Durga Puja 2022: the celebration of Vijaya Dashami starts as Bengal prepares for the immersion of Godess Durga dgtl
vijaya dashami
উমাকে নিয়ে শিব চললেন কৈলাসে, সিঁদুর খেলায় মেতেছে রাজবাড়ি থেকে বারোয়ারি মণ্ডপ, দেখুন ছবি
চারদিনের উৎসবের শেষবেলা। এক রাশ মন খারাপ নিয়ে আবার পরের বছরের অপেক্ষার প্রস্তুতি শুরু বাংলায়। তার আগে সিঁদুরে লাল হল মণ্ডপ থেকে রাজবাড়ি। ঢাকের তালে বেজে উঠল বিজয়ার বোল।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২২ ১৩:১৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৯
হুড়মুড়িয়ে কেটে গেল চারটে দিন। বুধবার বিদায়বেলার এসে মন খারাপ বাংলার। একটি বছর পেরিয়ে ঘরের মেয়ে উমা ফিরেছিলেন নিজের বাড়িতে। এ বার তাঁর যাওয়ার পালা। সিঁদুরে রাঙিয়ে, মিষ্টিমুখ করিয়ে ঘরের মেয়েকে এক বছরের জন্য বিদায় জানাল বাংলা।
০২১৯
সকাল ১১টা বেজে ১০মিনিটেই শেষ হয়েছে দশমী তিথি। তার আগে থেকেই অবশ্য বাংলা জুড়ে ঠাকুরদালানে, বারোয়ারি পুজোর মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে ‘মা’কে বরণ করে নেওয়ার পালা।
ছবি: শোভাবাজার রাজবাড়ি।
০৩১৯
কলকাতার শোভাবাজার রাজবাড়ি থেকে শুরু করে কোচবিহারের বড় দেবীর মন্দির— সর্বত্রই নজরে পড়েছে বরণের সেই ছবি।
ছবি: বাগবাজার সর্বজনীন
০৪১৯
বাংলার উৎসবের রং সাদা-লাল। সেই লাল-সাদা শাড়িতেই সেজে দুর্গা বরণ করে সিঁদুর খেলায় মাতলেন বঙ্গবধূরা।
০৫১৯
নথে-কঙ্কনে। মাকে এক বছরের জন্য বিদায় জানাবেন। তাই সালঙ্কারে সেজেছেন বঙ্গনারীরা। গালে লেগেছে কুমকুমের ছোপ, আঙুল লাল হয়েছে আলতা-সিঁদুরে।
ছবি: শোভাবাজার রাজবাড়ি
০৬১৯
গৌরী বিদায়। কোচবিহারের বড় দেবীর পুজোয় সিঁদুর খেলার পালা।
০৭১৯
কোন্নগর ঘোষাল বাড়ির পুজো। দশমীতে বিবাহিতারা এ বাড়িতে পান্তা ইলিশ খেয়ে প্রতিমা বরণ করেন। ঠাকুর বরণ শেষে হয় সিঁদুর খেলা। তার পর গঙ্গার ঘাটে প্রতিমা বিসর্জন।
০৮১৯
দালান ছেড়ে পথে। মুর্শিদাবাদের একটি বাড়ির পুজোয় তখন শুরু হয়েছে বরণের প্রস্তুতি।