
প্রথমে জাফর এক্সপ্রেস অপহরণ। তার পর আত্মঘাতী হামলা চালিয়ে সৈন্যবোঝাই বাস ওড়ানো। বালোচ বিদ্রোহীদের তাণ্ডবে বেসামাল পাকিস্তান। সূত্রের খবর, এই পরিস্থিতিতে চিনা নাগরিকদের সুরক্ষায় পশ্চিমের প্রতিবেশী দেশটিতে নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন করছে চিন। বিষয়টিকে রাওয়ালপিন্ডির সেনাকর্তাদের গালে ‘বিরাশি শিক্কা’র থাপ্পড় বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা।