কথায় বলে, ফুটবল হল কোচের মস্তিষ্কের খেলা— এই খেলায় কোচই সব। তিনি ঠিক করেন স্ট্র্যাটেজি। ঠিক করেন কোন ফুটবলার কোথায় খেলবেন, কে খেলবেন, কে বসবেন। যতই লড়িয়ে দেওয়া হোক মেসি বনাম এমবাপেকে কিংবা আলভারেজ় বনাম গ্রিজ়ম্যানকে, বিশ্বকাপ ফাইনালের মহারণে গুরুত্বপূর্ণ ভূমিকা দুই ‘হেডস্যার’— লিয়োনেল স্কালোনি এবং দিদিয়ের দেশঁর।