Advertisement
২৯ মার্চ ২০২৫
DeepSeek banned

প্রশ্নে সুরক্ষা! তথ্যপাচারের কাঁটায় বিদ্ধ ডিপসিক, বিশ্ব জুড়ে নিষিদ্ধ চিনা স্টার্ট আপ সংস্থার অ্যাপ

ডিপসিকের এআই মডেল এবং চ্যাটবট অ্যাপটি কয়েক দিনের মধ্যেই প্রবল জনপ্রিয়তা লাভ করেছে। এর মধ্যেই বিভিন্ন দেশে সরকারি নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এল ‘ডিপসিক-আর১’-এর উপর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩২
Share: Save:
০১ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

আত্মপ্রকাশেই সারা পৃথিবী জুড়ে হইচই ফেলে দিয়েছিল চিনা স্টার্ট আপ সংস্থা ডিপসিক। কম দামে কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মডেল ‘ডিপসিক-আর১’ তৈরি করে বিশ্বে সাড়া ফেলে দিয়েছে সংস্থাটি।

০২ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

ডিপসিকের এআই মডেল এবং চ্যাটবট অ্যাপটি কয়েক দিনের মধ্যেই প্রবল জনপ্রিয়তা লাভ করেছে। আর এর মধ্যেই বিভিন্ন দেশের সরকারি নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এসেছে ‘ডিপসিক-আর১’-এর উপর। কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ার তাবড় টেক জায়ান্টের ভিত কাঁপিয়ে দেওয়া এই চিনা স্টার্ট আপ সংস্থাটির ব্যবহার নিয়ন্ত্রণ করছে বেশ কয়েকটি দেশের সরকার। সেই তালিকায় রয়েছে ভারতও।

০৩ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

তাইওয়ান, অস্ট্রেলিয়া-সহ বেশ কয়েকটি দেশ মনে করছে চিনা স্টার্ট আপ সংস্থার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপটি নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে। ইউরোপীয় দেশগুলির মধ্যে ইটালি, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মতো দেশের গোপনীয়তা পর্যবেক্ষণকারী সংস্থাগুলি ডিপসিক অ্যাপের তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

০৪ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

ভারতও একই ধরনের আশঙ্কা প্রকাশ করে চ্যাটজিপিটি, ডিপসিকের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাপ্লিকেশনগুলি ব্যবহারের নিয়ন্ত্রণ জারি করেছে। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলিকে তাদের অধীনে থাকা অফিসের কম্পিউটার বা অন্য যন্ত্রে ব্যবহার না করার নির্দেশিকা জারি করেছে অর্থ মন্ত্রক।

০৫ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

এই অ্যাপগুলি থেকে সরকারি নথি ফাঁস হওয়ার আশঙ্কা করছে দিল্লি। অর্থ মন্ত্রকের অধীনে থাকা সব অফিসের কর্মীদের এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

০৬ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মন্ত্রকের আশঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তার যে কোনও অ্যাপ অফিসের যন্ত্রে ব্যবহার করা হলে সরকারি গোপন নথি এবং তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, এই অ্যাপগুলি গোপনীয় তথ্য এবং নথির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

০৭ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

একই রাস্তায় হেঁটে আগেই সরকারি যন্ত্রে ‘ডিপসিক’ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া এবং ইটালি। ডিপসিককে নিষিদ্ধ করার কথা প্রথম যে দেশটি ঘোষণা করে সেটি ছিল ইটালি।

০৮ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

ইটালিতে গুগ্‌ল প্লে স্টোর ও অ্যাপ স্টোরগুলি থেকে চিনা স্টার্ট অ্যাপের চ্যাটবট অ্যাপটি দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ (ডিপিএ) ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশের পরই এই সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।

০৯ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

চিনা সংস্থাটি কী ভাবে ব্যবহারকারীর তথ্য স‌ংরক্ষণ বা পরিচালনা করে, সে সম্পর্কে তথ্য চাওয়া হয়। তথ্য ব্যবস্থাপনা ও গোপনীয়তা নীতি নিয়ে কারণ দর্শানোর জন্য ডিপসিককে ২০ দিন সময়ও দেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, ডিপসিকের প্রাথমিক ব্যাখ্যা যথেষ্ট ছিল না।

১০ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

তার কয়েক দিন পরেই অ্যাপটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ইটালির সরকার। ‘ইউরোকনজ়িউমারস’ বা ইউরোপের ভোক্তা অধিকার সংগঠনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইটালির ডেটা সুরক্ষা সংস্থা (ডিপিএ) এই ব্যবস্থা নিয়েছে বলে জানা গিয়েছে।

১১ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

ডিপসিকের চ্যাটবটকে ‘জাতীয় তথ্য নিরাপত্তার জন্য হুমকি’ উল্লেখ করে তাইওয়ানের ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় সরকারি সংস্থাগুলিকে এই এআইয়ের ব্যবহার করতে নিষেধ করেছে। তাইওয়ান সরকারের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ডিপসিকের মালিকানা একটি চিনা সংস্থার হাতে রয়েছে।

১২ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

সরকারি মন্ত্রক এই সংস্থাটির কৃত্রিম মেধার সাহায্য নিলে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য পড়শি দেশে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে তাইওয়ান সরকার। সমস্ত সরকারি দফতর, স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান-সহ যাবতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা সঙ্গে সংশ্লিষ্টদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

১৩ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়ায় সরকারি কর্মীদের বেজিঙের স্টার্টআপের এই এআই প্ল্যাটফর্মটি ইনস্টল এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে ডিপসিকের পণ্য, অ্যাপ্লিকেশন এবং ওয়েব পরিষেবা ব্যবহার বা ইনস্টলেশন রোধ করতে নির্দেশিকা জারি করেছে।

১৪ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

অস্ট্রেলিয়ার সমস্ত সরকারি সিস্টেম থেকে ওই অ্যাপ্লিকেশন এবং ওয়েব পরিষেবা সরিয়ে দিতে বাধ্যতামূলক ভাবে নির্দেশ দিয়েছে সরকার। রয়টার্স জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র সরকারি মহলে জারি করা হয়েছে। দেশের বেসরকারি নাগরিকদের জন্য এই বিধিনিষেধ প্রযোজ্য নয়।

১৫ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

গত মাসে ডিপসিকের সর্বশেষ এআই মডেল চালু করে স্টার্টআপটি। এআইয়ের প্রতিযোগিতার বাজারে অদূর ভবিষ্যতে আমেরিকাকে টেক্কা দিতে কোমর বেঁধে নেমে পড়েছে চিন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ডিপসিক আসার দিনই আমেরিকার তাবড় সংস্থাগুলির শেয়ার হুড়মুড়িয়ে পড়ে যায়।

১৬ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

ডিপসিকের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিকে ইতিমধ্যেই আতশকাচের নীচে ফেলে দেখছে ট্রাম্পের দেশও। সিএনবিসির একটি প্রতিবেদন অনুসারে, সম্ভাব্য নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছে ওয়াশিংটনও। সে কারণে আমেরিকার নৌবাহিনী কোনও অবস্থাতেই ডিপসিক অ্যাপ বা এআই প্রযুক্তি ব্যবহার না করার নির্দেশ দিয়েছে।

১৭ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

নৌবাহিনীর তরফে একটি ইমেলে জানানো হয়েছে, সেনার প্রতিটি সদস্যকে ডিপসিকের সমস্ত রকম পরিষেবা ব্যবহার না করার উপর কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। নৌবাহিনী তাদের কর্মীদের ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বহাল রেখেছে। তাঁদের আশঙ্কা, ডিপসিকের মাধ্যমে গোপনীয় তথ্য চিন করায়ত্ত করতে পারে। এ ছাড়া সেনাকর্তারা খতিয়ে দেখছেন অ্যাপটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে কি না।

১৮ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুসারে, জানুয়ারি মাস থেকে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগনে ডিপসিক প্রযুক্তির ব্যবহারের অনুমোদন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা বিভাগের কর্মীরা ‘আস্ক সেজ’ নামের একটি অনুমোদিত প্ল্যাটফর্মের মাধ্যমে ডিপসিকের এআই ব্যবহার করতে পারবেন। কারণ এতে তথ্য চিনের সার্ভারে সংরক্ষিত হয় না।

১৯ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

ডিপসিকের এআই চ্যাটবট অ্যাপের গোপনীয়তা সংক্রান্ত ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন হলে একটি বিকল্প উপায়ে ডিপসিকের এআই মডেল ব্যবহার করা সম্ভব। ডিপসিক তাদের এআই উন্মুক্ত (ওপেন সোর্স) করে দিয়েছে। ফলে কেউ চাইলে এটি নিজের কম্পিউটারে ডাউনলোড করেও চালাতে পারেন।

২০ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

‘ওপেন সোর্স রিজ়নিং মডেল’ বা বিনামূল্যে ব্যবহারযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চালু করেছে চিনা সংস্থা ডিপসিক। এর নাম ‘ডিপসিক-আর১’ রেখেছে সংশ্লিষ্ট সংস্থা। একই ধাঁচের আর একটি বহুল ব্যবহৃত এআই প্রযুক্তি হল ওপেনএআইয়ের চ্যাটজিপিটি।

২১ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

কম খরচে উন্নত এআই প্রযুক্তি তৈরিতে পথপ্রদর্শক হয়ে দাঁড়িয়েছে এই ডিপসিক। চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড এআই-এর মতো তাবড় কৃত্রিম বুদ্ধিমত্তাগুলিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ‘ডিপসিক-আর১’।

২২ ২২
Chinese Startup DeepSeek Accused of Data Breach Banned By Many Governments

চিনের দাবি, এর আগে ‘ডিপসিক-ভি৩’ নামের একটি এআই প্রযুক্তিনির্ভর ‘বট’ তৈরি করতে মাত্র ৫৬ লক্ষ ডলার খরচ হয়েছিল। বর্তমানে চিনকে এনভিডিয়া এআই চিপ রফতানি বন্ধ রেখেছে আমেরিকা। কিন্তু তাতে ডিপসিকের সাফল্যে এতটুকুও ভাটা পড়েনি। উল্টে আমেরিকাকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চিন।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy