Details of the stunt performers who has worked in the film Pathaan in place of Shah Rukh Khan and others dgtl
Pathaan Stunt Performers
ধুমধাড়াক্কা অ্যাকশন দৃশ্যে ছিলেনই না শাহরুখ, জনেরা! সিনেমার আসল ‘পাঠান’ নাকি অন্য কেউ
শুধু শাহরুখ নন, জন এবং ছবির অন্য কলাকুশলীদের ঝুঁকিপূর্ণ অ্যাকশনের দৃশ্যের নেপথ্যেও রয়েছেন অন্য কেউ। অধিকাংশ ক্ষেত্রেই বডি ডাবলের সাহায্য নিয়ে স্টান্টগুলির শুটিং হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১০:২৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। ‘পাঠান’ ছবির হাত ধরে করেছেন রাজকীয় প্রত্যাবর্তন। তাঁর এই ছবি মুক্তির পর থেকে বক্স অফিসে নজির গড়েই চলেছে।
০২২০
যশরাজ ফিল্মস যে স্পাই ইউনিভার্স তৈরি করেছে, তার চতুর্থ ছবি ‘পাঠান’। পুরোদস্তুর অ্যাকশন নির্ভর এই ছবির মূল আকর্ষণ ধুমধাড়াক্কা মারপিটের দৃশ্য। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে ভরপুর অ্যাকশন।
০৩২০
শাহরুখ ছাড়াও এই ছবিতে খলনায়ক হিসাবে জন আব্রাহাম এবং তাঁর অ্যাকশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমনকি অ্যাকশনে নায়ক এবং খলনায়ককে সমানে সমানে টেক্কা দিয়েছেন দীপিকা পাডুকোন।
০৪২০
কখনও বন্দুক হাতে গুলির লড়াই, কখনও হাত-পা ছুড়ে দুষ্কৃতীদের বেদম প্রহার, কখনও আবার হেলিকপ্টার থেকে ঝুলতে ঝুলতে প্রতিপক্ষকে ঘায়েল করা— ‘পাঠান’-এ বলিউডি অ্যাকশনকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন নির্মাতারা।
০৫২০
৫৭ বছর বয়সে শাহরুখকে এই ধুমধাড়াক্কা মারপিটের দৃশ্যে দেখে মুগ্ধ অনুরাগীরা। কিন্তু ‘পাঠান’-এর এই অ্যাকশনের অধিকাংশ দৃশ্যেই আসলে ছিলেন না শাহরুখ।
০৬২০
শুধু শাহরুখ নন, জন এবং ছবির অন্য কলাকুশলীদের ঝুঁকিপূর্ণ অ্যাকশনের দৃশ্যের নেপথ্যেও রয়েছেন অন্য কেউ। অধিকাংশ ক্ষেত্রেই বডি ডাবলের সাহায্য নিয়ে স্টান্টগুলির শুটিং হয়েছে।
০৭২০
কিং খানের বডি ডাবলের নাম প্রশান্ত ওয়ালদে। দীর্ঘ দিন ধরেই তিনি এই ভূমিকায় কাজ করে আসছেন। ‘পাঠান’-এর শুটিংয়ে তাঁর উপরে ছিল অধিকাংশ অ্যাকশন দৃশ্যের ভার। নিখুঁত দক্ষতায় স্টান্টগুলি ক্যামেরার সামনে করে দেখিয়েছেন প্রশান্ত।
০৮২০
প্রশান্তের মুখের সঙ্গে শাহরুখের মুখের খানিক মিল রয়েছে বলে দাবি করেন কেউ কেউ। এক দশকেরও বেশি সময় ধরে তিনি কিং খানের নকল হিসাবে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সেখান থেকেই তাঁর রোজগার।
০৯২০
বিভিন্ন সময় বিভিন্ন ছবির শুটিংয়ে কোনও কারণে শাহরুখ নিজে উপস্থিত না হতে পারলে প্রশান্তের ডাক পড়ে। ‘পাঠান’-এর ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যগুলিতেও শাহরুখের পরিবর্তে কাজ করেছেন তিনিই।
১০২০
এ ছাড়াও ‘পাঠান’-এর অ্যাকশন দৃশ্যগুলিতে স্টান্টম্যান হিসাবে কাজ করেছেন আরও ২৬ জন দক্ষ নেপথ্য অভিনেতা। তাঁরা না থাকলে ‘পাঠান’ গড়ে তোলা সম্ভব হত না। ছবির সাফল্যে তাই তাঁদেরও অবদান রয়েছে।
১১২০
‘পাঠান’-এ স্টান্টম্যান হিসাবে ছিলেন মেলরয় ডি সিলভা। বলিউডের একাধিক ছবিতে এই ভূমিকায় ছিলেন তিনি। ‘পাঠান’ ছাড়াও তিনি কাজ করেছেন ‘সার্কাস’, ‘লাইগার’, ‘জয়েশভাই জোরদার’, ‘সূর্যবংশী’, ‘শেরশাহ’, ‘বাঘি ৩’ প্রভৃতি ছবিতে। দক্ষিণের ‘আরআরআর’ ছবিতেও কাজ করেছেন তিনি।
১২২০
‘পাঠান’-এ স্টান্টম্যানের ভূমিকায় ছিলেন পল ফেরের। তিনি এর আগে কাজ করেছেন ‘গড্স ক্রুকড লাইন্স’, ‘এক্সট্রিম’ প্রভৃতি ছবিতে।
১৩২০
কাৎজ়া হপকিন্স দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী তথা স্টান্টম্যান। ‘পাঠান’ ছাড়াও তিনি ‘ম্যাড ম্যাক্স’, ‘এসকেপ রুম’, ‘ড্রেড’ ছবিতে কাজ করেছেন।
১৪২০
‘পাঠান’-এ কাজ করেছেন পিটার এপস্টেইন। ‘স্টার ট্রেক’, ‘আই অ্যাম লেজেন্ড’, ‘জোকার’-এর মতো ছবিতে স্টান্টম্যান হিসাবে কাজ করেছেন তিনি।
১৫২০
‘ব্ল্যাক উইডো’, ‘অ্যাসাসিন্স ক্রিড’, ‘দ্য হিটম্যান্স বডিগার্ড’ ছবিতে কাজ করে আসা গেনাডি গ্যানচেভ ‘পাঠান’ ছবিতেও স্টান্টম্যান হিসাবে কাজ করেছেন।
১৬২০
বুলগেরিয়ান শিল্পী ড্যাঙ্কো জরড্যানভ ‘পাঠান’-এ স্টান্টম্যান হিসাবে কাজ করেছেন। তিনি এর আগে ছিলেন ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’, ‘অ্যাসাসিন্স ক্রিড’, ‘ইউনিভার্সাল সোলজার: রিজেনারেশন’-এর মতো ছবিতে।
১৭২০
‘পাঠান’-এ কয়েক মিনিটের ক্যামিয়ো উপস্থিতিতে দেখা গিয়েছে সলমন খানকে। তাঁর অ্যাকশন দৃশ্যের নেপথ্যে স্টান্টম্যান ছিলেন নাজ়িম খান। এর আগে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতেও একই ভূমিকায় ছিলেন তিনি।
১৮২০
‘পাঠান’-এ জন আব্রাহামের স্টান্টম্যান হয়েছিলেন ইয়ান উইলিয়ামসন। তিনি এর আগে কাজ করেছেন ‘দ্য মমি’, ‘ব্লাডশট’, ‘মেজ় রানার: দ্য ডেথ কিউর’ ছবিতে।
১৯২০
দীপিকা পাডুকোনের জন্য এই ছবিতে কোনও স্টান্টম্যানের প্রয়োজন হয়নি। তিনি নিজের অ্যাকশন দৃশ্যে নিজেই কাজ করেছেন।
২০২০
এ ছাড়া, স্টান্টম্যানদের মধ্যে ছিলেন, শচীন যাদব, দে ভিল ভ্যানিক, ভাসিল যরডানভ, স্যাম উইলোঘবাই, ওয়াসিম হাসান, স্টিলিয়ান মাভরভ প্রমুখ। ‘পাঠান’ ছবিতে অ্যাকশনের পরিচালক হিসাবে কাজ করেছেন সুনীল রদরিগেজ়, ডোমনকস প্যারড্যানি, কেসি ও নিল, ক্র্যাগ ম্যাক্রে প্রমুখ।