Advertisement
০৯ জানুয়ারি ২০২৫
Crime in Ecuador

পরনে খোলামেলা পোশাক, মাটিতে পোঁতা দেহ! তিন তরুণীর ভয়ানক ‘বিচ ট্রিপ’

ইকুয়েডরের উদ্দেশে যাত্রা শুরু করার পর নিখোঁজ হয়ে যান তরুণীরা। বিপদের আশঙ্কা করে নাকি নিজেদের প্রিয়জনদের ফোনে মেসেজ করেছিলেন নায়েলি এবং ডেনিস।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৬:১৭
Share: Save:
০১ ১৭
তিন বান্ধবী মিলে ঘুরতে গিয়েছিলেন সমুদ্রসৈকতে। খোলামেলা পোশাক পরে ইকুয়েডরের সমুদ্রসৈকতে ঘুরছিলেন তাঁরা। কিন্তু এই ‘বিচ ট্রিপ’ই তাঁদের জীবনের শেষ ভ্রমণ হয়ে গেল।

তিন বান্ধবী মিলে ঘুরতে গিয়েছিলেন সমুদ্রসৈকতে। খোলামেলা পোশাক পরে ইকুয়েডরের সমুদ্রসৈকতে ঘুরছিলেন তাঁরা। কিন্তু এই ‘বিচ ট্রিপ’ই তাঁদের জীবনের শেষ ভ্রমণ হয়ে গেল।

প্রতীকী ছবি।

০২ ১৭
৪ এপ্রিলের ঘটনা। তিন দিন ধরে নিখোঁজ ছিলেন ১৯ বছর বয়সি ডেনিস রেইনা, ২১ বছরের জুলিয়ানা মাসিয়াস এবং বছর ২২-এর নায়েলি তাপিয়া। তিন তরুণীই স্পেনের সান্টো ডোমিঙ্গোর বাসিন্দা।

৪ এপ্রিলের ঘটনা। তিন দিন ধরে নিখোঁজ ছিলেন ১৯ বছর বয়সি ডেনিস রেইনা, ২১ বছরের জুলিয়ানা মাসিয়াস এবং বছর ২২-এর নায়েলি তাপিয়া। তিন তরুণীই স্পেনের সান্টো ডোমিঙ্গোর বাসিন্দা।

ছবি: সংগৃহীত।

০৩ ১৭
ডেনিস, জুলিয়ানা এবং নায়েলি একসঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সান ডিয়েগো থেকে তাঁরা ইকুয়েডরের সমুদ্রসৈকতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ঘুরতে যাওয়ার আগে যাবতীয় ব্যবস্থাও করে ফেলেন তাঁরা। কিন্তু ইকুয়েডরের উদ্দেশে যাত্রা শুরু করার পর নিখোঁজ হয়ে যান তরুণীরা।

ডেনিস, জুলিয়ানা এবং নায়েলি একসঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সান ডিয়েগো থেকে তাঁরা ইকুয়েডরের সমুদ্রসৈকতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ঘুরতে যাওয়ার আগে যাবতীয় ব্যবস্থাও করে ফেলেন তাঁরা। কিন্তু ইকুয়েডরের উদ্দেশে যাত্রা শুরু করার পর নিখোঁজ হয়ে যান তরুণীরা।

ছবি: সংগৃহীত।

০৪ ১৭
নিখোঁজ হওয়ার তিন দিন পর দেহ উদ্ধার হয় তিন তরুণীর। ইকুয়েডরের কুইনিন্ডে এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে এসমেরালডাস নদী। নদী থেকে মাছ ধরে নিজেদের বাড়িতে ফিরছিলেন এক দল জেলে।

নিখোঁজ হওয়ার তিন দিন পর দেহ উদ্ধার হয় তিন তরুণীর। ইকুয়েডরের কুইনিন্ডে এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে এসমেরালডাস নদী। নদী থেকে মাছ ধরে নিজেদের বাড়িতে ফিরছিলেন এক দল জেলে।

ছবি: সংগৃহীত।

০৫ ১৭
বাড়ি ফেরার পথে নদীর ধারে এক জায়গা থেকে দুর্গন্ধ ভেসে আসে জেলেদের নাকে। সেখানে ঘোরাফেরা করছিল কুকুরের দল। সন্দেহ হওয়ার বালি খুঁড়তে শুরু করেন জেলেরা। তার পরেই তিন তরুণীর দেহ উদ্ধার হয়।

বাড়ি ফেরার পথে নদীর ধারে এক জায়গা থেকে দুর্গন্ধ ভেসে আসে জেলেদের নাকে। সেখানে ঘোরাফেরা করছিল কুকুরের দল। সন্দেহ হওয়ার বালি খুঁড়তে শুরু করেন জেলেরা। তার পরেই তিন তরুণীর দেহ উদ্ধার হয়।

ছবি: সংগৃহীত।

০৬ ১৭
সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেন জেলেরা। দেখা যায়, তিন তরুণীর পরনে খোলামেলা পোশাক। হাত দু’টি হ্যান্ডকাফ দিয়ে আটকানো। তরুণীদের দেহে নির্যাতনের ছাপ স্পষ্ট।

সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেন জেলেরা। দেখা যায়, তিন তরুণীর পরনে খোলামেলা পোশাক। হাত দু’টি হ্যান্ডকাফ দিয়ে আটকানো। তরুণীদের দেহে নির্যাতনের ছাপ স্পষ্ট।

ছবি: সংগৃহীত।

০৭ ১৭
পুলিশ সূত্রে খবর, তিন তরুণীকে গলা কেটে খুন করা হয়েছে। খুনের আগে তাঁদের উপর নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে বলেও জানায় পুলিশ। মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তরুণীদের মোবাইল ফোনও। তার পরেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ সূত্রে খবর, তিন তরুণীকে গলা কেটে খুন করা হয়েছে। খুনের আগে তাঁদের উপর নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে বলেও জানায় পুলিশ। মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তরুণীদের মোবাইল ফোনও। তার পরেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য।

প্রতীকী ছবি।

০৮ ১৭
বিপদের আশঙ্কা করে নাকি নিজেদের প্রিয়জনদের ফোনে মেসেজ করেছিলেন নায়েলি এবং ডেনিস। নায়েলির ফোন ঘেঁটে জানা যায় যে, ৪ এপ্রিল রাত ১১টা ১০ মিনিটে তাঁর বোনকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলেন নায়েলি।

বিপদের আশঙ্কা করে নাকি নিজেদের প্রিয়জনদের ফোনে মেসেজ করেছিলেন নায়েলি এবং ডেনিস। নায়েলির ফোন ঘেঁটে জানা যায় যে, ৪ এপ্রিল রাত ১১টা ১০ মিনিটে তাঁর বোনকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলেন নায়েলি।

প্রতীকী ছবি।

০৯ ১৭
কোন জায়গায় রয়েছেন তার ‘লাইভ লোকেশন’ বোনকে পাঠান নায়েলি। তার পর লেখেন, ‘‘মনে হয় আমার সঙ্গে কোনও অঘটন ঘটতে চলেছে। আমি কোথায় আছি তার ঠিকানা তোমায় পাঠিয়ে রাখলাম। যদি কোনও প্রয়োজন পড়ে।’’ এই মেসেজ পাঠিয়ে আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি নায়েলির।

কোন জায়গায় রয়েছেন তার ‘লাইভ লোকেশন’ বোনকে পাঠান নায়েলি। তার পর লেখেন, ‘‘মনে হয় আমার সঙ্গে কোনও অঘটন ঘটতে চলেছে। আমি কোথায় আছি তার ঠিকানা তোমায় পাঠিয়ে রাখলাম। যদি কোনও প্রয়োজন পড়ে।’’ এই মেসেজ পাঠিয়ে আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি নায়েলির।

প্রতীকী ছবি।

১০ ১৭
ডেনিসের ফোন ঘেঁটেও চমকে যায় পুলিশ। নায়েলি যে সময় তাঁর বোনকে মেসেজ পাঠিয়েছিল, একই সময়ে ডেনিস তাঁর বিপদের আশঙ্কার কথা জানিয়ে তাঁর এক বন্ধুকে মেসেজ করেন।

ডেনিসের ফোন ঘেঁটেও চমকে যায় পুলিশ। নায়েলি যে সময় তাঁর বোনকে মেসেজ পাঠিয়েছিল, একই সময়ে ডেনিস তাঁর বিপদের আশঙ্কার কথা জানিয়ে তাঁর এক বন্ধুকে মেসেজ করেন।

প্রতীকী ছবি।

১১ ১৭
ডেনিস তাঁর বন্ধুকে মেসেজ করে বলেন, ‘‘আমার মন বলছে যে আমার সঙ্গে কিছু খারাপ হবে। আমার যদি কিছু হয়েও যায়, তবুও সব সময় মনে রাখবে যে আমি তোমাকে খুব ভালবাসি।’’ তার পর বেপাত্তা হয়ে যান ডেনিসও।

ডেনিস তাঁর বন্ধুকে মেসেজ করে বলেন, ‘‘আমার মন বলছে যে আমার সঙ্গে কিছু খারাপ হবে। আমার যদি কিছু হয়েও যায়, তবুও সব সময় মনে রাখবে যে আমি তোমাকে খুব ভালবাসি।’’ তার পর বেপাত্তা হয়ে যান ডেনিসও।

ছবি: সংগৃহীত।

১২ ১৭
২ তরুণীর মৃত্যুর জন্য কে বা কারা দায়ী, তার খোঁজ মেলেনি। তাঁদের মৃত্যু ঘিরে ক্রমেই ঘনাচ্ছে রহস্য। তল্লাশি চালিয়ে পুলিশ জানতে পারে যে, সান্টো ডোমিঙ্গোয় জন্মালেও কুইটোয় থাকতেন নায়েলি।

২ তরুণীর মৃত্যুর জন্য কে বা কারা দায়ী, তার খোঁজ মেলেনি। তাঁদের মৃত্যু ঘিরে ক্রমেই ঘনাচ্ছে রহস্য। তল্লাশি চালিয়ে পুলিশ জানতে পারে যে, সান্টো ডোমিঙ্গোয় জন্মালেও কুইটোয় থাকতেন নায়েলি।

ছবি: সংগৃহীত।

১৩ ১৭
চার বছরের এক কন্যাসন্তানও রয়েছে নায়েলির। মডেল হিসাবে কাজ করতেন তিনি। নায়েলির বান্ধবী জুলিয়ানা গানবাজনা নিয়েই ব্যস্ত থাকতেন। একটি ব্যান্ডের সঙ্গে যুক্তও ছিলেন তিনি।

চার বছরের এক কন্যাসন্তানও রয়েছে নায়েলির। মডেল হিসাবে কাজ করতেন তিনি। নায়েলির বান্ধবী জুলিয়ানা গানবাজনা নিয়েই ব্যস্ত থাকতেন। একটি ব্যান্ডের সঙ্গে যুক্তও ছিলেন তিনি।

ছবি: সংগৃহীত।

১৪ ১৭
কুইভেডোর একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন ডেনিস। কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করতেন তিনি। পরিবার সূত্রে খবর, যাত্রা শুরু করার দিন কাসা ব্লাঙ্কা হোটেলে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেনিস।

কুইভেডোর একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন ডেনিস। কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করতেন তিনি। পরিবার সূত্রে খবর, যাত্রা শুরু করার দিন কাসা ব্লাঙ্কা হোটেলে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেনিস।

ছবি: সংগৃহীত।

১৫ ১৭
সকাল ৯টা নাগাদ একটি গাড়িতে চেপে আলোয়াগ রোডের দিকে যান ডেনিস। সেখান থেকে নায়েলিকে গাড়িতে তুলে নিজের বাড়িতে ফিরে আসেন ডেনিস। রাতে জুলিয়ানার সঙ্গে দেখা করে ইকুয়েডরের উদ্দেশে রওনা হন তিন তরুণী।

সকাল ৯টা নাগাদ একটি গাড়িতে চেপে আলোয়াগ রোডের দিকে যান ডেনিস। সেখান থেকে নায়েলিকে গাড়িতে তুলে নিজের বাড়িতে ফিরে আসেন ডেনিস। রাতে জুলিয়ানার সঙ্গে দেখা করে ইকুয়েডরের উদ্দেশে রওনা হন তিন তরুণী।

প্রতীকী ছবি।

১৬ ১৭
তরুণীদের পরিবারের সদস্যরা জানান যে, রাতে গাড়িতে ওঠার পর তিন জনেই নিজেদের সমাজমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন। গাড়িতে একসঙ্গে গান গাইতে গাইতে যাচ্ছিলেন তাঁরা, সেই ভিডিয়োও পোস্ট করেছিলেন তাঁরা।

তরুণীদের পরিবারের সদস্যরা জানান যে, রাতে গাড়িতে ওঠার পর তিন জনেই নিজেদের সমাজমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন। গাড়িতে একসঙ্গে গান গাইতে গাইতে যাচ্ছিলেন তাঁরা, সেই ভিডিয়োও পোস্ট করেছিলেন তাঁরা।

প্রতীকী ছবি।

১৭ ১৭
খুনের ঘটনায় ভয়ে রয়েছেন স্থানীয়েরা। জুলিয়ানা, ডেনিস এবং নায়েলির দেহ ময়নাতদন্তের পর তাঁদের পরিবারকে দিয়ে দিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আসল খুনির খোঁজে চলছে তল্লাশি।

খুনের ঘটনায় ভয়ে রয়েছেন স্থানীয়েরা। জুলিয়ানা, ডেনিস এবং নায়েলির দেহ ময়নাতদন্তের পর তাঁদের পরিবারকে দিয়ে দিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আসল খুনির খোঁজে চলছে তল্লাশি।

প্রতীকী ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy