Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Bollywood

১ কোটি, ৫ কোটি থেকে ১০ কোটি! পারিশ্রমিকে কোনও অংশে কম যান না বলিউডের ‘বুড়ো’রা

অমিতাভ বচ্চন থেকে নীতু কপূর, রত্না পাঠক শাহ, ধর্মেন্দ্রর মতো বলিউডের জনপ্রিয় তারকারা কত করে পারিশ্রমিক পেয়েছেন?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৪:৩২
Share: Save:
০১ ২০
বলিপাড়ায় যেমন ক্রমশ কৃতি শ্যানন, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো নবাগত তারকাদের আগমন ঘটছে, ঠিক তেমনই বরুণ ধাওয়ান, আলিয়া ভট্টের মতো বহু বলি তারকার পুত্রকন্যারা সিনেমাজগৎ কাঁপিয়ে বেড়াচ্ছেন। উপার্জনের তালিকায় এই তারকাদের অনেকেই শীর্ষস্থানে রয়েছেন। তবে, পুরনো দিনের তারকারাও কিছু কম যান না।

বলিপাড়ায় যেমন ক্রমশ কৃতি শ্যানন, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো নবাগত তারকাদের আগমন ঘটছে, ঠিক তেমনই বরুণ ধাওয়ান, আলিয়া ভট্টের মতো বহু বলি তারকার পুত্রকন্যারা সিনেমাজগৎ কাঁপিয়ে বেড়াচ্ছেন। উপার্জনের তালিকায় এই তারকাদের অনেকেই শীর্ষস্থানে রয়েছেন। তবে, পুরনো দিনের তারকারাও কিছু কম যান না।

০২ ২০
ইন্ডাস্ট্রিতে তিন থেকে চার দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করা নায়ক-নায়িকারা এখনও এই নবাগতদের টক্কর দিয়ে অভিনয় করে চলেছেন। পারিশ্রমিকের দিক থেকেও পিছিয়ে নেই বলিউডের ‘বুড়ো’রা।

ইন্ডাস্ট্রিতে তিন থেকে চার দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করা নায়ক-নায়িকারা এখনও এই নবাগতদের টক্কর দিয়ে অভিনয় করে চলেছেন। পারিশ্রমিকের দিক থেকেও পিছিয়ে নেই বলিউডের ‘বুড়ো’রা।

০৩ ২০
অমিতাভ বচ্চন থেকে নীতু কপূর, রত্না পাঠক শাহ থেকে অনুপম খের— সকলেই ছবিপিছু আকাশছোঁয়া পারিশ্রমিক নেন।

অমিতাভ বচ্চন থেকে নীতু কপূর, রত্না পাঠক শাহ থেকে অনুপম খের— সকলেই ছবিপিছু আকাশছোঁয়া পারিশ্রমিক নেন।

০৪ ২০
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘গুডবাই’ ছবিটি। রশ্মিকা মন্দানা, নীনা গুপ্তর পাশাপাশি অভিনয় করে দর্শকের মন জিতেছেন বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন।

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘গুডবাই’ ছবিটি। রশ্মিকা মন্দানা, নীনা গুপ্তর পাশাপাশি অভিনয় করে দর্শকের মন জিতেছেন বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন।

০৫ ২০
‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রথম পর্বে অভিনয় করেও দর্শকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন অমিতাভ। সংবাদ সংস্থা সূত্রের খবর, ‘গুডবাই’ ছবিতে অভিনয় করে তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রথম পর্বে অভিনয় করেও দর্শকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন অমিতাভ। সংবাদ সংস্থা সূত্রের খবর, ‘গুডবাই’ ছবিতে অভিনয় করে তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।

০৬ ২০
১৯৬৭ সাল থেকে বহু ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও বলিউডে মূল ধারার ছবিতে নাসিরুদ্দিন শাহ অভিনয় করা শুরু করেন ১৯৮০ সাল থেকে।

১৯৬৭ সাল থেকে বহু ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও বলিউডে মূল ধারার ছবিতে নাসিরুদ্দিন শাহ অভিনয় করা শুরু করেন ১৯৮০ সাল থেকে।

০৭ ২০
পরিচালক হিসাবেও তিনি কাজ করেছেন বহু ছবিতে। সম্প্রতি নবাগতদের সঙ্গে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘ফাইন্ডিং ফ্যানি’, ‘দ্য তাসখন্দ ফাইলস’ ছবিতে পাল্লা দিয়ে অভিনয় করতে দেখা গিয়েছে নাসিরুদ্দিনকে।

পরিচালক হিসাবেও তিনি কাজ করেছেন বহু ছবিতে। সম্প্রতি নবাগতদের সঙ্গে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘ফাইন্ডিং ফ্যানি’, ‘দ্য তাসখন্দ ফাইলস’ ছবিতে পাল্লা দিয়ে অভিনয় করতে দেখা গিয়েছে নাসিরুদ্দিনকে।

০৮ ২০
সম্প্রতি ‘গেহরাইয়াঁ’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন। সংবাদ সংস্থা সূত্রের খবর, এই ছবিতে কাজ করে ৪৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।

সম্প্রতি ‘গেহরাইয়াঁ’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন। সংবাদ সংস্থা সূত্রের খবর, এই ছবিতে কাজ করে ৪৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।

০৯ ২০
‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে ‘মায়া’ চরিত্রের কথা মনে পড়ে?ধারাবাহিকে অভিনয় করেই দর্শকের মন জিতেছিলেন নাসিরুদ্দিন-পত্নী রত্না পাঠক শাহ। তার পর বিভিন্ন হিন্দি ছবিতে যথেষ্ট দৃঢ় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে ‘মায়া’ চরিত্রের কথা মনে পড়ে?ধারাবাহিকে অভিনয় করেই দর্শকের মন জিতেছিলেন নাসিরুদ্দিন-পত্নী রত্না পাঠক শাহ। তার পর বিভিন্ন হিন্দি ছবিতে যথেষ্ট দৃঢ় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

১০ ২০
‘লিপস্টিক আন্ডার মাই বুর্খা’, ‘হম দো হমারে দো’, ‘কপূর অ্যান্ড সন্স’-সহ বহু ছবিতে অভিনয় করেছেন রত্না। সম্প্রতি ‘জয়েশভাই জোরদার’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে রত্না এক কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।

‘লিপস্টিক আন্ডার মাই বুর্খা’, ‘হম দো হমারে দো’, ‘কপূর অ্যান্ড সন্স’-সহ বহু ছবিতে অভিনয় করেছেন রত্না। সম্প্রতি ‘জয়েশভাই জোরদার’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে রত্না এক কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।

১১ ২০
ছ’বছর বয়স থেকেই বলিউড ইন্ডাস্ট্রিকে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে এসেছেন ঋষি-পত্নী নীতু কপূর। অমিতাভ বচ্চন, শশী কপূর, শত্রুঘ্ন সিন্‌হা, আমজাদ খান, ঋষি কপূরের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন নীতু।

ছ’বছর বয়স থেকেই বলিউড ইন্ডাস্ট্রিকে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে এসেছেন ঋষি-পত্নী নীতু কপূর। অমিতাভ বচ্চন, শশী কপূর, শত্রুঘ্ন সিন্‌হা, আমজাদ খান, ঋষি কপূরের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন নীতু।

১২ ২০
২০১৩ সালে ‘বেশরম’ ছবিতে অভিনয় করার প্রায় ন’বছর পর নীতুকে আবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘যুগ যুগ জিয়ো’ ছবিতে।

২০১৩ সালে ‘বেশরম’ ছবিতে অভিনয় করার প্রায় ন’বছর পর নীতুকে আবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘যুগ যুগ জিয়ো’ ছবিতে।

১৩ ২০
সংবাদ সংস্থা সূত্রের খবর, সম্প্রতি ‘যুগ যুগ জিয়ো’ ছবিতে অভিনয় করে ১ কোটি ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন নীতু।

সংবাদ সংস্থা সূত্রের খবর, সম্প্রতি ‘যুগ যুগ জিয়ো’ ছবিতে অভিনয় করে ১ কোটি ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন নীতু।

১৪ ২০
‘ড্রিম গার্ল’ ছবিতে ‘অনুপম বর্মা’র চরিত্রই হোক বা ‘শোলে’ ছবিতে ‘বীরু’— ছয় দশক সময়কাল বলিউড ইন্ডাস্ট্রিতে থেকে ৩০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। ভারতীয় সিনেমার ‘হিম্যান’ বলা হয় তাঁকে।

‘ড্রিম গার্ল’ ছবিতে ‘অনুপম বর্মা’র চরিত্রই হোক বা ‘শোলে’ ছবিতে ‘বীরু’— ছয় দশক সময়কাল বলিউড ইন্ডাস্ট্রিতে থেকে ৩০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। ভারতীয় সিনেমার ‘হিম্যান’ বলা হয় তাঁকে।

১৫ ২০
২০১৮ সালে ‘ইয়ামলা পগলা দিওয়ানা: ফির সে’ ছবিতে অভিনয় করার দু’বছর পর তাঁকে ‘শিমলা মির্চ’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। আসন্ন বছরে ‘আপনে’ ছবির দ্বিতীয় পর্ব এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নামের দু’টি ছবিতে অভিনয় করবেন ধর্মেন্দ্র।

২০১৮ সালে ‘ইয়ামলা পগলা দিওয়ানা: ফির সে’ ছবিতে অভিনয় করার দু’বছর পর তাঁকে ‘শিমলা মির্চ’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। আসন্ন বছরে ‘আপনে’ ছবির দ্বিতীয় পর্ব এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নামের দু’টি ছবিতে অভিনয় করবেন ধর্মেন্দ্র।

১৬ ২০
সংবাদ সংস্থা সূত্রের খবর, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করার জন্য পাঁচ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন ধর্মেন্দ্র। এই ছবির মুখ্যচরিত্রে ধর্মেন্দ্র ছাড়াও আলিয়া ভট্ট এবং রনবীর সিংহকে অভিনয় করতে দেখা যাবে।

সংবাদ সংস্থা সূত্রের খবর, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করার জন্য পাঁচ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন ধর্মেন্দ্র। এই ছবির মুখ্যচরিত্রে ধর্মেন্দ্র ছাড়াও আলিয়া ভট্ট এবং রনবীর সিংহকে অভিনয় করতে দেখা যাবে।

১৭ ২০
শুধু বলিউডেই নয়, বহু শোয়ের স়ঞ্চালক হিসাবেও বহুল প্রচলিত অনুপম খের। কেরিয়ারের শুরুর দিকে বেশির ভাগ হিন্দি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতেন তিনি।

শুধু বলিউডেই নয়, বহু শোয়ের স়ঞ্চালক হিসাবেও বহুল প্রচলিত অনুপম খের। কেরিয়ারের শুরুর দিকে বেশির ভাগ হিন্দি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতেন তিনি।

১৮ ২০
কৌতুক চরিত্র থেকে গুরুগম্ভীর চরিত্র— সব ধরনের চরিত্রেই নিপুণতার সঙ্গে অভিনয় করেন অনুপম। পরবর্তী কালে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও শুরু করেন তিনি।

কৌতুক চরিত্র থেকে গুরুগম্ভীর চরিত্র— সব ধরনের চরিত্রেই নিপুণতার সঙ্গে অভিনয় করেন অনুপম। পরবর্তী কালে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও শুরু করেন তিনি।

১৯ ২০
সম্প্রতি একটি তেলুগু ছবি ‘কার্তিকেয়া’র দ্বিতীয় পর্বে অভিনয় করেছিলেন অনুপম। চলতি বছরে মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

সম্প্রতি একটি তেলুগু ছবি ‘কার্তিকেয়া’র দ্বিতীয় পর্বে অভিনয় করেছিলেন অনুপম। চলতি বছরে মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

২০ ২০
সংবাদ সংস্থা সূত্রের খবর, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে অভিনয় করে অনুপম এক কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।

সংবাদ সংস্থা সূত্রের খবর, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে অভিনয় করে অনুপম এক কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy