Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Jaya Bachchan

‘আমি ধর্মেন্দ্রকে ভালবাসতাম’, প্রকাশ্যে জানান ‘গ্রিক দেবতা’য় মুগ্ধ জয়া

হৃষিকেশ মুখোপাধ্যায়ের ছবিতে দেখা গিয়েছিল, এক সুপুরুষ নায়কের প্রেমে হাবুডুবু খাচ্ছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে গুড্ডি। বাস্তবের সঙ্গে শত যোজন দূরের সেই প্রেম ঘিরে কী হল পর্দায়? সে অবশ্য অন্য গল্প।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৩:৪০
Share: Save:
০১ ১৭
Image of Jaya Bachchan and Dharmendra

সত্তরের দশকের গোড়ায় একসঙ্গে কাজ করেছেন হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘গুড্ডি’তে। তার কয়েক বছর পর রমেশ সিপ্পির ‘শোলে’। সে বারও একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ধর্মেন্দ্র এবং জয়া বচ্চনকে।

০২ ১৭
Image of movie poster 'Rocky Aur Rani Ki Prem Kahani'

সে অর্থে কোনও ছবিতেই নায়ক-নায়িকার মতো জুটি বাঁধেননি ধর্মেন্দ্র-জয়া। তবে কর্ণ জোহরের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’তে তার ব্যতিক্রম ঘটেছে। সেখানে তাঁরা নায়ক-নায়িকা না হলেও স্বামী-স্ত্রী।

০৩ ১৭
Image of movie poster 'Rocky Aur Rani Ki Prem Kahani'

নিজের ছবিতে বলিউডের বাঘা বাঘা শিল্পীকে জড়ো করেছেন কর্ণ। ‘রকি অউর রানি... ’র মুক্তির দিন স্থির হয়েছে ২৮ জুলাই। তাতে স্ত্রী হিসাবে ধর্মেন্দ্রর পাশে থাকবেন জয়া বচ্চন। রয়েছেন শাবানা আজ়মিও। ছবিতে নায়ক-নায়িকার জুতোয় পা গলিয়েছেন রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট।

০৪ ১৭
Image of Jaya Bachchan and Dharmendra

কর্ণের ছবির শুটিং শুরু করার পর থেকেই রণবীর-আলিয়ার মতো চর্চায় ধর্মেন্দ্র-জয়ার জুটি। হবে না-ই বা কেন?

০৫ ১৭
Image of Dharmendra, Jaya Bachchan and Amitabh Bachchan

১৯৭৫ সালের ‘শোলে’তে একই পর্দায় থাকলেও সে ছবির চিত্রনাট্যের দাবি মেনে অমিতাভের ‘প্রেম’ ছিলেন জয়া। ফলে জয়-বীরুর বন্ধুত্বের মতোই রাধার ‘নির্বাক’ উপস্থিতিও টের পেয়েছিলেন দর্শকেরা। জয়ের চরিত্রে ছিলেন অমিতাভ এবং বীরুর ভূমিকায় ধর্মেন্দ্র। তাঁদের সঙ্গে ছিলেন রাধারূপী জয়া। ছবিতে বীরুর প্রেম বাসন্তী থুড়ি হেমা মালিনী।

০৬ ১৭
Image of Jaya Bachchan and Dharmendra in the movie Guddi

‘শোলে’র আগে ১৯৭১ সালে ‘গুড্ডি’তে জয়ার সঙ্গে স্বল্প সময়ের জন্য হাজির হয়েছিলেন ধর্মেন্দ্র। সে ছবিতে ধর্মেন্দ্রের প্রতি জয়ার প্রবল প্রেম থাকলেও তা পরিণতি পায়নি। ফলে সে অর্থে পর্দায় এই প্রথম জুটি হিসাবে ধরা দিয়েছেন দু’জনে। কর্ণের ছবির নায়ক রকির ঠাকুরদা-ঠাকুরমার ভূমিকায় ধর্মেন্দ্র-জয়া।

০৭ ১৭
Image of Jaya Bachchan in the movie Guddi

হৃষিকেশের ছবিতে দেখা গিয়েছিল, সিনেমার এক সুপুরুষ নায়কের প্রেমে হাবুডুবু খাচ্ছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে গুড্ডি। বাস্তবের সঙ্গে শত যোজন দূরের সেই প্রেম ঘিরে কী হল পর্দায়? সে অবশ্য অন্য গল্প। গুড্ডির ভূমিকায় ছিলেন জয়া এবং ওই নায়কের চরিত্রে ধর্মেন্দ্র।

০৮ ১৭
Image of Jaya Bachchan in the movie Guddi

হৃষিকেশের ওই ছবি করার বহু বছর পর কর্ণের সঙ্গে কফি খেতে খেতে গল্পগাছা করার শোয়ে জয়া জানিয়েছিলেন, ‘গুড্ডি’ করার সময় ওই সিনেমার মতো বাস্তবেও ধর্মেন্দ্রের প্রতি মুগ্ধতা ছিল তাঁর।

০৯ ১৭
Image of Karan Johar and Jaya Bachchan

২০০৭ সালে কর্ণের শোয়ে ধর্মেন্দ্রকে নিয়ে জয়ার অকপট মন্তব্য, ‘‘আমার সঙ্গে পরিচয় করানোর সময় প্রথম বার যখন ওঁকে দেখি, (কর্ণের শোয়ের সেটে রাখা সোফা দেখিয়ে) এ রকম একটা সোফা ছিল... সেটার পিছনে গিয়ে লুকিয়ে পড়েছিলাম। এতটাই নার্ভাস ছিলাম! কী করব, বুঝে উঠতে পারছিলাম না।’’

১০ ১৭
Image of Jaya Bachchan in the movie Guddi

হৃষিকেশের ওই ছবির মাধ্যমে বলিউডি পর্দায় অভিষেক ঘটেছিল জয়ার। তত দিনে তিনি সত্যজিৎ রায়ের ‘মহানগর’ করে ফেলেছেন।

১১ ১৭
Image of Dharmendra

সত্তরের দশকে হিন্দি ছবিতে ধর্মেন্দ্রের সঙ্গে প্রথম বার কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে কর্ণকে তিনি বলেন, ‘‘অতি সুপুরুষ এক মানুষ। আমার এখনও মনে পড়ে, সে সময় সাদা ট্রাউজার্স আর একটা সাদা শার্ট পরেছিলেন (ধর্মেন্দ্র)। দেখতে, ঠিক যেন গ্রিক দেবতা!’’

১২ ১৭
Image of Jaya Bachchan

ধর্মেন্দ্রর প্রতি তাঁর মুগ্ধতা যে কতটা ছিল, তা জানাতে গিয়ে কর্ণের শোয়ে এতেই থামেননি জয়া। বেশ মজা করেই বলেছেন, ‘‘বাসন্তীর চরিত্রটা আমারই করা উচিত ছিল। কারণ আমি ধর্মেন্দ্রকে ভালবাসতাম।’’

১৩ ১৭
Image of Jaya Bachchan and Dharmendra in the movie Guddi

এত বছর পর সেই গুড্ডির পাশে তাঁকে দেখে ধর্মেন্দ্রের কাছে সংবাদমাধ্যম জানতে চায়, জয়া যে তাঁর প্রতি মুগ্ধ ছিলেন, তা জানতেন?

১৪ ১৭
Image of Dharmendra

তাঁর প্রতি জয়ার মুগ্ধতার কথা অজানা নয় ধর্মেন্দ্রের। কর্ণের ছবিতে ‘গুড্ডি’র সঙ্গে কাজ শুরু হওয়ার পর থেকেই তা নিয়ে সমাজমাধ্যমে নিজের মনের কথাও জানিয়েছেন।

১৫ ১৭
Image of Jaya Bachchan and Dharmendra

২০২১ সালে কর্ণের এ ছবির শুটিংয়ের সেটে জয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন ধর্মেন্দ্র। লিখেছিলেন, ‘বহু বছর পর আমার গুড্ডির সঙ্গে... গুড্ডি... যে কোনও এক সময় আমার ভক্ত ছিল। সুখবর!’’

১৬ ১৭
Image of Jaya Bachchan and Dharmendra

সম্প্রতি ধর্মেন্দ্রকে সেই পুরনো কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন করা হয়েছিল, জয়া যে আপনাকে দেখে সোফার পিছনে লুকিয়ে পড়েছিলেন, তা জানতেন? ধর্মেন্দ্রর জবাব ছিল, ‘‘ওটা আসলে আমার প্রতি জয়ার ভালবাসা আর সম্মান প্রদর্শন। সে জন্যই ও রকম করেছিলেন জয়া।’’

১৭ ১৭
Image of Jaya Bachchan and Amitabh Bachchan

জয়া এবং অমিতাভের সঙ্গে তাঁর যে সুসম্পর্ক রয়েছে, তা জানাতেও ভোলেননি ধর্মেন্দ্র। তিনি বলেন, ‘‘জয়া-অমিতাভকে দীর্ঘ দিন ধরে চিনি। এখনও মনে পড়ে ‘শোলে’র শুটিংয়ের সময় কী মজা করেই না সময় কাটিয়েছিলাম আমরা!’’

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy