Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Dilip Kumar

Dilip Kumar: সায়রা বানুর উপস্থিতিতেই ফের বিয়ে করেন, জন্মদিনে ফিরে দেখা প্রেমিক ‘ট্র্যাজেডি কিং’-দিলীপকে

প্রেমিক সত্তা যতই প্রকট হোক না কেন, ছবির দুনিয়ায় তাঁকে ‘ট্র্যাজেডি কিং’ আখ্যা দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ০৭:৪৯
Share: Save:
০১ ১৩
পর্দাতে যাঁর এক একটি চাহনি প্রেমের জোয়ার আনত দর্শকমনে, বাস্তবেও যে তিনি চিরন্তনী প্রেমিক-মানুষ হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না! সেই দিলীপ কুমারের জন্মদিন আজ। পাঁচ মাস আগে তিনি চলচ্চিত্র জগতকে শূন্য করে দিয়ে চলে গিয়েছেন।

পর্দাতে যাঁর এক একটি চাহনি প্রেমের জোয়ার আনত দর্শকমনে, বাস্তবেও যে তিনি চিরন্তনী প্রেমিক-মানুষ হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না! সেই দিলীপ কুমারের জন্মদিন আজ। পাঁচ মাস আগে তিনি চলচ্চিত্র জগতকে শূন্য করে দিয়ে চলে গিয়েছেন।

০২ ১৩
তাঁর প্রেমিক সত্তা যতই বিরাট হোক না কেন, ছবির দুনিয়ায় তাঁকে ‘ট্র্যাজেডি কিং’-এরই তকমা দেওয়া হয়ে এসেছে। হবে না-ই বা কেন! পর্দার কোনও প্রেমই যে সফল হত না তাঁর। বেদনার রেশ থেকে যেত দিলীপের ছবির শেষে। পর্দার ছায়া অবশ্য শেষ জীবনে ছিল না। পাঁচ দশকের সঙ্গী সায়রা বানু তাঁর স্বামীর মৃত্যুশয্যার পাশে ঠায় বসে থেকেছেন।

তাঁর প্রেমিক সত্তা যতই বিরাট হোক না কেন, ছবির দুনিয়ায় তাঁকে ‘ট্র্যাজেডি কিং’-এরই তকমা দেওয়া হয়ে এসেছে। হবে না-ই বা কেন! পর্দার কোনও প্রেমই যে সফল হত না তাঁর। বেদনার রেশ থেকে যেত দিলীপের ছবির শেষে। পর্দার ছায়া অবশ্য শেষ জীবনে ছিল না। পাঁচ দশকের সঙ্গী সায়রা বানু তাঁর স্বামীর মৃত্যুশয্যার পাশে ঠায় বসে থেকেছেন।

০৩ ১৩
সেই প্রেমিক এবং ‘ট্র্যাজেডি কিং’-এর অভিনয় জীবন শুরু ৪০-এর দশকে। ৯০-এর দশকেও পর্দায় দেখা দিয়েছেন। ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে শেষ অভিনয় তাঁর। মাঝের ছয়টি দশক চুটিয়ে অভিনয় করেছেন দিলীপ। একবিংশ শতাব্দীতে পরিচালক হওয়ার পথে পা বাড়িয়েছেন। ‘গঙ্গা যমুনা’, ‘কলিঙ্গ’, ‘দিল দিয়া দর্দ লিয়া’-র মতো ছবি বানিয়েছেন তিনি।

সেই প্রেমিক এবং ‘ট্র্যাজেডি কিং’-এর অভিনয় জীবন শুরু ৪০-এর দশকে। ৯০-এর দশকেও পর্দায় দেখা দিয়েছেন। ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে শেষ অভিনয় তাঁর। মাঝের ছয়টি দশক চুটিয়ে অভিনয় করেছেন দিলীপ। একবিংশ শতাব্দীতে পরিচালক হওয়ার পথে পা বাড়িয়েছেন। ‘গঙ্গা যমুনা’, ‘কলিঙ্গ’, ‘দিল দিয়া দর্দ লিয়া’-র মতো ছবি বানিয়েছেন তিনি।

০৪ ১৩
পাকিস্তানে জন্ম দিলীপ কুমারের থুড়ি ইউসুফ খানের। হিন্দি ছবিতে কাজ করার সময়ে নিজের নাম পরিবর্তন করেছিলেন তিনি। একইসঙ্গে হিন্দি, ঊর্দু, মরাঠি, পঞ্জাবি, বাংলা, ইংরেজি, পার্সির মতো একাধিক ভাষায় দখল ছিল তাঁর।

পাকিস্তানে জন্ম দিলীপ কুমারের থুড়ি ইউসুফ খানের। হিন্দি ছবিতে কাজ করার সময়ে নিজের নাম পরিবর্তন করেছিলেন তিনি। একইসঙ্গে হিন্দি, ঊর্দু, মরাঠি, পঞ্জাবি, বাংলা, ইংরেজি, পার্সির মতো একাধিক ভাষায় দখল ছিল তাঁর।

০৫ ১৩
পর্দার নায়িকাদের সঙ্গে কালজয়ী প্রেমের উদাহরণ তিনি নিজেই। ‘তারানা’ ছবির শ্যুটিং করতে গিয়ে নায়িকা মধুবালার প্রেমে পড়েন দিলীপ। সাত বছর সম্পর্কে ছিলেন তাঁরা। সেই সম্পর্ক ভেঙে যায় তার পর। মধুবালার বাবা আতাউল্লাহ খানকে ঘিরে সমস্যা শুরু হয় প্রেমিক-প্রেমিকার মধ্যে।

পর্দার নায়িকাদের সঙ্গে কালজয়ী প্রেমের উদাহরণ তিনি নিজেই। ‘তারানা’ ছবির শ্যুটিং করতে গিয়ে নায়িকা মধুবালার প্রেমে পড়েন দিলীপ। সাত বছর সম্পর্কে ছিলেন তাঁরা। সেই সম্পর্ক ভেঙে যায় তার পর। মধুবালার বাবা আতাউল্লাহ খানকে ঘিরে সমস্যা শুরু হয় প্রেমিক-প্রেমিকার মধ্যে।

০৬ ১৩
১৯৪৮ সালে ‘শহিদ’ ছবিতে দিলীপের  বিপরীতে অভিনয় করেন কামিনী কৌশল। শ্যুটিং করতে করতেই প্রেম। সেই সময়ে কামিনী-দিলীপের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। কিন্তু নায়িকার দাদার হস্তক্ষেপে সেই সম্পর্ক পরিণতি পায়নি।

১৯৪৮ সালে ‘শহিদ’ ছবিতে দিলীপের বিপরীতে অভিনয় করেন কামিনী কৌশল। শ্যুটিং করতে করতেই প্রেম। সেই সময়ে কামিনী-দিলীপের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। কিন্তু নায়িকার দাদার হস্তক্ষেপে সেই সম্পর্ক পরিণতি পায়নি।

০৭ ১৩
১৯৫০ সালে বৈজয়ন্তীমালার সঙ্গে ফের সম্পর্কের গুজব। একাধিক ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন দিলীপ।

১৯৫০ সালে বৈজয়ন্তীমালার সঙ্গে ফের সম্পর্কের গুজব। একাধিক ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন দিলীপ।

০৮ ১৩
এ তো গেল, পর্দার নায়িকারদের সঙ্গে প্রেম। কিন্তু নায়িকাদের সঙ্গে পর্দায় প্রেম নিয়েও তিনি এতটাই নিষ্ঠাবান ছিলেন যে এমনই একটি কারণে নার্গিসের সঙ্গে কাজ করতে রাজি হননি তিনি। ‘মাদার ইন্ডিয়া’ ছবি প্রত্যাখ্যান করার পিছনে কারণ জানিয়েছিলেন দিলীও নিজেই। তাঁর বক্তব্য, ‘মেলা’, ‘বাবুল’-এর মতো ছবিতে নার্গিসের সঙ্গে প্রেম করার পরে ‘মাদার ইন্ডিয়া’-তে নার্গিসের ছেলের ভূমিকায় অভিনয় করাটা তাঁর কাছে হাস্যকর বলে মনে হয়েছিল।

এ তো গেল, পর্দার নায়িকারদের সঙ্গে প্রেম। কিন্তু নায়িকাদের সঙ্গে পর্দায় প্রেম নিয়েও তিনি এতটাই নিষ্ঠাবান ছিলেন যে এমনই একটি কারণে নার্গিসের সঙ্গে কাজ করতে রাজি হননি তিনি। ‘মাদার ইন্ডিয়া’ ছবি প্রত্যাখ্যান করার পিছনে কারণ জানিয়েছিলেন দিলীও নিজেই। তাঁর বক্তব্য, ‘মেলা’, ‘বাবুল’-এর মতো ছবিতে নার্গিসের সঙ্গে প্রেম করার পরে ‘মাদার ইন্ডিয়া’-তে নার্গিসের ছেলের ভূমিকায় অভিনয় করাটা তাঁর কাছে হাস্যকর বলে মনে হয়েছিল।

০৯ ১৩
১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেন দিলীপ কুমার। সায়রা বানু পরে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, ১২ বছর বয়স থেকে পর্দায় দেখা দিলীপ সাবের প্রেমে পাগল ছিলেন তিনি। ১৬ বছরের সায়রা ‘মুঘল-এ-আজম’ ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন প্রিয় নায়ককে এক বার চোখের দেখা দেখতে। কিন্তু কাজে ব্যস্ত থাকায় দিলীপ নিজেই প্রিমিয়ার যেতে পারেননি।

১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেন দিলীপ কুমার। সায়রা বানু পরে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, ১২ বছর বয়স থেকে পর্দায় দেখা দিলীপ সাবের প্রেমে পাগল ছিলেন তিনি। ১৬ বছরের সায়রা ‘মুঘল-এ-আজম’ ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন প্রিয় নায়ককে এক বার চোখের দেখা দেখতে। কিন্তু কাজে ব্যস্ত থাকায় দিলীপ নিজেই প্রিমিয়ার যেতে পারেননি।

১০ ১৩
কিন্তু সায়রা বানুর উপস্থিতিতেই দ্বিতীয় বিয়ে করেন ‘ট্র্যাজেডি কিং’। ১৯৮১ সালে। দ্বিতীর স্ত্রীর নাম আসমা সাহিবা। দু’বছর পরে সেই বিয়ে ভেঙে যায়।

কিন্তু সায়রা বানুর উপস্থিতিতেই দ্বিতীয় বিয়ে করেন ‘ট্র্যাজেডি কিং’। ১৯৮১ সালে। দ্বিতীর স্ত্রীর নাম আসমা সাহিবা। দু’বছর পরে সেই বিয়ে ভেঙে যায়।

১১ ১৩
১৯৭১ সালে সায়রা অন্তঃসত্ত্বা হন। কিন্তু শারীরিক সমস্যার কারণে তাঁর গর্ভপাত হয়ে যায়। সায়রা বানু পরবর্তী কালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁদের সন্তান হলে শাহরুখ খানের মতো দেখতে হত।

১৯৭১ সালে সায়রা অন্তঃসত্ত্বা হন। কিন্তু শারীরিক সমস্যার কারণে তাঁর গর্ভপাত হয়ে যায়। সায়রা বানু পরবর্তী কালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁদের সন্তান হলে শাহরুখ খানের মতো দেখতে হত।

১২ ১৩
‘ট্র্যাজেডি কিং’ নিজেও স্পষ্ট বলেছিলেন, ‘‘আমাদের সন্তান থাকলে দাম্পত্য আরও রঙিন হত। তবে যোগ্য উত্তরাধিকারী নেই বলে আমাদের কোনও খেদ নেই।’’ অভিনেতা সেই সময়ে বলেছিলেন, তিনি এবং সায়রা এই অভাব মেনে নিয়েছেন। তাঁরা মনে করেন, ঈশ্বরের ইচ্ছেতেই তাঁদের জীবনে এই অপূর্ণতা। দিলীপের দাবি, সেই শূন্যতা পূরণ করে দিয়েছেন তাঁদের পরিবারের বাকি সদস্যরা।

‘ট্র্যাজেডি কিং’ নিজেও স্পষ্ট বলেছিলেন, ‘‘আমাদের সন্তান থাকলে দাম্পত্য আরও রঙিন হত। তবে যোগ্য উত্তরাধিকারী নেই বলে আমাদের কোনও খেদ নেই।’’ অভিনেতা সেই সময়ে বলেছিলেন, তিনি এবং সায়রা এই অভাব মেনে নিয়েছেন। তাঁরা মনে করেন, ঈশ্বরের ইচ্ছেতেই তাঁদের জীবনে এই অপূর্ণতা। দিলীপের দাবি, সেই শূন্যতা পূরণ করে দিয়েছেন তাঁদের পরিবারের বাকি সদস্যরা।

১৩ ১৩
২০২১ সালের ৩০ জুন শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হন পিডি হিন্দুজা হাসপাতালে। ফুসফুসে সংক্রমণের জন্য চিকিৎসা চলে তাঁর। গত ৭ জুলাই ভারতীয় চলচ্চিত্রের স্তম্ভ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

২০২১ সালের ৩০ জুন শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হন পিডি হিন্দুজা হাসপাতালে। ফুসফুসে সংক্রমণের জন্য চিকিৎসা চলে তাঁর। গত ৭ জুলাই ভারতীয় চলচ্চিত্রের স্তম্ভ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy