First eleven of India in Virat Kohlis first international match dgtl
Cricket
দলে ছিলেন বর্তমান কোচ, অধিনায়কও! বিরাটের অভিষেক ম্যাচে কেমন ছিল ভারতের প্রথম একাদশ?
বিরাট কোহলি। ভারত তথা বিশ্বের সর্বকালের সেরা ব্যাটারদের অন্যতম। ২০০৮ সালের ১৮ অগস্ট ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। কেমন ছিল ভারতের সে দিনের প্রথম একাদশ? কারা ছিলেন সেই দলে? দেখে নেওয়া যাক।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ১৫:৫৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
বিরাট কোহলি। ভারত তথা বিশ্বের সর্বকালের সেরা ব্যাটারদের অন্যতম। ২০০৮ সালের ১৮ অগস্ট ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। কেমন ছিল ভারতের সে দিনের প্রথম একাদশ? কারা ছিলেন সেই দলে? দেখে নেওয়া যাক।
০২১২
গৌতম গম্ভীর: শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই দলে ওপেন করেছিলেন গৌতম গম্ভীর। ভারতের বর্তমান কোচ সে দিন কোনও রান না করে প্যাভিলিয়নে ফেরেন। তাঁকে বোল্ড করেন চামিন্ডা ভাস।
০৩১২
বিরাট কোহলি: বর্তমান কোচের সঙ্গে সে দিন ওপেন করেছিলেন বিরাট। প্রথম আন্তর্জাতিক ম্যাচে অবশ্য তেমন ছাপ ফেলতে পারেননি তিনি। ২২ বলে মাত্র ১২ রান করে কুলশেখরার বলে আউট হন।
০৪১২
সুরেশ রায়না: তিন নম্বরে নেমেছিলেন সুরেশ রায়না। রান পাননি তিনিও। ৩৫ বলে ১৭ রান করে কুলশেখরার বলে আউট হন বাঁহাতি ব্যাটার।
০৫১২
যুবরাজ সিংহ: চার নম্বরে নেমেছিলেন যুবরাজ। দলের সর্বোচ্চ রান করেন তিনিই। দু’টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে অজন্তা মেন্ডিসের বলে আউট হন তিনি।
০৬১২
রোহিত শর্মা: পাঁচ নম্বরে নামেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ৩১ বলে ১৯ রান করেন তিনি।
০৭১২
মহেন্দ্র সিংহ ধোনি: সেই ম্যাচের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে বাকি ব্যাটারদের মতো ব্যর্থ হন তিনিও। ২৮ বল খেলে মাত্র ৬ রান করে অজন্তা মেন্ডিসের বলে আউট হন তিনিও।
০৮১২
ইরফান পাঠান: ধোনির পর ব্যাট করতে নেমে বিশেষ সুবিধা করতে পারেননি ইরফান পাঠানও। ১৯ বলে ৭ রান করে মুরলীধরনের বলে আউট হন তিনি।
০৯১২
হরভজন সিংহ: আট নম্বরে নেমে ২৮ বলে ১২ রানের ইনিংস খেলেন হরভজন। মুরলীধরনের বলে আউট হন তিনিও।
১০১২
জ়াহির খান: ন’নম্বরে নেমেছিলেন জ়াহির খান। তিনিও ১২ রান করেন। এবং তিনিও আউট হন মুরলীর বলে।
১১১২
প্রজ্ঞান ওঝা: ১০ নম্বরে নেমে ২৯ বলে ১৬ রান করে অপরাজিত থেকে যান প্রজ্ঞান ওঝা।
১২১২
মুনাফ পটেল: ১১ নম্বরে নেমে ১৪ বলে ১৫ রান করেন মুনাফ পটেল। ভারতের ইনিংস শেষ হয় মাত্র ১৪৬ রানে। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ৩৫ ওভারের মধ্যেই প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা। তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন অজন্তা মেন্ডিস।