Darshana Banik and Saurav das tying the knot in Kolkata dgtl
Saurav Darshana Wedding
লুকিয়ে লুকিয়ে প্রেম করলেও ঢাকঢোল পিটিয়ে ছাঁদনাতলায়, দর্শনা ও সৌরভের বিয়ের ছবি দেখুন
নিজেদের সম্পর্কের কথা কোনও কালেই খুব একটা প্রকাশ্যে আনেননি সৌরভ এবং দর্শনা। তবে বিয়েটা সারছেন পরিবারের সকলের উপস্থিতিতে ধুমধাম করে।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
শুক্রবার গোধূলি আলোয় এল সেই শুভক্ষণ। চার হাত এক হল সৌরভ দাস এবং দর্শনা বণিকের। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েট হলে বসল বিয়ের আসর। তারকার মেলা বললেও কম নয়।
০২১৭
নিজেদের সম্পর্কের কথা কোনও কালেই খুব একটা প্রকাশ্যে আনেননি সৌরভ এবং দর্শনা। দীর্ঘ দিন ধরে অনিন্দিতার সঙ্গে সম্পর্ক ছিল সৌরভের। দু’জনে একত্রবাসও করতেন। সেই সম্পর্ক ভেঙে যায়।
০৩১৭
দর্শনা এবং সৌরভের পরিচয় কয়েক জন ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে। দীর্ঘ দিন ধরেই তাঁরা কাছের বন্ধু। তবে সেই বন্ধুত্ব ঠিক কবে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে, সে বিষয়ে খোলসা করে জানাননি দু’জনের কেউই।
০৪১৭
পরিচিতেরা বলেন, প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে সৌরভ এবং দর্শনার। তবে দু’জনের কেউই তা কখনও স্বীকার করেননি। সেই নিয়ে খুব একটা মুখও খোলেননি।
০৫১৭
দর্শনাকে বিয়ের প্রস্তাব দেন সৌরভ। দর্শনা অবশ্য নিজে কোনও জবাব দেননি। বদলে সৌরভকে তাঁর বাড়িতে গিয়ে বিয়ের কথা বলতে বলেন। রাজি হয়ে যান সৌরভ। দর্শনার বাড়িতে গিয়ে বিয়ের কথা বলেন। রাজি হয় পরিবার। রাজি হন দর্শনা।
০৬১৭
তার পরেই দু’জনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এই অগ্রহায়ণেই ছাঁদনাতলায় বসবেন দু’জনে। যেমন কথা, তেমন কাজ। সেই মতো প্রস্তুতি শুরু করে দুই পরিবার।
০৭১৭
বাঙালি রীতি মেনেই বিয়ে সারতেন চেয়েছিলেন সৌরভ, দর্শনা। আচার-অনুষ্ঠান থেকে খাদ্যাভ্যাস, সবেতেই রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। আইবুড়োভাত, গায়েহলুদ— সবই হয়েছে ধুমধাম করে।
০৮১৭
বৃহস্পতিবার ছিল আইবুড়ো ভাত। লাল পেড়ে সাদা তসর বেনারসি পরে আইবুড়ো ভাত খেতে বসেছিলেন দর্শনা। খাবারের তালিকাতেও ছিল একেবারে বাঙালিয়ানা ছোঁয়া। পাঁঠার মাংস, চিংড়ি, ভেটকি— সব ছিল মেনুতে।
০৯১৭
শুক্রবার সকালে মিটেছে গায়েহলুদের পর্ব। দর্শনা পরেছিলেন হলুদ রঙের সিল্কের শাড়ি আর স্লিভলেস ব্লাউজ। আমেরিকা থেকে এসে গিয়েছেন দর্শনার দাদারা। বাড়িভর্তি লোকজনের মাঝে ধুমধাম করে হয়েছে গায়েহলুদ।
১০১৭
অন্য দিকে, দু’দিন আগে থেকেই আলোয় সাজানো হয়েছে সৌরভের বেহালার বাড়ি। বাড়িতে হাজির আত্মীয়স্বজন।
১১১৭
শুক্রবার বেশ সকাল সকাল সৌরভের গায়েহলুদ দিয়েছেন তাঁর মা। সব আচার-অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন বর-কনে।
সৌরভ পরেছেন সাদা ধুতি-পাঞ্জাবি। গায়ে জড়ানো লাল রঙের শাল। সৌরভের গলায় রয়েছে সোনার চেন। চোখে চশমা। হাতে ঘড়ি।
১৪১৭
বিয়ের বিভিন্ন বিষয়ে থাকছে নতুনত্বের ছোঁয়া। তবে বাঙালিয়ানাকে মাথায় রেখেই। দর্শনার হাতে যে গাছকৌটো থাকছে, তাতে আঁকা রয়েছে বর এবং কনের ছবি।
১৫১৭
বিয়ের মেনুও সাবেকি বাঙালি। পোলাওয়ের সঙ্গে মাছ, মাংসের পদ রয়েছে। ফিশ ফ্রাই, ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি, পোলাও, পাঁঠার মাংস— এই পদ দিয়েই হবে অতিথি আপ্যায়ন।