চিনা ড্রাগনের গলায় পা! যন্ত্রণায় ছটফট করলেও পালাবার পথ নেই। শক্তিধর বেজিংকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করছে ইউরোপের ‘বাঁধের দেশ’ নেদারল্যান্ডস। ডাচদের এক ঘুষিতে ড্রাগনের সাধের ‘সেমিকন্ডাক্টর’ সাম্রাজ্যের দফারফা হওয়ার জোগাড়। তাসের ঘরের মতো সে সাম্রাজ্যের ভেঙে পড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা।