Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Kapil Sharma

Kapil Sharma: বিনা আমন্ত্রণে শাহরুখের বাংলোয় ঢুকে পড়েছিলেন মত্ত কপিল! তার পর...

কয়েক পাত্তর গিলে শাহরুখ খানের বাংলোয় কী কাণ্ড ঘটিয়েছিলেন, তার খুঁটিনাটি বিবরণ দিয়েছেন কপিল।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ০৮:১৯
Share: Save:
০১ ১৩
দু’পাত্তর পেটে পড়লে অনেকেই টালমাটাল হয়ে যান। কী যে করে বসেন, তা নিজেরাও জানেন না। অস্বস্তিকর সব কাণ্ডকারখানা ঘটানোর পর অনেকে আবার মুখ চুন করে সাফাই দেন, ‘মত্ত অবস্থায় কী আর হুঁশ থাকে?’

দু’পাত্তর পেটে পড়লে অনেকেই টালমাটাল হয়ে যান। কী যে করে বসেন, তা নিজেরাও জানেন না। অস্বস্তিকর সব কাণ্ডকারখানা ঘটানোর পর অনেকে আবার মুখ চুন করে সাফাই দেন, ‘মত্ত অবস্থায় কী আর হুঁশ থাকে?’

ছবি: সংগৃহীত।

০২ ১৩
তবে কৌতুকশিল্পী কপিল শর্মা এমন করেননি। বরং কয়েক পাত্তর গিলে তিনি এক বার শাহরুখ খানের বাংলোয় কী কাণ্ড ঘটিয়েছিলেন, তার খুঁটিনাটি বিবরণ দিয়েছেন নিজের নতুন শোয়ে।

তবে কৌতুকশিল্পী কপিল শর্মা এমন করেননি। বরং কয়েক পাত্তর গিলে তিনি এক বার শাহরুখ খানের বাংলোয় কী কাণ্ড ঘটিয়েছিলেন, তার খুঁটিনাটি বিবরণ দিয়েছেন নিজের নতুন শোয়ে।

ছবি: সংগৃহীত।

০৩ ১৩
ওটিটি প্ল্যাটফর্মে এই প্রথম দেখা গিয়েছে কপিলকে। নেটফ্লিক্সের সেই শো গ্রোগাসে গিলেছেন তাঁর ভক্তেরা। হবে না-ই বা কেন? কোনও রাখঢাক নেই। বরং মন খুলে সোজাসুজি সাফ কথা বলেছেন কপিল। ২৮ জানুয়ারি ‘কপিল শর্মা: আই অ্যাম নট ডান ইয়েট’-তে দেখা গিয়েছে তাঁর অসাধারণ ‘কমিক টাইমিং’-ও! সঙ্গে শোনা গিয়েছে তাঁর জীবনের বহু অজানা কথাও।

ওটিটি প্ল্যাটফর্মে এই প্রথম দেখা গিয়েছে কপিলকে। নেটফ্লিক্সের সেই শো গ্রোগাসে গিলেছেন তাঁর ভক্তেরা। হবে না-ই বা কেন? কোনও রাখঢাক নেই। বরং মন খুলে সোজাসুজি সাফ কথা বলেছেন কপিল। ২৮ জানুয়ারি ‘কপিল শর্মা: আই অ্যাম নট ডান ইয়েট’-তে দেখা গিয়েছে তাঁর অসাধারণ ‘কমিক টাইমিং’-ও! সঙ্গে শোনা গিয়েছে তাঁর জীবনের বহু অজানা কথাও।

ছবি: সংগৃহীত।

০৪ ১৩
স্ত্রী গিন্নি চতরথকে কী ভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? পঞ্জাবের অমৃতসরের অখ্যাত রাস্তায় বলিউডের ঝাঁ-চকচকে রাজপথে কী ভাবে পৌঁছলেন? কমেডি শোয়ের বাইরে কেন বার বার বিতর্কে জড়ালেন? সবই খোলাখুলি জানিয়েছেন কপিল।

স্ত্রী গিন্নি চতরথকে কী ভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? পঞ্জাবের অমৃতসরের অখ্যাত রাস্তায় বলিউডের ঝাঁ-চকচকে রাজপথে কী ভাবে পৌঁছলেন? কমেডি শোয়ের বাইরে কেন বার বার বিতর্কে জড়ালেন? সবই খোলাখুলি জানিয়েছেন কপিল।

ছবি: সংগৃহীত।

০৫ ১৩
তিনি যে এক বার রাত ৩টের সময় বিনা আমন্ত্রণেই শাহরুখ খানের বাংলোয় গট গট করে ঢুকে পড়েছিলেন, তা-ও জানিয়েছেন স্ট্যান্ড-আপ কমেডির তারকা। সে সময় চূড়ান্ত মত্ত অবস্থায় ছিলেন কপিল। হ্যাঁ! ঠিকই পড়েছেন। কপিল নিজেই এ কথা স্বীকার করেছেন।

তিনি যে এক বার রাত ৩টের সময় বিনা আমন্ত্রণেই শাহরুখ খানের বাংলোয় গট গট করে ঢুকে পড়েছিলেন, তা-ও জানিয়েছেন স্ট্যান্ড-আপ কমেডির তারকা। সে সময় চূড়ান্ত মত্ত অবস্থায় ছিলেন কপিল। হ্যাঁ! ঠিকই পড়েছেন। কপিল নিজেই এ কথা স্বীকার করেছেন।

ছবি: সংগৃহীত।

০৬ ১৩
শাহরুখের বাড়িতে রাতের বেলা ঢুকতে গেলেন কেন? শাহরুখ-ভক্ত বলে পরিচিত কপিল বলেন, ‘‘সে সময় আমার তুতো বোন লন্ডন থেকে মুম্বই বেড়াতে এসেছিল। শাহরুখের বাংলোবাড়ি (মন্নত) দেখানোর জন্য পীড়াপীড়িও করছিল। আমি তখন কয়েক পেগ গিলে ছিলাম। তা-ও রাজি হয়ে যাই। বলেছিলাম, ‘ঠিক আছে, কোনও ব্যাপার নয়’। এর পর বোনকে সঙ্গে নিয়ে শাহরুখের বাড়ি দেখাতে বেরিয়ে পড়ি।’’

শাহরুখের বাড়িতে রাতের বেলা ঢুকতে গেলেন কেন? শাহরুখ-ভক্ত বলে পরিচিত কপিল বলেন, ‘‘সে সময় আমার তুতো বোন লন্ডন থেকে মুম্বই বেড়াতে এসেছিল। শাহরুখের বাংলোবাড়ি (মন্নত) দেখানোর জন্য পীড়াপীড়িও করছিল। আমি তখন কয়েক পেগ গিলে ছিলাম। তা-ও রাজি হয়ে যাই। বলেছিলাম, ‘ঠিক আছে, কোনও ব্যাপার নয়’। এর পর বোনকে সঙ্গে নিয়ে শাহরুখের বাড়ি দেখাতে বেরিয়ে পড়ি।’’

ছবি: সংগৃহীত।

০৭ ১৩
মন্নতে পৌঁছে কপিল দেখেন, শাহরুখের বাংলোর দরজা হাট করে খোলা। তিনি বলেন, ‘‘রাত প্রায় ৩টে। ভিতরে তখন একটা ফিল্মি পার্টি চলছিল। ফলে গেট খোলা ছিল।’’ এর পরই তাঁর সরস মন্তব্য, ‘‘দেখেছেন, আমরা কী ভাবে খ্যাতির অপব্যবহার করি!’’ যাই হোক! কপিল বলে চলেন, ‘‘আমার ড্রাইভারকে বলি, গা়ড়ি নিয়ে সোজা ভিতরে ঢুকে যান। নিরাপত্তারক্ষীরা থাকলেও আমাকে দেখে সরে যান। আমন্ত্রিত ভেবে ভিতরেও ঢুকতে দেন।’’

মন্নতে পৌঁছে কপিল দেখেন, শাহরুখের বাংলোর দরজা হাট করে খোলা। তিনি বলেন, ‘‘রাত প্রায় ৩টে। ভিতরে তখন একটা ফিল্মি পার্টি চলছিল। ফলে গেট খোলা ছিল।’’ এর পরই তাঁর সরস মন্তব্য, ‘‘দেখেছেন, আমরা কী ভাবে খ্যাতির অপব্যবহার করি!’’ যাই হোক! কপিল বলে চলেন, ‘‘আমার ড্রাইভারকে বলি, গা়ড়ি নিয়ে সোজা ভিতরে ঢুকে যান। নিরাপত্তারক্ষীরা থাকলেও আমাকে দেখে সরে যান। আমন্ত্রিত ভেবে ভিতরেও ঢুকতে দেন।’’

ছবি: সংগৃহীত।

০৮ ১৩
অত রাতে শাহরুখের বাংলোয় ঢোকার পর কপিল বুঝতে পারেন, ভুল করেছেন! ভেবেছিলেন, সেখান থেকে ফিরে যাবেন। তবে তা হয়নি! কপিল বলেন, ‘‘বাংলো থেকে ফিরে আসব আসব করছি, এমন সময় শাহরুখের ম্যানেজার এগিয়ে এসে বলেন, ‘ওহ্‌, আপনি! শাহরুখ স্যর ভিতরে রয়েছেন। আসুন আসুন।’’’

অত রাতে শাহরুখের বাংলোয় ঢোকার পর কপিল বুঝতে পারেন, ভুল করেছেন! ভেবেছিলেন, সেখান থেকে ফিরে যাবেন। তবে তা হয়নি! কপিল বলেন, ‘‘বাংলো থেকে ফিরে আসব আসব করছি, এমন সময় শাহরুখের ম্যানেজার এগিয়ে এসে বলেন, ‘ওহ্‌, আপনি! শাহরুখ স্যর ভিতরে রয়েছেন। আসুন আসুন।’’’

ছবি: সংগৃহীত।

০৯ ১৩
কপিল জানিয়েছেন, সে রাতে শর্টস পরেই শাহরুখের বাংলোয় পৌঁছে গিয়েছিলেন তিনি। কপিলের কথায়, ‘‘পান চিবোতে চিবোতে স্কেচার্স জুতো আর শর্টস পরে আমি শাহরুখের বাংলোয় ঢুকছি। পুরোপুরি টালমাটাল অবস্থা!’’

কপিল জানিয়েছেন, সে রাতে শর্টস পরেই শাহরুখের বাংলোয় পৌঁছে গিয়েছিলেন তিনি। কপিলের কথায়, ‘‘পান চিবোতে চিবোতে স্কেচার্স জুতো আর শর্টস পরে আমি শাহরুখের বাংলোয় ঢুকছি। পুরোপুরি টালমাটাল অবস্থা!’’

ছবি: সংগৃহীত।

১০ ১৩
বাংলোর দরজা খুলতেই কপিলকে স্বাগত জানান শাহরুখ-পত্নী গৌরী খান। কপিল বলেন, ‘‘দরজা খুলতেই দেখি নিজের কয়েক জন বন্ধুবান্ধবদের নিয়ে গৌরী খান দাঁড়িয়ে রয়েছেন। তাঁরা ভেবেছিলেন যে শাহরুখ আমাকে ডেকেছেন। গৌরী তো বলেই বসেন, ‘প্লিজ আসুন, শাহরুখ ভিতরে রয়েছেন।’’’

বাংলোর দরজা খুলতেই কপিলকে স্বাগত জানান শাহরুখ-পত্নী গৌরী খান। কপিল বলেন, ‘‘দরজা খুলতেই দেখি নিজের কয়েক জন বন্ধুবান্ধবদের নিয়ে গৌরী খান দাঁড়িয়ে রয়েছেন। তাঁরা ভেবেছিলেন যে শাহরুখ আমাকে ডেকেছেন। গৌরী তো বলেই বসেন, ‘প্লিজ আসুন, শাহরুখ ভিতরে রয়েছেন।’’’

ছবি: সংগৃহীত।

১১ ১৩
নিরাপত্তারক্ষী, ম্যানেজার এবং গৌরী খানের পর এ বার খোদ শাহরুখের সামনে পৌঁছে যান কপিল। শাহরুখকে নিজের বাংলোয় দেখার অভিজ্ঞতাও জানিয়েছে তিনি। কপিলের কথায়, ‘‘নিজের ঘরেও তিনি এসআরকে! ফিল্মের মতোই লাফঝাঁপ দিয়ে নাচছিলেন। সে সব দেখে আমি তো একেবারে হতবাক!’’

নিরাপত্তারক্ষী, ম্যানেজার এবং গৌরী খানের পর এ বার খোদ শাহরুখের সামনে পৌঁছে যান কপিল। শাহরুখকে নিজের বাংলোয় দেখার অভিজ্ঞতাও জানিয়েছে তিনি। কপিলের কথায়, ‘‘নিজের ঘরেও তিনি এসআরকে! ফিল্মের মতোই লাফঝাঁপ দিয়ে নাচছিলেন। সে সব দেখে আমি তো একেবারে হতবাক!’’

ছবি: সংগৃহীত।

১২ ১৩
শাহরুখের বাংলোয় পার্টি তখন প্রায় শেষের দিকে। কয়েক জন ছাড়়া প্রায় সব অতিথি ফিরে গিয়েছেন। শাহরুখকে দেখে কপিল তাঁকে বলেন, ‘‘দুঃখিত, আমার তুতো বোন (মুম্বই) বেড়াতে এসেছিল। আপনার বাংলো দেখতে চাইছিল। বাংলোর দরজা খোলা ছিল, তাই ভিতরে ঢুকে পড়েছি।’’

শাহরুখের বাংলোয় পার্টি তখন প্রায় শেষের দিকে। কয়েক জন ছাড়়া প্রায় সব অতিথি ফিরে গিয়েছেন। শাহরুখকে দেখে কপিল তাঁকে বলেন, ‘‘দুঃখিত, আমার তুতো বোন (মুম্বই) বেড়াতে এসেছিল। আপনার বাংলো দেখতে চাইছিল। বাংলোর দরজা খোলা ছিল, তাই ভিতরে ঢুকে পড়েছি।’’

ছবি: সংগৃহীত।

১৩ ১৩
কপিলের স্পষ্ট কথা শুনে পাল্টা জবাব দিয়েছিলেন শাহরুখ। কপিল বলেন, ‘‘শাহরুখ বলেছিলেন, ‘আমার বেডরুমের দরজা খোলা থাকলে সেখানেও ঢুকে পড়বেন নাকি?’’’ শাহরুখের প্রশ্নের উত্তরে কী জবাব দিয়েছেন, তা জানাননি কপিল। তবে তাঁর মন্তব্য, ‘‘আমি বিনা আমন্ত্রণে শাহরুখের পার্টিতে ঢুকেছিলাম বটে, তবে সেখানে সব চেয়ে বেশি ক্ষণ ছিলাম!’’

কপিলের স্পষ্ট কথা শুনে পাল্টা জবাব দিয়েছিলেন শাহরুখ। কপিল বলেন, ‘‘শাহরুখ বলেছিলেন, ‘আমার বেডরুমের দরজা খোলা থাকলে সেখানেও ঢুকে পড়বেন নাকি?’’’ শাহরুখের প্রশ্নের উত্তরে কী জবাব দিয়েছেন, তা জানাননি কপিল। তবে তাঁর মন্তব্য, ‘‘আমি বিনা আমন্ত্রণে শাহরুখের পার্টিতে ঢুকেছিলাম বটে, তবে সেখানে সব চেয়ে বেশি ক্ষণ ছিলাম!’’

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy