Check out the fees of the star cast from Rocky Aur Rani Ki Prem Kahaani movie dgtl
Rocky Aur Rani Ki Prem Kahaani Star Cast Fees
কেউ এক কোটি তো কেউ ২৫ কোটি! কর্ণের ছবিতে অভিনয় করে কত আয় করলেন ‘রকি’, ‘রানি’রা?
২৫ বছর পূর্তি উপলক্ষে তারকাখচিত ছবি মুক্তি পাচ্ছে ঠিকই, কিন্তু পারিশ্রমিক হিসাবে আলিয়া, রণবীরদের কত টাকা দিয়েছেন তা জানেন কি?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ১৬:২২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
বলিপাড়ায় ২৫ বছর পূর্ণ করতে চলেছেন পরিচালক কর্ণ জোহর। সেই উপলক্ষে চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রকি অওর রানি কি প্রেম কহানি’।
০২১৫
রণবীর সিংহ, আলিয়া ভট্ট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজ়মির মতো বলি তারকারা অভিনয় করেছেন ‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিতে।
০৩১৫
বলি তারকাদের পাশাপাশি ‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন বাঙালি তারকারাও। চূর্ণী গঙ্গোপাধ্যায় এবংন টোটা রায়চৌধুরীর মতো বাঙালি তারকাদের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।
০৪১৫
২৫ বছর পূর্তি উপলক্ষে তারকাখচিত ছবি মুক্তি পাচ্ছে ঠিকই, কিন্তু পারিশ্রমিক হিসাবে আলিয়া, রণবীরদের কত টাকা দিয়েছেন তা জানেন কি?
০৫১৫
‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিতে রকির চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ।
০৬১৫
বলিপাড়া সূত্রে খবর, মুখ্য চরিত্রে অভিনয় করে ২৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন রণবীর।
০৭১৫
‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিতে রানির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভট্টকে।
০৮১৫
বলিপাড়া সূত্রে খবর, কর্ণের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে ১০ কোটি টাকা আয় করেছেন আলিয়া।
০৯১৫
২০১৪ সালে ‘ডবল দি ট্রাবল’ নামের একটি পঞ্জাবি ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল ধর্মেন্দ্রকে। অভিনয়জগৎ থেকে বহু বছরের বিরতির পর কর্ণের ছবির মাধ্যমে আবার বলিপাড়ায় ফিরে এসেছেন বর্ষীয়ান অভিনেতা।
১০১৫
‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, এই ছবিতে অভিনয় করে দেড় কোটি টাকা উপার্জন করেছেন অভিনেতা।
১১১৫
কর্ণের পরিচালনায় ‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন।
১২১৫
’ ছবির প্রথম ঝল‘রকি অওর রানি কি প্রেম কহানিক প্রকাশ্যে আসায় জয়ার ‘লুক’ দেখে দর্শক মুগ্ধ। বহু বছর পর বড় পর্দায় ফিরেছেন জয়া।
১৩১৫
বলিপাড়া সূত্রে খবর, কর্ণের ছবিতে অভিনয় করে আনুমানিক এক কোটি টাকা আয় করেছেন জয়া।
১৪১৫
‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন শাবানা আজ়মি।
১৫১৫
বলিপাড়া সূত্রে খবর, কর্ণের ছবিতে অভিনয় করে আনুমানিক এক কোটি টাকা আয় করেছেন শাবানা।