Details medical report of Partha Chatterjee from AIIMS Bhubaneswar dgtl
Bhubaneshwar
Partha Chatterjee: পার্থর ওজন ১১১ কিলো! ভুবনেশ্বর এমসের দেওয়া পুরো স্বাস্থ্য-রিপোর্ট কী
স্বাস্থ্যপরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এমসে নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরের সব প্রয়োজনীয় পরীক্ষাও করা হয়। কী আছে সেই রিপোর্টে?
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১৩:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
এসএসসি ‘দুর্নীতি’ মামলায় ইডির হাতে গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্বাস্থ্যপরীক্ষার জন্য আদালতের নির্দেশে সোমবার সকালে তাঁকে ভুবনেশ্বর এমসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শরীরের সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। কী আছে সেই রিপোর্টে?
০২২০
স্বাস্থ্যপরীক্ষা করতে গিয়ে পার্থের ওজন মাপা হয়। ৬৯ বছর বয়সি পার্থের ওজন ১১১ কেজি। পার্থের বয়সের তুলনায় ওজন অনেকটাই বেশি বলে জানিয়েছেন এমসের চিকিৎসকরা। স্বাস্থ্যপরীক্ষার সময় উচ্চতাও মাপা হয় পার্থের। দেখা যায় পার্থের উচ্চতা ১৬৯ সেন্টিমিটার অর্থাৎ ৫ ফুট ৫ ইঞ্চি।
০৩২০
প্রথমেই কিছু প্রাথমিক শারীরিক পরীক্ষা করানো হয় পার্থের। সোমবার ২৫ জুলাই ভুবনেশ্বর এমসের রিপোর্ট অনুযায়ী, পার্থের নাড়ির গতি প্রতি মিনিটে ৮১ বার। শরীরে অক্সিজেনের মাত্রা ১০০ শতাংশ।
০৪২০
পার্থের স্বাস্থ্যপরীক্ষার রিপোর্টে তলপেটের ভিতরে কোনও অবাঞ্ছিত তরল পদার্থের খোঁজ মেলেনি। তলপেটের ভিতরে অযাচিত তরল পদার্থ থাকার অর্থ হল, সেই ব্যক্তির যকৃতে সমস্যা রয়েছে।
০৫২০
পার্থের যকৃতের কর্মক্ষমতাও স্বাভাবিকই রয়েছে। যকৃতে গ্লোবিউলিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য কম হলেও প্রোটিন একেবারে সঠিক মাত্রায় রয়েছে।
০৬২০
পার্থের যকৃতের আয়তন স্বাভাবিকের থেকে সামান্য বেশি। তবে এর ফলে সে রকম চিন্তার কিছু নেই বলেও ভুবনেশ্বর এমসের চিকিৎসকরা জানিয়েছেন।
০৭২০
পার্থের থাইরয়েড টেস্টেও তেমন কোনও বিচ্যুতি লক্ষ করা যায়নি। তাঁর শরীরে থাইরক্সিন হরমোনের মাত্রা স্বাভাবিক।
০৮২০
কিডনিতে সমস্যা রয়েছে পার্থের। পার্থের আইনজীবীর তরফে দাবি করা হয়েছিল, পার্থের শরীরে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি। সেই রিপোর্টও আদালতে জমা দেওয়া হয়।
০৯২০
ভুবনেশ্বর এমসে স্বাস্থ্যপরীক্ষার পরও দেখা গিয়েছে, পার্থের শরীরে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি।
১০২০
পার্থের পর্যাপ্ত পরিমাণে প্রস্রাব হচ্ছে বলেও রিপোর্টে উঠে এসেছে। তবে পা ফোলার সমস্যাও রয়েছে তাঁর।
১১২০
পার্থের দাবি, তিনি দীর্ঘ ১৫ বছর ধরে মধুমেহ রোগে ভুগছেন। এর জন্য তাঁকে নিয়মিত ওষুধও খেতে হয়। সেই রিপোর্টও তিনি জমা দিয়েছিলেন। তবে সোমবারের পরীক্ষার পর দেখা গিয়েছে, তাঁর মধুমেহ থাকলেও বর্তমানে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেই রয়েছে।
১২২০
পার্থের প্লাজমায় শর্করার মাত্রা স্বাভাবিক। প্লাজমায় শর্করার স্বাভাবিক মাত্রা ধরা হয় ডেসিলিটার প্রতি ৭০ মিলিগ্রাম থেকে ১৪০ মিলিগ্রামের মধ্যে থাকলে। পার্থের প্লাজমায় শর্করা এই স্বাভাবিক মাত্রার মধ্যেই আছে।
১৩২০
পার্থের উচ্চ রক্তচাপজনিত সমস্যাও দীর্ঘ দিনের। পার্থের পুরনো মেডিক্যাল রিপোর্টেও এমনটাই উল্লেখ ছিল। এমসে পরীক্ষার পরও দেখা গিয়েছে তাঁর রক্তচাপ ১২৫/৬১।
১৪২০
পার্থের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কম। হিমোগ্লোবিনের স্বাভাবিকের মাত্রা ডেসিলিটার প্রতি ১৩ থেকে ১৭ মিলিগ্রাম। তবে পার্থের রক্তে এর মাত্রা ৮.৫ মিলিগ্রাম।
১৫২০
হৃদ্যন্ত্রের পরীক্ষা করেও সে রকম কোনও চিন্তার বিষয় খুঁজে পাননি ভুবনেশ্বর এমসের চিকিৎসকরা। তবে স্থূলতার কারণে তাঁর স্লিপ অ্যাপনিয়া রয়েছে।
১৬২০
পার্থের স্নায়ুতন্ত্রে কোনও সমস্যা নেই বলেও চিকিৎসকেরা জানিয়েছেন। স্বাস্থ্যপরীক্ষার সময় তিনি সজাগ ছিলেন বলেও জানা গিয়েছে।
১৭২০
সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, পার্থের শরীরে পুরনো কিছু সমস্যা থাকলেও, তা মারাত্মক কিছু নয়। এর জন্য পার্থকে হাসপাতালে ভর্তি থাকতে হবে না বলেও পরিষ্কার করে দেন ভুবনেশ্বর এমস কর্তৃপক্ষ। তবে তাঁকে প্রয়োজনীয় ওষুধ খাওয়া চালিয়ে যেতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
১৮২০
রিপোর্ট দেওয়ার পর পার্থকে সোমবার বিকেলেই ভুবনেশ্বর এমস থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সোমবার রাতটুকু সেখানেই রেখে দেওয়া হয়। হাসপাতালে ভর্তি করানোর সময় তাঁকে যে কেবিনে রাখা হয়েছিল, সেখান থেকে সরিয়ে অন্য একটি কেবিনে স্থানান্তরিত করা হয়েছিল। তবে কী কারণে পার্থকে হাসপাতালে রেখে দেওয়া হল, সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।
১৯২০
এর পর মঙ্গলবার সকালে পার্থকে বিমানে কলকাতা নিয়ে আসা হয়। সকাল সাড়ে ৬টা নাগাদ তাঁকে নিয়ে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন ইডির আধিকারিকেরা।
২০২০
আপাতত ইডি হেফাজতেই থাকবেন পার্থ। রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায় গ্রেফতার হওয়া পার্থকে সোমবার বিশেষ ইডি আদালতে ভার্চুয়ালি হাজির করানো হয়। বিচারক তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।