Former minister and CPM leader Manab Mukherjee, a man with different colours passes away dgtl
Manab Mukherjee
বসু ও বুদ্ধ, দুই আমলেই মন্ত্রী ছিলেন মানব, জড়িয়েছেন কিছু বিতর্কেও
মঙ্গলবার সকাল ১১টা ১০ নাগাদ হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ১৭:০২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৯
রাজ্যে ৩৪ বছরের বাম আমলের দুই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য। সেই দুই মুখ্যমন্ত্রীরই মন্ত্রিসভার সদস্য ছিলেন সদ্যপ্রয়াত সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
০২১৯
১৯৫৫ সালের ২৪ অগস্ট টালিগঞ্জের হরিপদ দত্ত লেনে জন্ম হয়েছিল মানবের।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
০৩১৯
যোধপুর পার্ক বয়েজ হাইস্কুল থেকে পড়াশোনা করেছিলেন। এর পর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র ছিলেন মানব।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
০৪১৯
ছাত্রাবস্থাতেই বাম রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছিলেন মানব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ না করেই তিনি যোগ দেন সিপিএমে।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
০৫১৯
মানব হয়ে ওঠেন সিপিএমের সর্বক্ষণের কর্মী (হোলটাইমার)। পরীক্ষার জন্য পড়াশোনা ছাড়লেও মার্ক্সবাদী দর্শনচর্চা তিনি চালিয়ে গিয়েছিলেন জীবনভর।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
০৬১৯
সিপিএমের ছাত্র এবং যুব সংগঠনের হাত ধরেই দলে উত্থান হয়েছিল মানবের।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
০৭১৯
১৯৮৬ সালে পার্টির কলকাতা জেলা কমিটির সদস্য হন মানব। ১৯৮৭ সালে বাম যুব সংগঠনটির পশ্চিমবঙ্গের মুখপত্রের সম্পাদক হন তিনি।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
০৮১৯
১৯৯১ সালে সিপিএমের যুব সংগঠনের রাজ্য সম্পাদকও নির্বাচিত হন মানব।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
০৯১৯
১৯৯১ সালে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মানব। তিনি জেতেনও ওই কেন্দ্রে। তার পর থেকে ২০১১ সাল পর্যন্ত টানা বেলেঘাটা কেন্দ্রেরই বিধায়ক ছিলেন তিনি।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
১০১৯
১৯৯৬ সালে প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মন্ত্রিসভায় প্রথম বার নেওয়া হয়েছিল মানবকে। সেই সময় যুবকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তিনি। সামলেছেন পর্যটন, পরিবেশ ইত্যাদি দফতরও।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
১১১৯
মানবের হাত ধরেই রাজ্যে চালু হয়েছিল যুব কম্পিউটার প্রকল্প। ওই প্রকল্প ছিল তাঁরই মস্তিষ্কপ্রসূত।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
১২১৯
১৯৯৮ সালে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হন মানব। পাশাপাশি, পার্টির কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যও হন তিনি।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
১৩১৯
২০০১ সালে বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তথ্যপ্রযুক্তি মন্ত্রী ছিলেন মানব। ২০০৬ সালেও মন্ত্রী ছিলেন তিনি। সামলেছেন বিভিন্ন দফতর।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
১৪১৯
সেই সময়েই বিতর্কে জড়িয়ে পড়েন মানব। একটি চশমার জন্য বিধানসভার তহবিল থেকে ৩০ হাজার টাকা দাবি করেছিলেন তৎকালীন মন্ত্রী।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
১৫১৯
তবে ওই চশমা-বিতর্কে এতটাই জলঘোলা হয় যে, শেষমেশ সরকারের কাছ থেকে ওই টাকা নেননি তিনি।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
১৬১৯
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেও দীর্ঘ দিন রাজনীতিতে সক্রিয় ছিলেন মানব। ২০১৮ সালে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যও হয়েছিলেন।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
১৭১৯
তবে শারীরিক অসুস্থতার কারণে রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে সরে গিয়েছিলেন তিনি।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
১৮১৯
দলে মানবের পরিচয় ছিল তাত্ত্বিক নেতা হিসাবে। তাঁর সঙ্গে সিপিএমের ছাত্র এবং যুব সংগঠনের সদস্যদের যোগাযোগ ছিল নিবিড়।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
১৯১৯
বাম আমলের দুই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার সদস্য ছিলেন মানব। মঙ্গলবার তাঁর প্রয়াণে সেই পর্বের একটি অধ্যায়ও শেষ হল।