ex vc of viswabharati university bidyut Chakraborty has allegedly kept three mobile phones of university dgtl
Bidyut Chakrabarty
আবারও বিদ্যুৎ বিতর্কে বিশ্বভারতী, তিনটি ফোন ফেরত না দেওয়ার সাজায় কাটা হল বেতন
বিশ্বভারতীর উপাচার্য পদে থাকার সময় থেকেই নানা বিষয় ও সিদ্ধান্ত ঘিরে অশান্তি ও বিতর্ক তৈরি হয়েছিল। ফের মাথাচাড়া দিয়েছে তেমনই এক ঘটনা।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ ১৩:০৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
বিশ্বভারতীর উপাচার্য পদ থেকে বিদায় নিয়েছেন গত বছর নভেম্বর মাসেই। তবু এখনও আলোচনার শিরোনামে রয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতীর উপাচার্য পদে থাকার সময় থেকেই নানা বিষয় ও সিদ্ধান্ত ঘিরে অশান্তি ও বিতর্ক তৈরি হয়েছিল। ফের মাথাচাড়া দিয়েছে তেমনই এক ঘটনা।
০২১৪
ইতিমধ্যে নানা সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে ব্যবহারের জন্য দেওয়া তিনটি মোবাইল ফোন ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে।
০৩১৪
এর ফলস্বরূপ, কর্তৃপক্ষের তরফ থেকে তাঁর শেষ মাসের বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়েছে বলেও বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে।
০৪১৪
বিশ্বভারতী সূত্রে খবর, উপাচার্য হিসাবে যোগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের তরফে বিদ্যুৎকে ব্যবহারের জন্য তিনটি ফোন দেওয়া হয়েছিল। সেই তিনটি ফোন থাকত বিদ্যুতের কাছেই।
০৫১৪
গত বছরের ৮ নভেম্বর উপাচার্য হিসাবে বিদ্যুতের মেয়াদ শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ছাড়ার আগে ওই তিনটি ফোন তাঁর বিশ্বভারতীকে ফেরত দিয়ে যাওয়ার কথা।
০৬১৪
কিন্তু অভিযোগ, সেই ফোনগুলি তিনি ফেরত দেননি। ফোনগুলি সঙ্গে নিয়ে ‘পালিয়েছেন’। তার প্রেক্ষিতেই প্রাক্তন উপাচার্যের শেষ মাসের বেতন থেকে মোট ৪৫ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে বলেও বিশ্বভারতী সূত্রে খবর।
০৭১৪
বিষয়টি নিয়ে কথা বলতে আনন্দবাজার অনলাইনের তরফে বিদ্যুৎকে একাধিক বার ফোন করা হলেও তিনি তা ধরেননি। তাঁর বক্তব্য জানা গেলে, তা এই প্রতিবেদনে অর্ন্তভুক্ত করা হবে।
০৮১৪
বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তী প্রায় তিন লক্ষ টাকা বেতন পেতেন। যে হেতু ৮ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হয়েছে, তাই সেই মাসে আট দিন কাজের বেতন হিসাবে তাঁর ৪৯ হাজার টাকা পাওয়ার কথা ছিল।
০৯১৪
মেয়াদ শেষের পরে বকেয়া বেতনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছিলেন বিদ্যুৎ।
১০১৪
কিন্তু, তিনি বিশ্বভারতীর মোবাইলগুলি ফেরত না দেওয়ায় কর্তৃপক্ষের তরফ থেকে তিনটি মোবাইলের দামস্বরূপ তাঁর শেষ মাসের বেতন থেকে ৪৫ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। বাকি চার হাজার টাকা তাঁকে বেতন বাবদ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
১১১৪
বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রাক্তন উপাচার্যকে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিশ্বভারতীর কেউ কেউ তাঁকে কটাক্ষ করতেও ছাড়ছেন না।
১২১৪
বিশ্বভারতীর অধ্যাপক সংগঠনের সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য বলেন, ‘‘উপাচার্য থাকাকালীন ওঁর (বিদ্যুতের) যে আস্ফালন ছিল, তা চোরের মায়ের বড় গলা ছাড়া আর কিছুই নয়।’’
১৩১৪
পাশাপাশি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাক্তন উপাচার্যের বেতন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়কেও সাধুবাদ জানিয়েছেন সুদীপ্ত।
১৪১৪
অন্য দিকে, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো জানিয়েছেন, প্রাক্তন উপাচার্য হিসেবে বিদ্যুতের যা প্রাপ্য, তা সরকারি নিয়ম মেনে বুঝিয়ে দেওয়া হয়েছে।