হার্দিক পাণ্ড্যদের তোলা ২০০-র বেশি রানের লক্ষ্য তো ছিলই। সেই সঙ্গে ছিল বৃষ্টি। তবে সে সব বাধা টপকে আইপিএল ফাইনালের রাতে শেষ হাসি হেসেছে মহেন্দ্র সিংহ ধোনিদের হলুদবাহিনী। সোমবার রাতে আমদাবাদে আইপিএলের পঞ্চম ট্রফিটি তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সে জয়ের উৎসবে শামিল হয়েছিলেন মাহির দলের সদস্যদের সঙ্গিনীরাও। সিএসকে-র ক্রিকেটারদের সঙ্গে ট্রফি হাতে তুলেছে মাহি-কন্যা জিভাও। তাকে সঙ্গ দিয়েছে রবীন্দ্র জাডেজার কন্যা নিধ্যানা।
বৃষ্টির জন্য আইপিএল ফাইনালের ওভারসংখ্যা ছেঁটে ১৫ ওভারের করা হয়েছিল। ২১৫-র বদলে ডাকওয়র্থ অ্যান্ড লুইস পদ্ধতিতে জয়ের ১৭১ রানের লক্ষ্যও এক সময় কঠিন হয়ে দাঁড়িয়েছিল সিএসকে-র। মোক্ষম সময়ে ৮ বলে ১৭ রানের অমূল্য ইনিংস খেলে দেন আইপিএলের আসরে নিজের শেষ ম্যাচ খেলা অম্বাতি রায়ডু। তবে শেষ দু’বলে জাড্ডুর ব্যাট থেকে ৬, ৪ না বেরোলে যে জয়ের স্বাদ অধরাই থাকত! রুদ্ধশ্বাস ম্যাচ জিতে মাহির পাশে এক ফ্রেমে বন্দি হলেন চেন্নাইকে চ্যাম্পিয়ন করার অন্যতম দুই কারিগর।