Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Best Moments of World Cup 2022

মেসির হাতে কাপ থেকে রোনাল্ডোর কান্না, কাতার বিশ্বকাপের কিছু স্মরণীয় মুহূর্ত

বিশ্বকাপের বেশ কিছু মুহূর্ত সবার মন ছুঁয়ে গিয়েছে। কিছু গোল, কিছু গোলের উচ্ছ্বাস, কিছু রেকর্ড তৈরি করেছে শিরোনাম। দেখে নেওয়া যাক ২০২২ কাতার বিশ্বকাপের সেই রকমই কিছু স্মরণীয় মুহূর্ত, যা মনে গেঁথে থাকবে বহু দিন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ০৯:৩১
Share: Save:
০১ ১৯
শেষ হল ২৮ দিনের লড়াই। অঘটনের এই কাতার বিশ্বকাপে বহু ম্যাচ শেষ হয়েছে টান টান উত্তেজনায়। এক দিকে গ্রুপ পর্ব টপকাতে পারেনি জার্মানির মতো দল। অন্য দিকে নকআউটে হেরে গিয়ে মন ভেঙেছে ব্রাজিল, ক্রোয়েশিয়ার মতো দলগুলির। আবার আফ্রিকার প্রথম দল হিসাবে সেমিফাইনালে উঠে সবাইকে অবাক করে দিয়েছে মরক্কো। শেষ পর্যন্ত হাতে কাপ উঠেছে লিয়োনেল মেসির। ৩৬ বছর পর ফের বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। টানা দু’বার বিশ্বকাপ জিতে ব্রাজিলের রেকর্ড ছুঁতে পারল না ফ্রান্স। ফাইনালে হ্যাটট্রিক করেও ট্র্যাজিক হিরোই হয়ে রইলেন কিলিয়ান এমবাপে।

শেষ হল ২৮ দিনের লড়াই। অঘটনের এই কাতার বিশ্বকাপে বহু ম্যাচ শেষ হয়েছে টান টান উত্তেজনায়। এক দিকে গ্রুপ পর্ব টপকাতে পারেনি জার্মানির মতো দল। অন্য দিকে নকআউটে হেরে গিয়ে মন ভেঙেছে ব্রাজিল, ক্রোয়েশিয়ার মতো দলগুলির। আবার আফ্রিকার প্রথম দল হিসাবে সেমিফাইনালে উঠে সবাইকে অবাক করে দিয়েছে মরক্কো। শেষ পর্যন্ত হাতে কাপ উঠেছে লিয়োনেল মেসির। ৩৬ বছর পর ফের বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। টানা দু’বার বিশ্বকাপ জিতে ব্রাজিলের রেকর্ড ছুঁতে পারল না ফ্রান্স। ফাইনালে হ্যাটট্রিক করেও ট্র্যাজিক হিরোই হয়ে রইলেন কিলিয়ান এমবাপে।

০২ ১৯
প্রতিটি ম্যাচেরই বিশেষ কিছু মুহূর্ত আমাদের মন ছুঁয়ে গিয়েছে। কিছু গোল, কিছু গোলের উচ্ছ্বাস, কিছু রেকর্ড তৈরি করেছে শিরোনাম। দেখে নেওয়া যাক ২০২২ কাতার বিশ্বকাপের সেই রকমই কিছু স্মরণীয় মুহূর্ত, যা মনে থেকে যাবে বহু দিন।

প্রতিটি ম্যাচেরই বিশেষ কিছু মুহূর্ত আমাদের মন ছুঁয়ে গিয়েছে। কিছু গোল, কিছু গোলের উচ্ছ্বাস, কিছু রেকর্ড তৈরি করেছে শিরোনাম। দেখে নেওয়া যাক ২০২২ কাতার বিশ্বকাপের সেই রকমই কিছু স্মরণীয় মুহূর্ত, যা মনে থেকে যাবে বহু দিন।

০৩ ১৯
সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার: গ্রুপ সি-এর প্রথম ম্যাচে খেলতে নেমেই হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল তারা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিয়োনেল মেসি। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি বেশি ক্ষণ।

সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার: গ্রুপ সি-এর প্রথম ম্যাচে খেলতে নেমেই হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল তারা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিয়োনেল মেসি। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি বেশি ক্ষণ।

০৪ ১৯
দ্বিতীয়ার্ধে সবাইকে অবাক করে দিয়ে গোল শোধ করে সৌদি। দলের প্রথম গোলটি করে ম্যাচে সমতা ফেরান সালেহ আল-শেহরি। সমতা ফেরানোর পাঁচ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল সালেম আল-দাওসারির। বাক্‌রুদ্ধ আর্জেন্টিনা এবং তার সমর্থকেরা। মেসিকে নিয়ে আর্জেন্টিনীয় সমর্থকদের খোঁচা দিতেও ভোলেননি সৌদি সমর্থকরা।

দ্বিতীয়ার্ধে সবাইকে অবাক করে দিয়ে গোল শোধ করে সৌদি। দলের প্রথম গোলটি করে ম্যাচে সমতা ফেরান সালেহ আল-শেহরি। সমতা ফেরানোর পাঁচ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল সালেম আল-দাওসারির। বাক্‌রুদ্ধ আর্জেন্টিনা এবং তার সমর্থকেরা। মেসিকে নিয়ে আর্জেন্টিনীয় সমর্থকদের খোঁচা দিতেও ভোলেননি সৌদি সমর্থকরা।

০৫ ১৯
শেষ ষোলোয় পৌঁছতে দক্ষিণ কোরিয়ার অপেক্ষা: গ্রুপ এইচের শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে ৯১ মিনিটে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার হোয়াং হি চ্যান। পর্তুগালকে ২-১ গোলে  হারানোর পরও শেষ ষোলোয় স্থান পাকা করতে অপেক্ষা করতে হয়েছিল পাক্কা ১০ মিনিট।

শেষ ষোলোয় পৌঁছতে দক্ষিণ কোরিয়ার অপেক্ষা: গ্রুপ এইচের শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে ৯১ মিনিটে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার হোয়াং হি চ্যান। পর্তুগালকে ২-১ গোলে হারানোর পরও শেষ ষোলোয় স্থান পাকা করতে অপেক্ষা করতে হয়েছিল পাক্কা ১০ মিনিট।

০৬ ১৯
কঠিন সেই ১০ মিনিট দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা এবং সমর্থকেরা চোখ রেখেছিলেন উরুগুয়ে বনাম ঘানার ম্যাচে। সেই ম্যাচে অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল দশ মিনিট। উরুগুয়ে একটি গোল দিতে পারলেই ছিটকে যেত কোরিয়া। শেষ পর্যন্ত তা পারেননি সুয়ারেজরা। উরুগুয়ে বনাম ঘানার ম্যাচ শেষ হতেই শেষ ষোলোয় স্থান নিশ্চিত হয় দক্ষিণ কোরিয়ার। দর্শকদের কাছে ছুটে গিয়ে তাঁদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন কোরিয়ার খেলোয়াড়রা।

কঠিন সেই ১০ মিনিট দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা এবং সমর্থকেরা চোখ রেখেছিলেন উরুগুয়ে বনাম ঘানার ম্যাচে। সেই ম্যাচে অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল দশ মিনিট। উরুগুয়ে একটি গোল দিতে পারলেই ছিটকে যেত কোরিয়া। শেষ পর্যন্ত তা পারেননি সুয়ারেজরা। উরুগুয়ে বনাম ঘানার ম্যাচ শেষ হতেই শেষ ষোলোয় স্থান নিশ্চিত হয় দক্ষিণ কোরিয়ার। দর্শকদের কাছে ছুটে গিয়ে তাঁদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন কোরিয়ার খেলোয়াড়রা।

০৭ ১৯
জাপানের কাছে হার জার্মানির: সবাইকে অবাক করে দিয়ে গ্রুপ ই-র প্রথম ম্যাচে হেরে বসে জার্মানি। ম্যাচের প্রথমার্ধে ইলকে গুন্দোগানের গোলে এগিয়ে ছিল জার্মানি। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নামা রিৎসু দোয়ান এবং তাকুমা আসানোর গোলে ম্যাচ নিজেদের পকেটে পুরে ফেলেন সূর্যোদয়ের দেশের খেলোয়াড়রা।

জাপানের কাছে হার জার্মানির: সবাইকে অবাক করে দিয়ে গ্রুপ ই-র প্রথম ম্যাচে হেরে বসে জার্মানি। ম্যাচের প্রথমার্ধে ইলকে গুন্দোগানের গোলে এগিয়ে ছিল জার্মানি। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নামা রিৎসু দোয়ান এবং তাকুমা আসানোর গোলে ম্যাচ নিজেদের পকেটে পুরে ফেলেন সূর্যোদয়ের দেশের খেলোয়াড়রা।

০৮ ১৯
যত কাণ্ড গ্রুপ ই-তে: গ্রুপের প্রথম দু’টি ম্যাচের একটিতে জাপানের কাছে পরাজিত হয় জার্মানি এবং অপরটিতে কোস্টা রিকাকে ৭ গোল দেয় স্পেন। পরের রাউন্ডে যেতে হলে গ্রুপের শেষ ম্যাচটি জিততেই হত জার্মানিকে। স্পেনকে জিততে হত জাপানের বিরুদ্ধে। তা হলেই তারা গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে যেতে পারত। সেই ভাবে সব ঠিকঠাক চলছিলও। প্রথমার্ধের খেলার শেষে স্পেন এবং জার্মানি দুই দলই এক গোলে এগিয়ে ছিল।

যত কাণ্ড গ্রুপ ই-তে: গ্রুপের প্রথম দু’টি ম্যাচের একটিতে জাপানের কাছে পরাজিত হয় জার্মানি এবং অপরটিতে কোস্টা রিকাকে ৭ গোল দেয় স্পেন। পরের রাউন্ডে যেতে হলে গ্রুপের শেষ ম্যাচটি জিততেই হত জার্মানিকে। স্পেনকে জিততে হত জাপানের বিরুদ্ধে। তা হলেই তারা গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে যেতে পারত। সেই ভাবে সব ঠিকঠাক চলছিলও। প্রথমার্ধের খেলার শেষে স্পেন এবং জার্মানি দুই দলই এক গোলে এগিয়ে ছিল।

০৯ ১৯
তার পরই সব ওলটপালট হয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৩ মিনিটের ব্যবধানে পর পর দু’গোল দিয়ে দেয় জাপান। অন্য দিকে কোস্টা রিকাও ম্যাচের স্রোতের বিপরীতে দু’গোল দিয়ে এগিয়ে যায়। অবশেষে জার্মানি ৪-২ গোলে ম্যাচটি জিতে যায়।

তার পরই সব ওলটপালট হয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৩ মিনিটের ব্যবধানে পর পর দু’গোল দিয়ে দেয় জাপান। অন্য দিকে কোস্টা রিকাও ম্যাচের স্রোতের বিপরীতে দু’গোল দিয়ে এগিয়ে যায়। অবশেষে জার্মানি ৪-২ গোলে ম্যাচটি জিতে যায়।

১০ ১৯
কিন্তু গোল শোধ করতে পারেনি স্পেন। জাপানের কাছে তারা ২-১ গোলে পরাজিত হয়। এর ফলে বদলে যায় সব সমীকরণ। দুই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে যায় জাপান। একটি ম্যাচে জয় এবং একটি ড্র করে গ্রুপে দ্বিতীয় স্থান নিয়ে পরের রাউন্ডে যায় স্পেন। গোল পার্থক্যে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কিন্তু গোল শোধ করতে পারেনি স্পেন। জাপানের কাছে তারা ২-১ গোলে পরাজিত হয়। এর ফলে বদলে যায় সব সমীকরণ। দুই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে যায় জাপান। একটি ম্যাচে জয় এবং একটি ড্র করে গ্রুপে দ্বিতীয় স্থান নিয়ে পরের রাউন্ডে যায় স্পেন। গোল পার্থক্যে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১১ ১৯
গোল করে লাল কার্ড: ব্রাজিলের বিরুদ্ধে ক্যামেরুনের হয়ে জয়সূচক গোল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকর। ক্যামেরুন প্রথম কোনও আফ্রিকান দল হিসাবে বিশ্বকাপে ব্রাজিলকে হারায়।

গোল করে লাল কার্ড: ব্রাজিলের বিরুদ্ধে ক্যামেরুনের হয়ে জয়সূচক গোল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকর। ক্যামেরুন প্রথম কোনও আফ্রিকান দল হিসাবে বিশ্বকাপে ব্রাজিলকে হারায়।

১২ ১৯
সেই ম্যাচেই গোল করে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে নিজের জার্সি খুলে ফেলেন আবুবকর। রেফারি সঙ্গে সঙ্গে তাঁকে হলুদ কার্ড দেখান। আবুবকর ম্যাচের প্রথম দিকে একটি হলুদ কার্ড আগে থেকেই দেখেছিলেন। ফলে দু’টি হলুদ কার্ড হওয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।

সেই ম্যাচেই গোল করে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে নিজের জার্সি খুলে ফেলেন আবুবকর। রেফারি সঙ্গে সঙ্গে তাঁকে হলুদ কার্ড দেখান। আবুবকর ম্যাচের প্রথম দিকে একটি হলুদ কার্ড আগে থেকেই দেখেছিলেন। ফলে দু’টি হলুদ কার্ড হওয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।

১৩ ১৯
পুরুষদের বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি: গ্রুপ ই-এর জার্মানি-কোস্টা রিকা ম্যাচে স্টেফানি ফ্র্যাপার্ট বাঁশি বাজিয়ে খেলা শুরুর নির্দেশ দিতেই তৈরি হল ইতিহাস। পুরুষদের বিশ্বকাপে এই প্রথম ম্যাচ পরিচালনা করলেন মহিলা। সেটাও কাতারের মাটিতে। তাঁর সঙ্গী আরও দুই মহিলা রেফারি ক্যারেন দিয়াজ় এবং নেওজ়া ব্যাক। ফ্রান্সের ৩৮ বছরের মহিলা রেফারি স্টেফানি নজির গড়লেন। বিশ্বকাপ ফুটবলের ৯২ বছরের ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি।

পুরুষদের বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি: গ্রুপ ই-এর জার্মানি-কোস্টা রিকা ম্যাচে স্টেফানি ফ্র্যাপার্ট বাঁশি বাজিয়ে খেলা শুরুর নির্দেশ দিতেই তৈরি হল ইতিহাস। পুরুষদের বিশ্বকাপে এই প্রথম ম্যাচ পরিচালনা করলেন মহিলা। সেটাও কাতারের মাটিতে। তাঁর সঙ্গী আরও দুই মহিলা রেফারি ক্যারেন দিয়াজ় এবং নেওজ়া ব্যাক। ফ্রান্সের ৩৮ বছরের মহিলা রেফারি স্টেফানি নজির গড়লেন। বিশ্বকাপ ফুটবলের ৯২ বছরের ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি।

১৪ ১৯
চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় রোনাল্ডোর: সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশের বাইরে রেখেই দল সাজিয়েছিলেন ফের্নান্দো স্যান্টোস। ৬-১-এ জিতেছিলেন রোনাল্ডোরা। মরোক্কোর বিরুদ্ধেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলের বাইরে রাখেন স্যান্টোস।

চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় রোনাল্ডোর: সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশের বাইরে রেখেই দল সাজিয়েছিলেন ফের্নান্দো স্যান্টোস। ৬-১-এ জিতেছিলেন রোনাল্ডোরা। মরোক্কোর বিরুদ্ধেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলের বাইরে রাখেন স্যান্টোস।

১৫ ১৯
কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে এক গোলে পিছিয়ে পড়ে রোনাল্ডোকে মাঠে নামালেও গোল করে উঠতে পারেনি তাঁর দল। মরক্কোর কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় রোনাল্ডোকে। চোখের জলে মাঠ ছাড়েন তিনি। সেই দৃশ্য ফুটবলপ্রেমীদের মনে থেকে যাবে বহু দিন।

কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে এক গোলে পিছিয়ে পড়ে রোনাল্ডোকে মাঠে নামালেও গোল করে উঠতে পারেনি তাঁর দল। মরক্কোর কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় রোনাল্ডোকে। চোখের জলে মাঠ ছাড়েন তিনি। সেই দৃশ্য ফুটবলপ্রেমীদের মনে থেকে যাবে বহু দিন।

১৬ ১৯
ডিফেন্ডার জসকো গার্দিওলের বিরুদ্ধে মেসি: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন লিয়োনেল মেসি। অপর দু’টি গোল ইউলিয়ান আলভারেসের। তৃতীয় গোলটি আলভারেস করেন মেসির পাস থেকেই। সেই পাস বাড়ানোর জন্য এই বারের বিশ্বকাপের অন্যতম প্রতিশ্রুতিমান ডিফেন্ডার ক্রোয়েশিয়ার জসকো গার্দিওলকে যে ভাবে ঘোল খাইয়ে ছেড়েছিলেন মেসি, তা এই এ বারের অন্যতম সেরা মুহূর্ত।

ডিফেন্ডার জসকো গার্দিওলের বিরুদ্ধে মেসি: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন লিয়োনেল মেসি। অপর দু’টি গোল ইউলিয়ান আলভারেসের। তৃতীয় গোলটি আলভারেস করেন মেসির পাস থেকেই। সেই পাস বাড়ানোর জন্য এই বারের বিশ্বকাপের অন্যতম প্রতিশ্রুতিমান ডিফেন্ডার ক্রোয়েশিয়ার জসকো গার্দিওলকে যে ভাবে ঘোল খাইয়ে ছেড়েছিলেন মেসি, তা এই এ বারের অন্যতম সেরা মুহূর্ত।

১৭ ১৯
মরক্কো সমর্থকদের বাঁশি বাজানো: কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম কোনও দল হিসাবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল মরক্কো। দলকে সমর্থনের জন্য হাজারো সমর্থক প্রতিটি ম্যাচেই ভরিয়ে দিয়েছিলেন দর্শকাসন। শেষ ষোলোয় স্পেন, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল কিংবা সেমিতে ফ্রান্সের বিরুদ্ধে হোক, বল যখনই প্রতিপক্ষের পায়ে গিয়েছে তখনই বেজে উঠেছে মরক্কোর সমর্থকদের বাঁশি। সেই শব্দ প্রতিপক্ষের কানে তালা লাগানোর জন্য যথেষ্ট ছিল।

মরক্কো সমর্থকদের বাঁশি বাজানো: কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম কোনও দল হিসাবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল মরক্কো। দলকে সমর্থনের জন্য হাজারো সমর্থক প্রতিটি ম্যাচেই ভরিয়ে দিয়েছিলেন দর্শকাসন। শেষ ষোলোয় স্পেন, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল কিংবা সেমিতে ফ্রান্সের বিরুদ্ধে হোক, বল যখনই প্রতিপক্ষের পায়ে গিয়েছে তখনই বেজে উঠেছে মরক্কোর সমর্থকদের বাঁশি। সেই শব্দ প্রতিপক্ষের কানে তালা লাগানোর জন্য যথেষ্ট ছিল।

১৮ ১৯
এমবাপেকে এমানুয়েল মাকঁরের সান্ত্বনা: ২০২২ কাতার বিশ্বকাপের ট্র্যাজিক হিরো কিলিয়ান এমবাপে। ফাইনালে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি তিনি। টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হারতে হয়েছে ফ্রান্সকে। ম্যাচ শেষে বিধ্বস্ত এমবাপেকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকঁর। বুকে জড়িয়ে ধরেন তাঁকে।

এমবাপেকে এমানুয়েল মাকঁরের সান্ত্বনা: ২০২২ কাতার বিশ্বকাপের ট্র্যাজিক হিরো কিলিয়ান এমবাপে। ফাইনালে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি তিনি। টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হারতে হয়েছে ফ্রান্সকে। ম্যাচ শেষে বিধ্বস্ত এমবাপেকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকঁর। বুকে জড়িয়ে ধরেন তাঁকে।

১৯ ১৯
মেসির হাতে বিশ্বকাপ: এই দৃশ্য দেখার জন্য অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। ২০১৮-র ফাইনালে জার্মানির কাছে মারিও গোতজ়ের গোলে হারের ফলে কাপ রয়ে গিয়েছিল মুঠোর বাইরেই। ২০২২–এ ছিল লিয়োনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ। ফাইনালে জিতে সমর্থকদের সেই আশা পূরণ করে দিলেন ফুটবলের ‘ঈশ্বর’।

মেসির হাতে বিশ্বকাপ: এই দৃশ্য দেখার জন্য অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। ২০১৮-র ফাইনালে জার্মানির কাছে মারিও গোতজ়ের গোলে হারের ফলে কাপ রয়ে গিয়েছিল মুঠোর বাইরেই। ২০২২–এ ছিল লিয়োনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ। ফাইনালে জিতে সমর্থকদের সেই আশা পূরণ করে দিলেন ফুটবলের ‘ঈশ্বর’।

সব ছবি রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy