ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গায়ে আঁচড়টি লাগলে চুপ করে বসে থাকবে না আমেরিকা। এ ক্ষেত্রে ‘বন্ধু’ রাষ্ট্র হলেও নিস্তার নেই। প্রয়োজনে নিষেধাজ্ঞার জাল ছিঁড়ে ধ্বংস করা হবে সেই দেশের অর্থনীতি। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদের এ হেন হুমকি ঘিরে আন্তর্জাতিক সম্পর্কের নতুন হিসাবনিকাশ শুরু হয়ে গিয়েছে।
ইহুদি দেশটির পরম হিতাকাঙ্ক্ষী এই ব্যক্তির নাম লিন্ডসে গ্রাহাম। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো তিনিও রিপাবলিকান দলের সদস্য। আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষের ভোটে সেনেটর নির্বাচিত হয়েছেন গ্রাহাম। নেতানিয়াহুকে কেন্দ্র করে ব্রিটেন ও কানাডার মতো দেশের বিরুদ্ধে শাসানির সুর শোনা গিয়েছে তাঁর গলায়।