞ্জয়।

০৯ ২০
Kabir Khan

‘এক থা টাইগার’, ‘টিউবলাইট’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘৮৩’-র মতো ছবি পরিচালনা করেছেন কবীর খান। ছবিপ্রতি ১৫ থেকে ২০ কোটি টাকা উপার্জন করেন

১০ ২০
Ayan Mukherji

২৬ বছর বয়সে বলিপাড়ায় পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন অয়ন মুখোপাধ্যায়। ‘ওয়েক আপ সিড’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান— শিবা’র মতো ছবি পরিচালনা করেছেন তিনি।

১১ ২০
Ayan Mukerji

বলিপাড়া সূত্রে খবর, এক একটি ছবি পরিচালনা করতে ১০ থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক আদায় করেন অয়ন।

১২ ২০
Siddharth Anand

চলতি বছরে ‘পাঠান’ ছবি পরিচালনা করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন সিদ্ধার্থ আনন্দ। ‘ওয়ার’ এবং ‘অনজানা অনজানি’র মতো ছবিও পরিচালনা করেছেন সিদ্ধার্থ।

১৩ ২০
Siddharth Anand

পরিচালনার জন্য ছবিপিছু ৭৫ থেকে ৮০ কোটি টাকা উপার্জন করেন সিদ্ধার্থ।

১৪ ২০
Imtiaz Ali

‘জব উই মেট’, ‘রকস্টার’, ‘তামাশা’ এবং ‘হাইওয়ে’র মতো ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন ইমতিয়াজ আলি। ছবিপ্রতি ১০ থেকে ১৫ কোটি টাকা উপার্জন করেন তিনি।

১৫ ২০
Anurag Kashyap

বলিপাড়ার সর্বোচ্চ উপার্জনকারী পরিচালকদের তালিকায় নাম লিখিয়েছেন অনুরাগ কাশ্যপ। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘মনমরজিয়া’, ‘দোবারা’র মতো হিন্দি ছবি পরিচালনা করেছেন তিনি।

১৬ ২০
Anurag Kashyap

বলিপাড়া সূত্রে খবর, একটি ছবি পরিচালনা করতে ১১ থেকে ১৫ কোটি টাকা উপার্জন করেন অনুরাগ।

১৭ ২০
Neeraj Pandey

‘আ ওয়েডনেসডে’ ছবির মাধ্যমে পরিচালনার জগতে পা রাখেন নীরজ পান্ডে। ‘বেবি’, ‘স্পেশ্যাল ২৬’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মতো ছবি পরিচালনা করেছেন তিনি।

১৮ ২০
neeraj Pandey

একটি ছবি পরিচালনা করতে ১০ থেকে ১২ কোটি টাকা উপার্জন করেন নীরজ।

১৯ ২০
Anurag Basu

‘বরফি’ ছবি পরিচালনা করে বলিপাড়ায় নিজের পরিচিতি গড়ে তোলেন অনুরাগ বসু। ‘জগ্গা জাসুস’, ‘লুডো’ এবং ‘মার্ডার’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, এক একটি ছবি পরিচালনা করতে ৮ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক পান তিনি।

২০ ২০
Vivek Agnihotri

‘হেট স্টোরি’, ‘দ্য তাসখন্দ ফাইল্‌স’, ‘দ্য কাশ্মীর ফাইল্স’-এর মতো ছবি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। ছবিপিছু ৮ থেকে ১০ কোটি টাকা উপার্জন করেন বিবেক।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy