Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Ayodhya Ram Mandir Inauguration

অযোধ্যা বিমানবন্দরে ঠাঁই নেই ভিভিআইপিদেরও! ১০০ প্রাইভেট জেট কোথায় নামবে? কী করবেন তারকারা?

সোমবার, ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠান উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে অযোধ্যায় যাবেন বহু ‘ভিআইপি’।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ১৬:১৪
Share: Save:
০১ ১৮
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যে বিরাট উৎসবের আয়োজন করা হয়েছে, তাতে শামিল হবেন তারকারাও। দেশের নানা প্রান্ত থেকে অযোধ্যায় যাবেন বহু ‘ভিভিআইপি’। তারা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যে বিরাট উৎসবের আয়োজন করা হয়েছে, তাতে শামিল হবেন তারকারাও। দেশের নানা প্রান্ত থেকে অযোধ্যায় যাবেন বহু ‘ভিভিআইপি’। তারা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

০২ ১৮
এই তারকাদের নিয়ে উৎসবের আগে অযোধ্যায় চর্চার শেষ নেই। কারা কারা অযোধ্যায় যাচ্ছেন, কী ভাবে যাচ্ছেন, কত ক্ষণ থাকবেন— সবই রয়েছে আতশকাচের নীচে।

এই তারকাদের নিয়ে উৎসবের আগে অযোধ্যায় চর্চার শেষ নেই। কারা কারা অযোধ্যায় যাচ্ছেন, কী ভাবে যাচ্ছেন, কত ক্ষণ থাকবেন— সবই রয়েছে আতশকাচের নীচে।

০৩ ১৮
সোমবার, ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাত দিয়েই রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ হতে চলেছে। তারকাদের ভিড়েও অবশ্য মূল আকর্ষণ তিনিই।

সোমবার, ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাত দিয়েই রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ হতে চলেছে। তারকাদের ভিড়েও অবশ্য মূল আকর্ষণ তিনিই।

০৪ ১৮
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগে বিমানবন্দরের উদ্বোধনও হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর হাতে। আগে থেকেই সেখানে বিমানবন্দর ছিল। তবে সম্প্রতি তা ঢেলে সাজানো হয়েছে।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগে বিমানবন্দরের উদ্বোধনও হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর হাতে। আগে থেকেই সেখানে বিমানবন্দর ছিল। তবে সম্প্রতি তা ঢেলে সাজানো হয়েছে।

০৫ ১৮
সংস্কারের পর নতুন রূপে অযোধ্যার বিমানবন্দর উদ্বোধন করেন মোদী। ওই বিমানবন্দরের নতুন নামকরণ করা হয়। অযোধ্যা বিমানবন্দর বর্তমানে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর।

সংস্কারের পর নতুন রূপে অযোধ্যার বিমানবন্দর উদ্বোধন করেন মোদী। ওই বিমানবন্দরের নতুন নামকরণ করা হয়। অযোধ্যা বিমানবন্দর বর্তমানে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর।

০৬ ১৮
২২ তারিখের ‘মহোৎসব’কে কেন্দ্র করে অযোধ্যায় গত কয়েক দিন ধরেই মানুষের আনাগোনা বেড়ে গিয়েছে। সেই সঙ্গে বেড়েছে বিমানের ওঠানামাও। ভক্তের ঢল নামতে চলেছে উত্তরপ্রদেশের এই শহরটিতে।

২২ তারিখের ‘মহোৎসব’কে কেন্দ্র করে অযোধ্যায় গত কয়েক দিন ধরেই মানুষের আনাগোনা বেড়ে গিয়েছে। সেই সঙ্গে বেড়েছে বিমানের ওঠানামাও। ভক্তের ঢল নামতে চলেছে উত্তরপ্রদেশের এই শহরটিতে।

০৭ ১৮
রামমন্দির উদ্বোধনের মূল অনুষ্ঠানের দিন অবশ্য সকলের প্রবেশাধিকার নেই অযোধ্যায়। সে দিন কেবল আমন্ত্রিত অতিথিরাই থাকতে পারবেন মন্দির চত্বরে। কিন্তু তাঁদের বিমান নিয়ে সমস্যায় পড়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

রামমন্দির উদ্বোধনের মূল অনুষ্ঠানের দিন অবশ্য সকলের প্রবেশাধিকার নেই অযোধ্যায়। সে দিন কেবল আমন্ত্রিত অতিথিরাই থাকতে পারবেন মন্দির চত্বরে। কিন্তু তাঁদের বিমান নিয়ে সমস্যায় পড়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

০৮ ১৮
অযোধ্যায় রামমন্দির উদ্বোধন উপলক্ষে যাঁরা আমন্ত্রণ পেয়েছেন, তাঁরা প্রায় সকলেই নিজ নিজ ক্ষেত্রে দেশের প্রথম সারির তারকা। রাজনীতি থেকে শুরু করে বলিউড, বিজ্ঞান থেকে শুরু করে বিনোদন, নানা স্তরের অতিথি রামমন্দিরে আমন্ত্রিত।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধন উপলক্ষে যাঁরা আমন্ত্রণ পেয়েছেন, তাঁরা প্রায় সকলেই নিজ নিজ ক্ষেত্রে দেশের প্রথম সারির তারকা। রাজনীতি থেকে শুরু করে বলিউড, বিজ্ঞান থেকে শুরু করে বিনোদন, নানা স্তরের অতিথি রামমন্দিরে আমন্ত্রিত।

০৯ ১৮
অতিথিদের অনেকেই অযোধ্যায় যাচ্ছেন ব্যক্তিগত বিমান ভাড়া করে। আর সেখানেই সমস্যা দেখা দিয়েছে। এত বিমানের ঠাঁই হবে না অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে।

অতিথিদের অনেকেই অযোধ্যায় যাচ্ছেন ব্যক্তিগত বিমান ভাড়া করে। আর সেখানেই সমস্যা দেখা দিয়েছে। এত বিমানের ঠাঁই হবে না অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে।

১০ ১৮
বাল্মীকি বিমানবন্দরে ব্যক্তিগত বিমান রাখার মোট চারটি জায়গা রয়েছে। তার মধ্যে একটি বিশেষ ভাবে প্রধানমন্ত্রীর বিমানের জন্য আগে থেকে সংরক্ষণ করে রাখা হয়েছে।

বাল্মীকি বিমানবন্দরে ব্যক্তিগত বিমান রাখার মোট চারটি জায়গা রয়েছে। তার মধ্যে একটি বিশেষ ভাবে প্রধানমন্ত্রীর বিমানের জন্য আগে থেকে সংরক্ষণ করে রাখা হয়েছে।

১১ ১৮
বাকি তিনটি ‘পার্কিং স্লট’-এ ১০০টি প্রাইভেট জেটের ঠাঁই হবে না কোনও ভাবেই। অথচ সূত্রের খবর, অযোধ্যায় ১০০-র বেশি প্রাইভেট জেট যেতে চলেছে সোমবার।

বাকি তিনটি ‘পার্কিং স্লট’-এ ১০০টি প্রাইভেট জেটের ঠাঁই হবে না কোনও ভাবেই। অথচ সূত্রের খবর, অযোধ্যায় ১০০-র বেশি প্রাইভেট জেট যেতে চলেছে সোমবার।

১২ ১৮
এই পরিস্থিতিতে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) প্রাইভেট জেটের জন্য বিকল্প বন্দোবস্ত করেছে। অযোধ্যা নয়, বিমানগুলির জন্য বরাদ্দ করা হয়েছে অন্য জায়গা।

এই পরিস্থিতিতে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) প্রাইভেট জেটের জন্য বিকল্প বন্দোবস্ত করেছে। অযোধ্যা নয়, বিমানগুলির জন্য বরাদ্দ করা হয়েছে অন্য জায়গা।

১৩ ১৮
এএআই পাঁচটি রাজ্যের মোট ১২টি বিমানবন্দরকে চিহ্নিত করেছে অযোধ্যার জন্য। ওই বিমানবন্দরগুলিতে অযোধ্যায় আমন্ত্রিত ‘ভিআইপি’দের ব্যক্তিগত কিংবা চার্টার্ড বিমান দাঁড়াবে।

এএআই পাঁচটি রাজ্যের মোট ১২টি বিমানবন্দরকে চিহ্নিত করেছে অযোধ্যার জন্য। ওই বিমানবন্দরগুলিতে অযোধ্যায় আমন্ত্রিত ‘ভিআইপি’দের ব্যক্তিগত কিংবা চার্টার্ড বিমান দাঁড়াবে।

১৪ ১৮
তারকাদের অবশ্য বাল্মীকি বিমানবন্দরেই নামানো হবে। কিন্তু তার পর আর সেখানে দাঁড়ানো পারবে না বিমানগুলি। যাত্রীদের নামিয়ে দিয়েই তারা অন্য গন্তব্যের উদ্দেশে রওনা দেবে।

তারকাদের অবশ্য বাল্মীকি বিমানবন্দরেই নামানো হবে। কিন্তু তার পর আর সেখানে দাঁড়ানো পারবে না বিমানগুলি। যাত্রীদের নামিয়ে দিয়েই তারা অন্য গন্তব্যের উদ্দেশে রওনা দেবে।

১৫ ১৮
উত্তরপ্রদেশ ছাড়াও উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের ১২টি বিমানবন্দর হতে চলেছে তারকাদের প্রাইভেট জেটের ঠিকানা। বেছে নেওয়া হয়েছে লখনউ, ভোপাল, খাজুরাহো, জবলপুর, দেহরাদূন, প্রয়াগরাজ, কানপুর, বারাণসী, কুশিনগর, গোরখপুর, গয়া এবং দেওঘর বিমানবন্দরকে।

উত্তরপ্রদেশ ছাড়াও উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের ১২টি বিমানবন্দর হতে চলেছে তারকাদের প্রাইভেট জেটের ঠিকানা। বেছে নেওয়া হয়েছে লখনউ, ভোপাল, খাজুরাহো, জবলপুর, দেহরাদূন, প্রয়াগরাজ, কানপুর, বারাণসী, কুশিনগর, গোরখপুর, গয়া এবং দেওঘর বিমানবন্দরকে।

১৬ ১৮
অযোধ্যা তো বটেই, রামমন্দির উদ্বোধনের আগে থেকেই বুক হয়ে গিয়েছে নিকটবর্তী সমস্ত বিমানবন্দরের ‘স্লট’। তারকারা প্রায় সকলেই প্রাইভেট জেটে অযোধ্যা পৌঁছবেন।

অযোধ্যা তো বটেই, রামমন্দির উদ্বোধনের আগে থেকেই বুক হয়ে গিয়েছে নিকটবর্তী সমস্ত বিমানবন্দরের ‘স্লট’। তারকারা প্রায় সকলেই প্রাইভেট জেটে অযোধ্যা পৌঁছবেন।

১৭ ১৮
ইন্ডিয়ান লাক্সারি চার্টার্ড সার্ভিস ক্লাব ওয়ান এয়ারের সিইও রাজন মেহরা বলেন, ‘‘অযোধ্যার রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ সমাজে গুরুত্ব বিচারের অন্যতম মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। বহু বুকিং আসছে আমাদের কাছে। দামি, বিলাসবহুল জেট বুক করেছেন অনেক।’’

ইন্ডিয়ান লাক্সারি চার্টার্ড সার্ভিস ক্লাব ওয়ান এয়ারের সিইও রাজন মেহরা বলেন, ‘‘অযোধ্যার রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ সমাজে গুরুত্ব বিচারের অন্যতম মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। বহু বুকিং আসছে আমাদের কাছে। দামি, বিলাসবহুল জেট বুক করেছেন অনেক।’’

১৮ ১৮
প্রধানমন্ত্রী যে বিমানে অযোধ্যায় যাবেন, তার নাম ‘ইন্ডিয়া ওয়ান’। তাতে চড়ে সোমবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ অযোধ্যায় নামার কথা মোদীর।

প্রধানমন্ত্রী যে বিমানে অযোধ্যায় যাবেন, তার নাম ‘ইন্ডিয়া ওয়ান’। তাতে চড়ে সোমবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ অযোধ্যায় নামার কথা মোদীর।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy