From Akshay Kumar to Govinda, which bollywood celebrities gave more flops than hits dgtl
Bollywood Actors
যত না হিট তার দ্বিগুণেরও বেশি ফ্লপ! কোন তারকারা বলিপাড়ার ‘ফ্লপ মাস্টার জেনারেল’?
বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন যাঁদের কেরিয়ারে হিট ছবির সংখ্যার চেয়ে ফ্লপ ছবির সংখ্যাই বেশি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৫:৪৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
বলিউডে হিট ছবি নিয়ে চর্চা হয় সর্বত্র। কিন্তু তারকারা যা হিট ছবি করেন, তার থেকে অনেক বেশি করেন ফ্লপ ছবি। এমনও একাধিক তারকা রয়েছেন, যাঁরা কেরিয়ারে হিট ছবির দ্বিগুণেরও বেশি ফ্লপ ছবিতে অভিনয় করেছেন। অনায়াসে যাঁদের ‘ফ্লপ মাস্টার জেনারেল’ তকমা দেওয়া যায়। কারা রয়েছেন সেই তালিকায়?
০২১৩
জীতেন্দ্রের কেরিয়ারে ফ্লপ ছবির সংখ্যা ১০৬টি। ৫৬টি হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন অভিনেতা।
০৩১৩
ঋষি কপূর তাঁর কেরিয়ারে ৩৪টি হিট ছবিতে অভিনয় করেন।
০৪১৩
অন্য দিকে ঋষির কেরিয়ারে ৭৬টি ছবি বক্স অফিসে ফ্লপ হয়। অর্থাৎ হিট ছবির তুলনায় ফ্লপ ছবির সংখ্যা দ্বিগুণেরও বেশি।
০৫১৩
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র। বলিপাড়ার ‘হিম্যান’ অভিনীত ৯৯টি ছবি বক্স অফিসে ব্যর্থ হয়।
০৬১৩
সেই তুলনায় ধর্মেন্দ্রের কেরিয়ারে হিট ছবির সংখ্যা কম। কেরিয়ারে ৭৪টি হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।
০৭১৩
বিনোদ খন্না তাঁর কেরিয়ারে ৩৩টি হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। উল্টো দিকে বক্স অফিসে তাঁর ৬৪টি ছবি মুখ থুবড়ে পড়েছে। অর্থাৎ ফ্লপ ছবির সংখ্যা হিট ছবির প্রায় দ্বিগুণ।
০৮১৩
তালিকায় রয়েছে অমিতাভ বচ্চনের নামও। বিগ বি অভিনীত হিট ছবির সংখ্যা ৫৬। এখনও পর্যন্ত অমিতাভের ৬৭টি ছবি বক্স অফিসে ফ্লপ করেছে। তবে হিট-ফ্লপ অনুপাতে তিনি অন্য নায়কদের চেয়ে খানিকটা এগিয়েই রয়েছেন।
০৯১৩
গোবিন্দ তাঁর কেরিয়ারে যতগুলি ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে ৭৫টি ছবি বক্স অফিসে ফ্লপ হয়েছে। মাত্র ২৮টি হিট ছবিতে অভিনয় করেন তিনি।
১০১৩
হিট-ফ্লপের অনুপাতে গোবিন্দের সঙ্গে জোর লড়াই সঞ্জয় দত্তের। সঞ্জয় অভিনীত ৬৯টি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। অন্য দিকে কেরিয়ারে মাত্র ২৬টি হিট ছবিতে অভিনয় করেন তিনি।
১১১৩
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের পুত্র সানি দেওল তাঁর কেরিয়ারে ২২টি হিট ছবিতে অভিনয় করেছেন। অন্য দিকে সানি অভিনীত ৪৯টি ছবি বক্স অফিসে ফ্লপ হয়।
১২১৩
অনিল কপূর এখনও পর্যন্ত ২৮টি হিট ছবিতে অভিনয় করেন। বক্স অফিসে অনিল অভিনীত ৫৫টি ছবি ফ্লপ করেছে।
১৩১৩
বলিপাড়ার ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের কেরিয়ারে ৫৬টি ছবি ব্যর্থ হয়। ৪০টি হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন তিনি।