financial changes from 1 august 2022 here is the details dgtl
Aadhar card
New Rules: ১ অগস্ট থেকে বদলে গেল একাধিক নিয়ম, কতটা প্রভাব পড়বে আপনার পকেটে
কোনও কোনও ব্যাঙ্কে নয়া নিয়ম চালু হল সোমবার থেকে। ১ অগস্ট থেকে আর্থিক ক্ষেত্রে কী কী বদল আসছে, তারই ঝলক রইল এখানে।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ১৬:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
নতুন মাসের পয়লা দিনে সাধারণ মানুষের জীবনে একাধিক প্রভাব পড়তে চলেছে। যেমন ধরুন, আয়কর রিটার্ন যদি ফাইল না করে থাকেন, তা হলে জরিমানা গুনতে হবে। আবার, কোনও কোনও ব্যাঙ্কে নয়া নিয়ম চালু হচ্ছে সোমবার থেকে। ১ অগস্ট থেকে আর্থিক ক্ষেত্রে কী কী বদল আসছে, তারই ঝলক রইল এখানে।
০২১২
প্রথমেই বলা যাক আয়কর রিটার্ন ফাইল করার কথা। ৩১ জুলাই ছিল আয়কর রিটার্ন ফাইলের শেষ দিন। যাঁরা চলতি মাসে ফাইল করবেন, তাঁদের জরিমানা দিতে হবে।
০৩১২
যাদের আয় পাঁচ লক্ষ টাকার বেশি, তাঁদের ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। যাদের আয় পাঁচ লক্ষ টাকার কম, তাঁদের ১ হাজার টাকা জরিমানা দিতে হবে।
০৪১২
১ অগস্ট থেকে রান্নার গ্যাসের দাম কমছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩৬ টাকা কমিয়েছে।
০৫১২
ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের চেক পেমেন্ট করার সময় ‘পজিটিভ পে সিস্টেম’ পদ্ধতি অবলম্বন করতে হবে।
০৬১২
এই পদ্ধতিতে গ্রাহককে পাঁচ লক্ষ টাকার বেশি চেকের ডিজিটাল তথ্য উল্লেখ করতে হবে।
০৭১২
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে কেওয়াইসি দেওয়ার জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। যে সব কৃষক এটি করেননি, তাঁরা এই প্রকল্পের ১২ তম কিস্তির সুবিধা পাবেন না।
০৮১২
আপনি কি এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহক? আজ থেকে নতুন কিছু নিয়ম প্রযোজ্য হচ্ছে।
০৯১২
এইচডিএফসি-তে সুদের হার ০.২৫ শতাংশ বেড়েছে। এইচডিএফসি হাউজিংয়েও ঋণের হার বাড়িয়েছে।
১০১২
আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক না করালে, এ বার তা করে নিন। আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের জন্য বিশেষ প্রচার শুরু হচ্ছে।
১১১২
বাড়িতে ব্যাঙ্কিং সুবিধার জন্য ১ অগস্ট থেকে ডাক বিভাগের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (আইপিপিবি) ফি চার্জ করবে।
১২১২
বিভিন্ন ধরনের পরিষেবার জন্য জিএসটি ও ২০ টাকা চার্জ করবে আইপিপিবি।