তালিবানের ভয়ে দেশছাড়া এক শরণার্থীর মেয়েই এখন আন্তর্জাতিক সংবাদের শিরোনামে। তিনিই অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরিহিতা সেনেটর। আবার এই মুহূর্তে সে দেশের সেনেটে সর্বকনিষ্ঠাও বটে। তিনিই প্রথম আফগান মুসলিম, যিনি অস্ট্রেলিয়ার আইনসভায় জায়গা করে নিয়েছেন। ফাতিমা পেম্যানের সঙ্গে এমন বেশ কয়েকটি ‘কীর্তি’ জুড়ে গিয়েছে।