তাইওয়ানের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরেই লাই চিং-তে চিনের উদ্দেশে এক বার্তা দিয়েছিলেন। তাইওয়ানের বিরুদ্ধে চিনের রাজনৈতিক এবং সামরিক শক্তি প্রদর্শন বন্ধ করার আহ্বান জানান তিনি। কিন্তু তাঁর আহ্বানে যে বেজিং কর্ণপাত করেনি, তা স্থানীয় সময় বুধবার সকালেই স্পষ্ট হয়ে যায়। তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চিন।
চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় বুধবার ৭টা ৪৫ মিনিট থেকে চিনের ইস্টার্ন বাহিনী তাইওয়ান সীমান্তে শক্তি প্রদর্শন শুরু করেছে। তাইওয়ান প্রণালী, তাইওয়ানের উত্তর, দক্ষিণ এবং পূর্বে মহড়া দিচ্ছে চিনা বাহিনী। শুধু তা-ই নয়, তাইওয়ানের কিনমেন, মাতসু, উকিয়ু এবং ডঙিন দ্বীপপুঞ্জের চারপাশেও চিনা বাহিনী ঘোরাফেরা করছে।