Advertisement
১১ জানুয়ারি ২০২৫
Anurag Kashyap

ছবি জুড়ে কুকথা-হিংসা, অভিনয়ে নামী তারকা! ২২ বছর পর মুক্তি বিতর্কিত পরিচালকের বিতর্কিত ছবির

‘পাঁচ’ ছবির অন্যতম প্রযোজক ছিলেন টুটু শর্মা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই ছবিতে সিবিএফসি ছাড়পত্রের খবর নিশ্চিত করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১০:০৫
Share: Save:
০১ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

ভারতে ছবির শুটিংয়ের পর এডিটিংয়ের সময় কাঁচি চালানোর পরেও সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর উপরেই ছবিমুক্তির সিদ্ধান্ত নির্ভর করে। এমন বহু ছবি রয়েছে যার উপর সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞার কারণে সেগুলি সিনেমাহলে মুক্তি পায়নি।

০২ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

বলি পরিচালক অনুরাগ কাশ্যপের একটি ছবিও সেন্সর বোর্ডের তরফে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায়নি। কথা হচ্ছে ‘পাঁচ’ ছবির। অনুরাগের পরিচালনা করা প্রথম ছবি ছিল পাঁচ।

০৩ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

২০০৩ সালে জার্মানির হামবার্গের চলচ্চিত্র উৎসবে প্রথম দেখানো হয় সেই ছবি। কিন্তু ভারতে মুক্তি পায়নি।

০৪ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

তবে সেই ছবিই এ বার মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। বিতর্কিত এবং পূর্বে নিষিদ্ধ ছবিটি অবশেষে সিবিএফসি থেকে ছাড়পত্র পেয়েছে।

০৫ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

২০০২ সালে ‘পাঁচ’ ছবি তৈরি করেন কাশ্যপ। তার ২২ বছর পর, অর্থাৎ দুই দশকেরও বেশি সময় পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সেই ছবি।

০৬ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

‘পাঁচ’ ছবির অন্যতম প্রযোজক ছিলেন টুটু শর্মা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই ছবিতে সিবিএফসি ছাড়পত্রের খবর নিশ্চিত করেছেন তিনি।

০৭ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

টুটুর কথায়, ‘‘‘পাঁচ’ মুক্তি পাচ্ছে আগামী বছর। আগামী ছ’মাসের মধ্যে এটিকে প্রেক্ষাগৃহে মুক্তি করানোর পরিকল্পনা করছি।’’

০৮ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

টুটু আরও বলেন, ‘‘ছবিটি সে সময় নিষিদ্ধ করা হয়েছিল। এই ছবিকে কেন্দ্র করে কিছু নেতিবাচকতা ছিল। ছবিটিকে আবার নতুন করে পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। তা হয়ে গেলেই আমরা ছবিটি মুক্তি করে দেব।’’

০৯ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

কিন্তু কেন নিষিদ্ধ করা হয়েছিল ‘পাঁচ’ ছবিটি। কী বলছেন প্রযোজক টুটু? টুটু ব্যাখ্যা করেছেন, “সেন্সর বোর্ডের সমস্যাগুলি সমাধান করা হয়েছে। যাইহোক, আমরা অতিরিক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম, যে কারণে ছবিটি স্থগিত করা হয়েছিল। এখন ছবিটি আবার মুক্তি দেওয়ার কথা ভেবেছি।’’

১০ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

অনুরাগের পরিচালনায় ‘পাঁচ’ ছবিতে অভিনয় করেছেন কেকে মেননের মতো নামী তারকা। এ ছাড়াও ছিলেন আদিত্য শ্রীবাস্তব, জয় ফার্নান্ডেজ়, বিজয় মৌর্য এবং তেজস্বিনী কোলাপুরের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

১১ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

পুণের জোশী-অভয়ঙ্কর হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে এই ছবির চিত্রনাট্য নির্মাণ করা হয়েছিল।

১২ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

তবে ১৯৭৬-’৭৭ সালের হত্যাকাণ্ডের ঘটনা পর্দায় ফুটিয়ে তুলতে বহু জায়গায় অত্যধিক হিংসাত্মক দৃশ্যের ব্যবহার করা হয়েছে বলে মনে করেছে সেন্সর বোর্ড।

১৩ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

সেন্সর বোর্ডের মতে, এই দৃশ্যগুলি দর্শকের মনে খারাপ প্রভাব ফেলতে পারে, তাই প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দেওয়া হয়নি। ‘পাঁচ’ ছবিটি অনুরাগের সবচেয়ে বিতর্কিত ছবির তকমাও পায়।

১৪ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

‘পাঁচ’ ছবিটির আবহসঙ্গীত রচনা করেছেন বিখ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ। গানগুলি লিখেছেন আব্বাস টায়ারওয়ালা।

১৫ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

উল্লেখ্য, এমন বহু ফিল্ম রয়েছে যার উপর সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞা সত্ত্বেও সেগুলি বহাল তবিয়তে ওটিটি প্ল্যাটফর্মে বিরাজ করছে। ‘পাঁচ’ সে রকম একটি ছবিও বটে। বিদেশে যাঁরা নেটফ্লিক্স ব্যবহার করেন, তাঁরাই এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে দেখতে পান।

১৬ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

‘পাঁচ’ যেমন বিতর্কিত, তেমনই বিতর্কিত ছবির পরিচালক অনুরাগও। তিনি বলিউডের অন্যতম চর্চিত পরিচালক। একই সঙ্গে বিতর্ক অনুরাগ কাশ্যপের নিত্যসঙ্গী। মাস কয়েক আগেই হালের বাংলা ছবিকে ‘ঘটিয়া’ বলে মন্তব্য করে অনুরাগীদের বিরাগভাজন হন তিনি।

১৭ ১৭
First movie directed by Anurag Kashyap to release in hall after two decades

মাঝেমধ্যেই সমাজমাধ্যমে অনুরাগের পোস্ট নিয়ে বিতর্ক দানা বাঁধে। কয়েক মাস আগে নতুন পরিচালক বা অভিনেতাদের সঙ্গে দেখা করার জন্য নিজের দর বেঁধে দিয়েছিলেন অনুরাগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy