দায়িত্বভার নিয়ে প্রথম দিনেই ছক্কা হাঁকাবেন তিনি। শপথের পর অফিসে ঢুকে কী কী কাজ করবেন, তা একরকম ছকে ফেলা হয়ে গিয়েছে তাঁর। কিন্তু এক মাস আগে সেই পরিকল্পনার কথা জানাজানি হতেই সকলের চক্ষু চড়কগাছ! নবনির্বাচিত প্রেসিডেন্ট এ বার চিরতরে খতম করবেন জন্মসূত্রের নাগরিকত্ব। ফলে অভিবাসী থেকে শুরু করে আমজনতার একটা বড় অংশের মনের মধ্যে তৈরি হয়েছে চাপা আতঙ্ক।
দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইস্তক একের পর এক হুঙ্কার ছেড়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প, যার নবতম সংযোজন হল জন্মসূত্রে নাগরিকত্ব বিলোপ। যুক্তরাষ্ট্রের সংবিধানে এর উল্লেখ রয়েছে। বিশেষজ্ঞদের অবশ্য দাবি, এই নিয়মকে ঠান্ডা ঘরে পাঠাতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন। সেই জটিল আইনি প্রক্রিয়া সামলানো ট্রাম্পের পক্ষে মোটেই সহজ নয়।