নির্বাচিত হওয়া ইস্তক একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন তিনি। এ বার ৭৫ বছর ধরে চলা সৈন্যচুক্তির উপর ‘কুদৃষ্টি’ পড়েছে তাঁর। এক ঝটকায় সেই সামরিক সমঝোতাকে লোকসানের খাতায় ফেলে সেখান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন ‘সুপার পাওয়ার’ দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট। আর তাঁর মনমর্জির হদিস মিলতেই তোলপাড় পড়ে গিয়েছে সারা দুনিয়ায়।
২১ শতকের প্রথমার্ধে প্রশ্নের মুখে পড়া এই সৈন্যচুক্তির নাম ‘উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন’ (নর্থ আটলান্টিত ট্রিটি অর্গানাইজ়েশন) বা নেটো। সামরিক সমঝোতাটিকে বর্তমানে বিষ নজরে দেখছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট। অথচ নেটোর ‘প্রাণভোমরা’ লুকিয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের ফৌজি ক্ষমতায়। শুধু তাই নয়, ‘ঠান্ডা যুদ্ধ’ চলাকালীন ১৯৪৯ সালে ট্রাম্পের পূর্বসূরি হ্যারি ট্রুম্যানই ছিলেন এই প্রতিরক্ষা চুক্তির অন্যতম রূপকার।