বৃহস্পতিবার দুপুরে কার্শিয়াঙের যে রিসর্টে মুখ্যমন্ত্রী থাকছেন, সেখান থেকে পাঙ্খাবাড়ি রোডের চা বাগানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা। তবে আর পাঁচ জন যে ভাবে উত্তরের চা বাগান ঘুরে দেখেন, সে ভাবে নয়, মমতা চা বাগান ঘুরে দেখলেন চা শ্রমিকের মতো করেই। শিখলেন গাছ থেকে পাতা তোলার কায়দা। চা শ্রমিকদের আদলে মাথার পিছনে বেঁধে নিলেন ঝুড়ি।