Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
India in Artemis Accord

নাসা, ইসরোর যুগলবন্দিতে প্রমাদ গুনছে চিন? মহাকাশের ‘দখল’ নিয়ে চিন্তায় রাশিয়াও?

চিন বা রাশিয়া কেউই নাসার আর্টেমিস চুক্তিকে ভাল চোখে দেখছে না। এই চুক্তিতে সম্প্রতি ভারত স্বাক্ষর করেছে। এর ফলে আগামী দিনে নাসার সঙ্গে মহাকাশে ইসরোর যৌথ অভিযান দেখা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ০৯:০১
Share: Save:
০১ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

চাঁদে মহাকাশচারী পাঠানোর লক্ষ্যে আর্টেমিস মিশন শুরু করেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই প্রকল্পে হাত মিলিয়েছে নয়াদিল্লিও। ইসরো সম্প্রতি নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেছে।

ছবি: সংগৃহীত।

০২ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

চাঁদে প্রথম মহাকাশচারী পাঠিয়েছিল নাসা-ই। ১৯৬১ সালের অ্যাপোলো মিশনের ৫০ বছর পর নতুন করে চাঁদে মানুষ পাঠানোর বিষয়ে উদ্যোগী হয়েছে তারা। সেই উদ্দেশ্যেই শুরু হয়েছে মিশন আর্টেমিস।

ছবি: সংগৃহীত।

০৩ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

এই আর্টেমিস মিশনের তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপে (আর্টেমিস-১) ইতিমধ্যেই চাঁদে পাড়ি দিয়েছে যাত্রীবিহীন মহাকাশযান ‘ওরিয়ন’। এই অভিযানের মূল লক্ষ্য, চাঁদের মাটিতে নামার জন্য সম্ভাব্য ‘ল্যান্ডিং সাইট’গুলি চিহ্নিত করা।

ছবি: সংগৃহীত।

০৪ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

দ্বিতীয় ধাপে অর্থাৎ ‘আর্টেমিস-২’তেও একই ধরনের পরীক্ষা নিরীক্ষা চলবে। তা সফল হলে তৃতীয় ধাপে চাঁদের উদ্দেশে পাড়ি দেবেন মহাকাশচারীরা। কারা সেই অভিযানে শামিল হবেন, তা-ও ঠিক করা হয়ে গিয়েছে।

ছবি: সংগৃহীত।

০৫ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

এই পরিস্থিতিতে নাসার আর্টেমিস চুক্তিতে ভারতের স্বাক্ষর আলাদা তাৎপর্য বহন করছে বলে মত বিশেষজ্ঞদের। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই চুক্তির ফলে আগামী দিনে আর্টেমিস মিশনের অংশীদার হতে পারে।

ছবি: সংগৃহীত।

০৬ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

নাসার সঙ্গে কয়েক বছর আগেই ইসরো ‘আর্থ অবজ়ারভেশন’ উপগ্রহ ‘নিসার’ বানানোর উদ্যোগে হাত মিলিয়েছিল। এ বার আর্টেমিসের হাত ধরে চাঁদে অভিযানে ইসরোকেও দেখা যেতে পারে।

ছবি: সংগৃহীত।

০৭ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

শুধু চাঁদ নয়, আগামী দিনে নাসার সঙ্গে যৌথ উদ্যোগে ইসরো মঙ্গল অভিযানেও শামিল হতে পারে। ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে যা যুগান্তকারী অগ্রগতি নিয়ে আসবে বলে মনে করছেন কেউ কেউ।

ছবি: সংগৃহীত।

০৮ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময়েই আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরো। এই চুক্তিতে ভারত ছাড়া আরও সাতটি দেশ স্বাক্ষর করেছে। আর্টেমিসের হাত ধরে ২০২৪ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে নাসা।

ছবি: সংগৃহীত।

০৯ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

নাসার আর্টেমিস চুক্তি এবং তাতে একের পর এক দেশের স্বাক্ষরকে ভাল চোখে দেখছে না চিন। তাদের কাছে আর্টেমিস চুক্তি হল মহাকাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আমেরিকার একটি চাল। ভারতও যাতে শামিল হয়েছে।

ছবি: সংগৃহীত।

১০ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

চিনের দাবি, আর্টেমিসের মাধ্যমে আমেরিকা তাদের বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। সম্ভাব্য বিপদের কথা ভাবছে না। ভারত আমেরিকার এই প্রয়াসে হাত মিলিয়ে বিশ্বের ক্ষতিসাধন করতে চলেছে।

ছবি: সংগৃহীত।

১১ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

আর্টেমিস চুক্তি বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে নতুন করে তিক্ততা যোগ করতে পারে বলে মনে করছেন অনেকে। এমনিতেই দুই দেশের সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত। মহাকাশের ‘দখল’ নিয়ে আমেরিকার সঙ্গ দেওয়ায় ভারত চিনের বিরাগভাজন হতে পারে বলেও মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ।

ছবি: সংগৃহীত।

১২ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

আর্টেমিস নিয়ে খুশি নয় রাশিয়াও। এই চুক্তিকে প্রথম থেকেই আমেরিকাকেন্দ্রিক বলে দাবি করে এসেছে রাশিয়া। অন্য স্বাক্ষরকারী দেশগুলি এতে পর্যাপ্ত গুরুত্ব পাবে না বলে দাবি মস্কোর।

ছবি: সংগৃহীত।

১৩ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

আর্টেমিস চুক্তিতে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলা হয়েছে। সেখানেই আমেরিকা জোর খাটাতে পারে বলে মনে করছে রাশিয়া। ২০২১ সালেই তারা এই চুক্তিতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল।

ছবি: সংগৃহীত।

১৪ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

রাশিয়া জানিয়েছে, চাঁদে গবেষণা এবং অভিযান নিয়ে অন্য দেশের সহায়তা করতে তারা রাজি। কিন্তু এ বিষয়ে নিজের মতো করে তারা পদক্ষেপ করতে চায়। সুতরাং, আর্টেমিস চুক্তিতে ভারতের স্বাক্ষরের বিরোধিতা করতে পারে মস্কো।

ছবি: সংগৃহীত।

১৫ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কখনওই তেমন তিক্ত হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলি যখন মস্কোর বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছিল, তখনও নয়াদিল্লি রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করেনি।

ছবি: সংগৃহীত।

১৬ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

আমেরিকা, রাশিয়া— দুই দেশের সঙ্গেই ভারত সুসম্পর্ক বজায় রেখে চলেছে। আর্টেমিস চুক্তিতে স্বাক্ষরের পর সেই সমীকরণ কি বদলে যেতে পারে? ইসরো, নাসার যুগলবন্দিকে কী চোখে দেখবেন পুতিন? শুরু হয়েছে জল্পনা।

ছবি: সংগৃহীত।

১৭ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

অনেকে মনে করছেন, আর্টেমিস চুক্তিকে কেন্দ্র করে ভারতের সঙ্গে মহাকাশ সংক্রান্ত যাবতীয় উদ্যোগ থেকে পিছিয়ে আসতে পারে রাশিয়া। পুতিন চটলে সে ক্ষেত্রে দিল্লিকে প্রমাদ গুনতে হতে পারে।

ছবি: সংগৃহীত।

১৮ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

মহাকাশে আধিপত্য বিস্তারে রাশিয়া এবং আমেরিকার দড়ি টানাটানির ইতিহাস অনেক পুরনো। মহাকাশে প্রথম মহাকাশচারী থেকে শুরু করে চাঁদে প্রথম মানুষ পাঠানো, একের পর এক যুগান্তকারী কীর্তিতে কখনও রাশিয়া, কখনও আমেরিকা দাগ কেটে এসেছে।

ছবি: সংগৃহীত।

১৯ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

নাসার আর্টেমিস মিশন সফল হলে মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমেরিকা এক ধাক্কায় কয়েক ধাপ এগিয়ে যাবে। স্বভাবতই রাশিয়া তাতে খুশি হবে না। ভারতের সহায়তাতেও তাই তাদের আপত্তি অসম্ভব নয়।

ছবি: সংগৃহীত।

২০ ২০
China and Russia worried as ISRO joins NASA’s Artemis mission

মহাকাশের লড়াইয়ে ভারতের পদক্ষেপ চিন বা রাশিয়ার যতই মাথাব্যথার কারণ হোক, নয়াদিল্লির লক্ষ্য অবশ্য নিজেদের অগ্রগতিই। কূটনীতির মাধ্যমেই এই দুই দেশের আপত্তিকে পেরিয়ে নাসার আর্টেমিসে শামিল হতে পেরেছে ইসরো। তেমনটাই মত বিশেষজ্ঞদের।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy