ভিক্টোরিয়া মেমোরিয়ালের পর এ বার হাওড়া স্টেশন। শুক্রবার ‘বন্দে ভারত’ ট্রেন উদ্বোধনের কর্মসূচিতে উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান। প্রতিক্রিয়াও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগের মতো নয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের অনুরোধ সত্ত্বেও তিনি মঞ্চে উঠলেন না। পাশে দাঁড়িয়েই দিলেন ভাষণ। সেখানে এক বারের জন্যও তোলেননি স্লোগান প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এড়িয়ে গিয়েছেন স্লোগানের প্রসঙ্গ। তবে এই স্লোগান নিয়ে তৃণমূল, বিজেপি দুই পক্ষের নেতা-মন্ত্রীরাই একাধিক মন্তব্য করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা এখনও ‘জয় শ্রীরাম’ স্লোগান প্রসঙ্গে মুখ খোলেননি। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যদিও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর দাবি, এ ভাবে রামকে অপমান করা হচ্ছে। তাঁর কথায়, ‘‘রামকে অপমান করছেন ওঁরা। নিশ্চিত ভাবে। মন্দিরে, বাড়িতে পবিত্র হয়ে তাঁর নাম নেওয়া উচিত। কিন্তু বিরক্তি উদ্রেক করার জন্য, রেষারেষি করার জন্য, ছ্যাবলামি করার জন্য তাঁর নাম নেওয়া উচিত নয়।’’