Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Bollywood

কালো লেহঙ্গায় কৃতি, সোনালি পোশাকে অনন্যা... ‘মিমি’র বাড়ির দীপাবলি পার্টিতে তারকা সমাহার

১৯ অক্টোবর অর্থাৎ বুধবার টিনসেল নগরীতে দীপাবলি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বলি অভিনেত্রী কৃতি শ্যানন। কোন কোন তারকা উপস্থিত ছিলেন এই পার্টিতে?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ১৬:৪৪
Share: Save:
০১ ১৫
সামনে দীপাবলি। কিন্তু বলিপাড়ায় যেন আগে থেকেই উৎসবের মরসুম। ১৯ অক্টোবর অর্থাৎ বুধবার টিনসেল নগরীতে দীপাবলি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বলি অভিনেত্রী কৃতি শ্যানন।

সামনে দীপাবলি। কিন্তু বলিপাড়ায় যেন আগে থেকেই উৎসবের মরসুম। ১৯ অক্টোবর অর্থাৎ বুধবার টিনসেল নগরীতে দীপাবলি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বলি অভিনেত্রী কৃতি শ্যানন।

০২ ১৫
সেই পার্টি ছিল তারকাময়। বলিপাড়ার নামকরা প্রযোজক থেকে শুরু করে নায়ক-নায়িকাদের ভিড়ে মজেছিল ‘দীপাবলি পার্টি’। জমকালো পোশাকে যেন পাপারাৎজিদের ক্যামেরার লেন্সে ধরা দিল বলিপাড়ার এক টুকরো।

সেই পার্টি ছিল তারকাময়। বলিপাড়ার নামকরা প্রযোজক থেকে শুরু করে নায়ক-নায়িকাদের ভিড়ে মজেছিল ‘দীপাবলি পার্টি’। জমকালো পোশাকে যেন পাপারাৎজিদের ক্যামেরার লেন্সে ধরা দিল বলিপাড়ার এক টুকরো।

০৩ ১৫
অনুষ্ঠানের আয়োজক কৃতির পরনে ছিল কালো ভেলভেট রঙের একটি লেহঙ্গা। স্কার্ট এবং ওড়নার উপর সোনালি জরির কাজ। লেহঙ্গায় অভিনেত্রী সকলের নজর কেড়েছিল।

অনুষ্ঠানের আয়োজক কৃতির পরনে ছিল কালো ভেলভেট রঙের একটি লেহঙ্গা। স্কার্ট এবং ওড়নার উপর সোনালি জরির কাজ। লেহঙ্গায় অভিনেত্রী সকলের নজর কেড়েছিল।

০৪ ১৫
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান। অভিনেতার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী নাতাশা দালাল।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান। অভিনেতার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী নাতাশা দালাল।

০৫ ১৫
বরুণের পরনে ছিল সাদা সিল্কের কুর্তা, তার উপর সোনালি এমব্রয়ডারির কাজ করা। সেকুইন ব্লাউজের সঙ্গে সোনালি রঙের ফ্রিলড শাড়িতে দারুণ মানিয়েছিল বরুণ-পত্নীকে।

বরুণের পরনে ছিল সাদা সিল্কের কুর্তা, তার উপর সোনালি এমব্রয়ডারির কাজ করা। সেকুইন ব্লাউজের সঙ্গে সোনালি রঙের ফ্রিলড শাড়িতে দারুণ মানিয়েছিল বরুণ-পত্নীকে।

০৬ ১৫
চাঙ্কি-কন্যা অনন্যাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সোনালি রঙের লেহঙ্গা পরনে ছিল অভিনেত্রীর। অন্দরমহলে ঢোকার আগেই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন অনন্যা।

চাঙ্কি-কন্যা অনন্যাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সোনালি রঙের লেহঙ্গা পরনে ছিল অভিনেত্রীর। অন্দরমহলে ঢোকার আগেই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন অনন্যা।

০৭ ১৫
সকলে চুপচাপ থাকায় অভিনেত্রী আবার তাঁদের প্রশ্ন করলেন, তাঁর উপর কেউ রেগে রয়েছেন কি না।

সকলে চুপচাপ থাকায় অভিনেত্রী আবার তাঁদের প্রশ্ন করলেন, তাঁর উপর কেউ রেগে রয়েছেন কি না।

০৮ ১৫
ক্যামেরায় ধরা পড়লেন বলিপাড়ার নতুন জুটি রাজকুমার রাও এবং পত্রলেখা।

ক্যামেরায় ধরা পড়লেন বলিপাড়ার নতুন জুটি রাজকুমার রাও এবং পত্রলেখা।

০৯ ১৫
অতিথির তালিকা এখানেই শেষ নয়। পার্টিতে উপস্থিত ছিলেন রীতেশ দেশমুখ এবং তাঁর পত্নী জেনেলিয়া।

অতিথির তালিকা এখানেই শেষ নয়। পার্টিতে উপস্থিত ছিলেন রীতেশ দেশমুখ এবং তাঁর পত্নী জেনেলিয়া।

১০ ১৫
সোহা আলি খান এবং কুণাল খেমুও ছিলেন দীপাবলির এই অনুষ্ঠানে।

সোহা আলি খান এবং কুণাল খেমুও ছিলেন দীপাবলির এই অনুষ্ঠানে।

১১ ১৫
প্রযোজক একতা কপূরের পাশাপাশি তারকাখচিত এই পার্টিতে এসেছিলেন আথিয়া শেট্টি, নুসরত ভারুচা-সহ আরও অনেকে।

প্রযোজক একতা কপূরের পাশাপাশি তারকাখচিত এই পার্টিতে এসেছিলেন আথিয়া শেট্টি, নুসরত ভারুচা-সহ আরও অনেকে।

১২ ১৫
এমব্রয়ডারির কাজ করা সাদা কুর্তা-পাজামায় ধরা দিয়েছিলেন কার্তিক আরিয়ান।

এমব্রয়ডারির কাজ করা সাদা কুর্তা-পাজামায় ধরা দিয়েছিলেন কার্তিক আরিয়ান।

১৩ ১৫
নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, কর্ণ জোহরও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, কর্ণ জোহরও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

১৪ ১৫
আদিত্য রায় কপূর, রকুলপ্রীত, বাণী কপূর, তাহিরা কাশ্যপ ছাড়াও এই পার্টিতে এসেছিলেন ক্যাটরিনা এবং ভিকি।

আদিত্য রায় কপূর, রকুলপ্রীত, বাণী কপূর, তাহিরা কাশ্যপ ছাড়াও এই পার্টিতে এসেছিলেন ক্যাটরিনা এবং ভিকি।

১৫ ১৫
সম্প্রতি ‘ভেড়িয়া’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অমর কৌশিক পরিচালিত হরর কমেডি ঘরানার এই ছবিটি। এই ছবির সঙ্গে যুক্ত সকলেই নিমন্ত্রিত ছিলেন দীপাবলির অনুষ্ঠানে।

সম্প্রতি ‘ভেড়িয়া’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অমর কৌশিক পরিচালিত হরর কমেডি ঘরানার এই ছবিটি। এই ছবির সঙ্গে যুক্ত সকলেই নিমন্ত্রিত ছিলেন দীপাবলির অনুষ্ঠানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE