অনেকেই বলছেন হলিউডের বৈগ্রহিক ফ্যাশনকে কিছুটা অনুকরণের চেষ্টা করেছেন দীপিকা। তাঁর বেছে নেওয়া পোশাক-গহনা থেকে শুরু করে তাঁর সাজগোজের অনেকটাই হলিউড ক্লাসিক বলে পরিচিত ‘ব্রেকফাস্ট অ্যাট টিফনি’জ়’ ছবিতে অভিনেত্রী অড্রে হেপবার্ন অনুপ্রাণিত। হাতে দস্তানা, হিরের গয়না, মাথায় হালকা হাতে বাঁধা খোঁপা, হালকা গোলাপি লিপস্টিক, গোলাপি আইশ্যাডো, উইঙ্গড আইলাইনার, গলায় হিরের হার— সবই যেন অড্রের সাজের আধুনিক রূপ।
এর আগে অস্কার পরবর্তী পার্টিতে ২০১৭ সালে হাজির হয়েছিলেন দীপিকা। সেবার বেছে নিয়েছিলেন কাঁধ খোলা পোশাক। কালো এবং ঝলমলে সোনালির মিশেল ছিল তাঁর গাউনে। খোলা অবিন্যস্ত চুলে সেই দীপিকাও ছিলেন গ্ল্যামারগার্ল। তবে ২০২৩ সালে প্রথম অস্কারের মঞ্চে উঠলেন দীপিকা। প্রেজেন্টার হিসাবে। ফ্যাশন দুনিয়ার নজরদাররা বলছেন, এই দীপিকার সাজ পোশাক অনেক বেশি পরিণত।
উল্লেখ্য, সোমবার এই মঞ্চে দীপিকার মতোই প্রেজেন্টার হিসাবে উপস্থিত ছিলেন, হ্যাল বেরি, নিকোলে কিডম্যান, ডোয়েন জনসনের মতো হলিউডের খ্যাতনামী অভিনেতা-অভিনেত্রী। তাঁদের পাশে ভারতের প্রতিনিধি হিসাবে উঠে আসা দীপিকার উপর তাই আলাদা নজর ছিল। দীপিকা মঞ্চে এসে এক গাল হেসে কালো ভেলভেটের দস্তানা পরা হাত দু’টি সামনে রেখে বক্তৃতা শুরু করেন।
অল্প কথাতেই শেষ করেন দীপিকা। তবে সেই অল্প সময়েই ছবির নেপথ্য কাহিনি থেকে শুরু করে ইউটিউব এবং টিকটকে গানটি কতবার দেখা হয়ে গিয়েছে, তার হিসেবও দিয়ে দেন অভিনেত্রী। বলেন, ‘নাটু নাটু’ প্রথম ভারতীয় সিনেমার গান, যা অস্কারের জন্য মনোনীত হল। পাশাপাশি উপস্থিত হলিউডের খ্যাতনামী অতিথিদের উদ্দেশে দীপিকাকে বলতে শোনা যায়, ‘‘এখনও যদি ‘নাটু’কে না চিনে থাকেন, তবে এ বার চিনে নেওয়ার সময় এসেছে।’’
দীপিকার বক্তৃতা চলাকালীনই বার বার হাততালির শব্দ শোনা যেতে থাকে গ্যালারি থেকে। দীপিকা প্রত্যেকটি হাততালির শব্দে থামেন। এক গাল হাসি ফিরিয়ে দিয়ে আবার বলতে শুরু করেন। দীপিকার ওই বক্তৃতার একটি ভিডিয়োও এই মুহূর্তে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ‘নাটু নাটু’র মতো তাঁর বক্তৃতাও লক্ষ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy