Eight-month-old Baby Among 4 Indian-Origin People Kidnapped In US dgtl
Crime
আট মাসের শিশুকন্যা-সহ চার ভারতীয় বংশোদ্ভূতকে অপহরণ! নেপথ্যে কোন রহস্য, তদন্তে পুলিশ
অভিযুক্ত ব্যক্তির কাছে অস্ত্র রয়েছে বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কী কারণে তাঁদের অপহরণ করা হল, তা এখনও স্পষ্ট হয়নি।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২২ ১৬:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
আট মাসের শিশুকন্যা ও তাঁর বাবা, মা-সহ মোট চার ভারতীয় বংশোদ্ভূতকে অপহরণের অভিযোগ উঠল ক্যালিফোর্নিয়ার মার্সড কাউন্টিতে। স্থানীয় সময় সোমবার তাঁদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ।
০২১৫
মার্সড কাউন্টি শেরিফের দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ৩৬ বছর বয়সি যশদীপ সিংহ, তাঁর ২৭ বছর বয়সি স্ত্রী জসলিন কউর ও তাঁদের আট মাসের শিশুকন্যাকে অপহরণ করা হয়েছে।
০৩১৫
তুলে নিয়ে যাওয়া হয়েছে ৩৯ বছর বয়সি আমনদীপ সিংহ নামে এক ব্যক্তিকে।
০৪১৫
অভিযুক্ত ব্যক্তির কাছে অস্ত্র রয়েছে বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
০৫১৫
কী কারণে তাঁদের অপহরণ করা হল, এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্পষ্ট হয়নি। অপহরণের ঘটনা প্রসঙ্গে বিশদ জানানো হয়নি।
০৬১৫
কোনও সন্দেহভাজনের সঙ্গে যাতে তাঁরা আলাপচারিতা না করেন, এ ব্যাপারে শেরিফের দফতরের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
০৭১৫
পাশাপাশি সন্দেহভাজন কাউকে ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
০৮১৫
প্রসঙ্গত, ২০১৯ সালে তুষার আত্রে নামে এক ভারতীয় বংশোদ্ভূতের দেহ উদ্ধার করা হয়েছিল তাঁর প্রেমিকার গাড়ি থেকে।
০৯১৫
তাঁকে ক্যালিফোর্নিয়ার বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ।
১০১৫
ক্যালিফোর্নিয়ার সান্তাক্রুজ এলাকায় থাকতেন তুষার। ২০১৯ সালের ১ অক্টোবর তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।
১১১৫
পরে বিএমডব্লিউ গাড়িতে তাঁর দেহ উদ্ধার করা হয়। কে, বা কারা তাঁকে হত্যা করল, তা নিয়ে রয়েছে রহস্য।
১২১৫
তুষার ডিজিটাল মার্কেটিং সংস্থা ‘আত্রে নেট আইএনসি’-র মালিক ছিলেন বছর পঞ্চাশের তুষার।
১৩১৫
ডাকাতির উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয় বলে প্রাথমিক অনুমান ছিল পুলিশের। কিন্তু নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কি না, তা তদন্ত করে বার করতে পারেনি পুলিশ।
১৪১৫
ভোর তিনটের সময় তুষারকে অপহরণ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছিল। তাঁকে শেষ বার একটি সাদা রঙের বিএমডব্লিউতে উঠতে দেখা গিয়েছিল।
১৫১৫
মার্সড কাউন্টির ওই অপহরণ তেমন কোনও দিকে মোড় নেবে কি না, তা সময়ই বলবে। তবে, তুষার-কাণ্ডের পর কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।