
মহাকাশ বিজ্ঞানের প্রসঙ্গ উঠলে প্রথমেই আসবে আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, চিন, ভারত বা জাপানের নাম। আফ্রিকার কোনও দেশ নভো গবেষণার পিছনে কোটি কোটি টাকা খরচ করছে, এ যেন এক অলীক কল্পনা। বাস্তব কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। এ ব্যাপারে অনেক দূর এগিয়েছে ইথিওপিয়া। নিত্য নতুন কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠাচ্ছে ‘অন্ধকার মহাদেশ’-এর স্থলবেষ্টিত এই রাষ্ট্র।

আদ্দিস আবাবার মহাকাশ গবেষণা সংস্থাটিকে গোটা দুনিয়া চেনে ‘ইথিওপিয়ান স্পেস সায়েন্স অ্যান্ড জিয়োস্পেশ্যাল ইনস্টিটিউট’ বা ইএসএসজিআই নামে। আগামী বছর পৃথিবীর উপর পর্যবেক্ষণ চালাতে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কথা ঘোষণা করেছে তারা। এই নিয়ে তৃতীয় বার এই ধরনের মিশনে নামছে ইথিওপিয়ার মহাকাশ সংস্থা। তবে এ ব্যাপারে চিনের সহযোগিতা পেয়েছে তারা।