
ডিপসিকের এআই মডেল এবং চ্যাটবট অ্যাপটি কয়েক দিনের মধ্যেই প্রবল জনপ্রিয়তা লাভ করেছে। আর এর মধ্যেই বিভিন্ন দেশের সরকারি নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এসেছে ‘ডিপসিক-আর১’-এর উপর। কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ার তাবড় টেক জায়ান্টের ভিত কাঁপিয়ে দেওয়া এই চিনা স্টার্ট আপ সংস্থাটির ব্যবহার নিয়ন্ত্রণ করছে বেশ কয়েকটি দেশের সরকার। সেই তালিকায় রয়েছে ভারতও।