Countries with no legal age of drinking alcohol dgtl
Age Limit On Alcohol Consumption
বাধা নয় বয়স, যে কোনও বয়সেই মদ্যপান করা যায় যে সব দেশে
বিশ্বে এমন বহু দেশ রয়েছে, যেখানে মদ্যপানের জন্য ন্যূনতম বয়স নেই। তালিকায় কোন কোন দেশ রয়েছে?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ১১:২৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
সুরাপান আইনের চোখে অপরাধ নয়। কিন্তু তার জন্য নির্দিষ্ট বয়সসীমা রয়েছে। ১৮ বছরের গণ্ডি পেরোলে তবেই তিনি সুরাপানের অনুমতি পান। প্রাপ্তবয়স্ক না হয়ে মদ পান করলে তা অপরাধ হিসাবে গণ্য করা হয় ভারতে। কিন্তু বিশ্বে এমন বহু দেশ রয়েছে যেখানে মদ্যপানের জন্য বয়সের কোনও সীমারেখা মেনে চলা হয় না।
প্রতীকী ছবি।
০২১৬
ভারতের যে কোনও পাব অথবা বারে মদ পরিবেশন করার আগে যদি কাউকে দেখে মনে সন্দেহ জাগে, তবে প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হয়। বয়সসীমা ১৮-র নীচে হলে তাকে সুরাপানের অনুমতি দেওয়া হয় না।
প্রতীকী ছবি।
০৩১৬
এ দেশে ১৮ বছরের নীচে কেউ দোকান থেকে মদ কিনতে পারে না। এ ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ারও বিধান রয়েছে।
প্রতীকী ছবি।
০৪১৬
তবে আর্মেনিয়া, ম্যাকাওয়ের মতো একাধিক দেশে সুরাপান নিয়ে কোনও রকম কড়াকড়ি নেই। বয়স ১৮-র নীচে হলেও যে কেউ মদ কিনতে পারে। এমনকি সুরাপানের ক্ষেত্রেও বয়ঃসীমার কোনও আইনি বাধা নেই।
প্রতীকী ছবি।
০৫১৬
আর্মেনিয়া এমন একটি দেশ, যেখানে সুরাপান সংক্রান্ত নিয়মকানুন কড়া নয়। খদ্দেরের বয়সের উপর কিছু নির্ভর করে না।
প্রতীকী ছবি।
০৬১৬
বুলগেরিয়ায় মদ কেনার সময় খদ্দেরের বয়স খতিয়ে দেখা হয়। ১৮ বছরের কম বয়সি কেউ দোকান থেকে মদ কিনতে পারবে না।
প্রতীকী ছবি।
০৭১৬
কিন্তু মদপানের উপর কোনও রকম নিষেধাজ্ঞা নেই। সে দেশে যে কেউ সুরাপান করতে পারে।
প্রতীকী ছবি।
০৮১৬
পূর্ব আফ্রিকার দেশ জিবৌতিতে মদের মূল্য আকাশছোঁয়া। ফ্রান্স থেকে সেখানে মদ পাঠানো হয়।
প্রতীকী ছবি।
০৯১৬
মদের দাম প্রচুর হলেও জিবৌতিতে মদপানের জন্য বয়সের কোনও গণ্ডি নেই। আপনার বয়স যতই হোক না কেন, জিবৌতিতে মদ পান করতে কোনও বাধা নেই।
প্রতীকী ছবি।
১০১৬
সারা বিশ্বে পর্যটনকেন্দ্র হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে ভিয়েতনাম। এ দেশে ২৪ ঘণ্টাই মদের দোকানের দরজা খোলা থাকে। যে কোনও বয়সেই এখানে মদ পান করা যায়।
প্রতীকী ছবি।
১১১৬
ইউরোপের দেশ ডেনমার্কেও সুরাপান সংক্রান্ত বিষয়ে বয়সের সীমারেখা নেই। বয়স যতই হোক, মদপান করায় কোনও বাধা নেই।
প্রতীকী ছবি।
১২১৬
সুরাপানের ক্ষেত্রে বয়সের কোনও সীমারেখা না থাকলেও মদ কেনার জন্য আলাদা নিয়ম রয়েছে ডেনমার্কে।
প্রতীকী ছবি।
১৩১৬
১৬ বছরের কম বয়সের কেউ সুপারমার্কেট থেকে মদ কিনতে পারবে না। মদের পরিমাণের উপরেও কড়া ব্যবস্থা রয়েছে। যে পানীয়ে মদের পরিমাণ ১৬.৫ শতাংশের কম, শুধুমাত্র সে ধরনের পানীয় কেনার অনুমতি রয়েছে।
প্রতীকী ছবি।
১৪১৬
মদপানের উপর কড়াকড়ি না থাকলেও ১৮ বছরের কম বয়স হলে কেউ মদ কিনতে পারে না নরওয়েতে।
প্রতীকী ছবি।
১৫১৬
পাব হোক বা ক্লাব, প্রাপ্তবয়স্ক না হলেও সুরাপানের অনুমতি রয়েছে বেলজিয়ামে। কিন্তু জনসমক্ষে সে দেশের কোথাও মদপান করা যায় না।
প্রতীকী ছবি।
১৬১৬
মদপানের ক্ষেত্রে তেমন কোনও নিয়ম না থাকলেও মদ কেনার ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে বেলজিয়ামে। ১৬ বছর বয়স না হলে সে দেশে মদপানের অনুমতি নেই।