চাইলেই যে সব সময় তা পাওয়া যায়, এমনটা নয়। কার্তিকের ক্ষেত্রেও তেমনটা ঘটল। যে পথ ধরে তিনি হাঁটা শুরু করেছিলেন, যে পথকে নিজের ভবিষ্যৎ বানাতে চেয়েছিলেন, শেষমেশ সেই পথেই বিচ্যুতি ঘটল। যে লক্ষ্য নিয়ে কার্তিক এগোচ্ছিলেন, যে রাস্তা ধরে হাঁটা শুরু করেছিলেন, হঠাৎই তা বাঁক নিল। ফলে এক জন ক্রিকেটার থেকে তিনি হয়ে উঠলেন আইপিএস অফিসার।