Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Lok Sabha Election 2024

রাজনৈতিক স্বার্থে শিশুদের ব্যবহার নয়, নিয়ম ভাঙলে ‘জ়িরো টলারেন্স’, নির্দেশিকা নির্বাচন কমিশনের

কমিশনের নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও নির্বাচনী প্রচারে শিশুদের কোলে নিয়ে বা কোনও গাড়িতে শিশুদের নিয়ে যাওয়া যাবে না।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৭
Share: Save:
০১ ১৪
রাজনৈতিক দলের প্রচারে শিশুদের ব্যবহার নতুন কিছু নয়। অনেক সময় দেখা যায়, রাজনৈতিক নেতা-নেত্রীদের সঙ্গে মিছিলে পা মেলাচ্ছে শিশুরা।

রাজনৈতিক দলের প্রচারে শিশুদের ব্যবহার নতুন কিছু নয়। অনেক সময় দেখা যায়, রাজনৈতিক নেতা-নেত্রীদের সঙ্গে মিছিলে পা মেলাচ্ছে শিশুরা।

০২ ১৪
রাজনৈতিক কর্মকাণ্ডে নেতা বা নেত্রীর কোলে শিশুর ছবি তো খুবই পরিচিত ভারতীয় রাজনীতিতে। অনেক ক্ষেত্রে আবার রাজনৈতিক কোনও মিছিলের আগে পোস্টার বিলি করতেও দেখা গিয়েছে শিশুদের।

রাজনৈতিক কর্মকাণ্ডে নেতা বা নেত্রীর কোলে শিশুর ছবি তো খুবই পরিচিত ভারতীয় রাজনীতিতে। অনেক ক্ষেত্রে আবার রাজনৈতিক কোনও মিছিলের আগে পোস্টার বিলি করতেও দেখা গিয়েছে শিশুদের।

০৩ ১৪
মোট কথায়, ভারতীয় রাজনীতিতে নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করা খুবই 'স্বাভাবিক ব্যাপার'। এমনকি, নির্বাচন উপলক্ষে রচিত নানা গান বা কবিতাতেও শিশুদের উল্লেখ পাওয়া যায়।

মোট কথায়, ভারতীয় রাজনীতিতে নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করা খুবই 'স্বাভাবিক ব্যাপার'। এমনকি, নির্বাচন উপলক্ষে রচিত নানা গান বা কবিতাতেও শিশুদের উল্লেখ পাওয়া যায়।

০৪ ১৪
কিন্তু এ বার লোকসভা নির্বাচনের আগে শিশুদের নিয়ে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, নির্বাচনের কাজে কোনও ভাবেই  শিশুদের ব্যবহার করা যাবে না।

কিন্তু এ বার লোকসভা নির্বাচনের আগে শিশুদের নিয়ে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, নির্বাচনের কাজে কোনও ভাবেই শিশুদের ব্যবহার করা যাবে না।

০৫ ১৪
এ বিষয়ে কমিশন ‘জ়িরো টলারেন্স’ নীতি (কোনও ভাবেই বরদাস্ত নয়) গ্রহণ করছে।

এ বিষয়ে কমিশন ‘জ়িরো টলারেন্স’ নীতি (কোনও ভাবেই বরদাস্ত নয়) গ্রহণ করছে।

০৬ ১৪
সোমবার কমিশন যে নির্দেশিকা জারি করেছে, তাতে বলা হয়েছে, ভোটের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও কাজে শিশুদের ব্যবহার করা যাবে না।

সোমবার কমিশন যে নির্দেশিকা জারি করেছে, তাতে বলা হয়েছে, ভোটের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও কাজে শিশুদের ব্যবহার করা যাবে না।

০৭ ১৪
ভোটের প্রচারে শিশুরা পা মেলাতে পারবে না। পোস্টার বিলি, স্লোগান দেওয়া, মিছিলে হাঁটা থেকে শিশুদের বিরত রাখতে হবে।

ভোটের প্রচারে শিশুরা পা মেলাতে পারবে না। পোস্টার বিলি, স্লোগান দেওয়া, মিছিলে হাঁটা থেকে শিশুদের বিরত রাখতে হবে।

০৮ ১৪
নির্বাচন সংক্রান্ত বৈঠকেও শিশুদের নিয়ে যাওয়া যাবে না। যে কোনও রাজনৈতিক দলের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে।

নির্বাচন সংক্রান্ত বৈঠকেও শিশুদের নিয়ে যাওয়া যাবে না। যে কোনও রাজনৈতিক দলের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে।

০৯ ১৪
কমিশনের নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও নির্বাচনী প্রচারে শিশুদের কোলে নিয়ে বা কোনও গাড়িতে শিশুদের নিয়ে যাওয়া যাবে না।

কমিশনের নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও নির্বাচনী প্রচারে শিশুদের কোলে নিয়ে বা কোনও গাড়িতে শিশুদের নিয়ে যাওয়া যাবে না।

১০ ১৪
প্রচারে ব্যবহৃত কোনও কবিতা, গান, বক্তৃতায় শিশুদের উল্লেখ রাখা যাবে না।

প্রচারে ব্যবহৃত কোনও কবিতা, গান, বক্তৃতায় শিশুদের উল্লেখ রাখা যাবে না।

১১ ১৪
তবে কোনও রাজনৈতিক নেতার সভায় যদি বাবা, মায়ের সঙ্গে শিশুও উপস্থিত থাকে, তা নির্বাচনী প্রচার হিসাবে গণ্য করা হবে না। সে ক্ষেত্রে তাতে কোনও বাধাও থাকবে না বলে জানিয়েছে কমিশন।

তবে কোনও রাজনৈতিক নেতার সভায় যদি বাবা, মায়ের সঙ্গে শিশুও উপস্থিত থাকে, তা নির্বাচনী প্রচার হিসাবে গণ্য করা হবে না। সে ক্ষেত্রে তাতে কোনও বাধাও থাকবে না বলে জানিয়েছে কমিশন।

১২ ১৪
প্রত্যেক রাজনৈতিক দলকে প্রচারের সময়ে শিশুশ্রম প্রতিরোধ আইন, ১৯৮৬ (সিএলপিআর) মেনে চলতে হবে। ওই আইনে যা যা বলা রয়েছে, কড়া ভাবে তা মেনে চলতে হবে, নির্দেশ কমিশনের।

প্রত্যেক রাজনৈতিক দলকে প্রচারের সময়ে শিশুশ্রম প্রতিরোধ আইন, ১৯৮৬ (সিএলপিআর) মেনে চলতে হবে। ওই আইনে যা যা বলা রয়েছে, কড়া ভাবে তা মেনে চলতে হবে, নির্দেশ কমিশনের।

১৩ ১৪
সেই সঙ্গে তারা নির্বাচনের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিককেও শিশুদের ব্যবহার না করার নির্দেশ দিয়েছে।

সেই সঙ্গে তারা নির্বাচনের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিককেও শিশুদের ব্যবহার না করার নির্দেশ দিয়েছে।

১৪ ১৪
এই নির্দেশ না মানা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে কমিশনের নির্দেশিকায়।

এই নির্দেশ না মানা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে কমিশনের নির্দেশিকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE