Caviar is served on top of tiramisu on Anant Ambani and Radhika Merchant wedding dgtl
Ambani Wedding Menu
ডেসার্টে তিরামিসুর উপর বিশ্বের সবচেয়ে দামি মাছের ডিম! পুত্রের বিয়েতে ক্যাভিয়ার খাওয়ালেন অম্বানী
দেশ-বিদেশ থেকে অতিথি এসেছিলেন অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে। তাবড় তাবড় অতিথিদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থাও ছিল রাজকীয়।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৪ ১১:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী। অম্বানী-পুত্রের বিয়ের মেনুও ছিল নজরকাড়া। ডেসার্টে ছিল বিশ্বের সবচেয়ে দামি মাছের ডিমও।
০২১৪
দেশ-বিদেশ থেকে অতিথিরা এসেছিলেন অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে। তাবড় তাবড় অতিথিদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থাও ছিল রাজকীয়। লস্যি, চাট থেকে শুরু করে মেনুতে ছিল বিদেশি মিষ্টিও।
০৩১৪
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, অম্বানী-পুত্রের বিয়েতে অতিথিদের শেষ পাতে দেওয়া হয়েছিল তিরামিসু নামে একটি বিশেষ ডেসার্ট। তিরামিসু সাজানো ছিল কালো, গোলাকৃতি দানার মতো জিনিস দিয়ে।
০৪১৪
অম্বানীদের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, তিরামিসুর উপরে থাকা সেই দানাগুলি আসলে মাছের ডিম। বিশ্বের সবচেয়ে দামি মাছের ডিম সেগুলি। এই মাছের ডিমগুলি ক্যাভিয়ার নামে পরিচিত।
০৫১৪
নানা ধরনের সামুদ্রিক মাছের পেট থেকে ক্যাভিয়ার পাওয়া যায়। তবে স্টারজিওন মাছের ডিমের স্বাদই নাকি সবচেয়ে ভাল। এই ডিম বিরল হওয়ায় এর দামও বেশি।
০৬১৪
স্টারজিওন মাছের ডিম নানা ভাবে সংরক্ষণ করা হয়। গুণমান, স্বাদ এবং পরিমাণের উপর নির্ভর করে ক্যাভিয়ারের দাম নির্ধারণ করা হয়।
০৭১৪
ক্যাভিয়ারের দাম কমপক্ষে সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু হয়। শোনা যায়, মাত্র ৫৬ গ্রাম ক্যাভিয়ারের মূল্য ৬০ হাজার টাকার কাছাকাছি।
০৮১৪
স্বাদ বৃদ্ধির জন্য অম্বানী পুত্রের বিয়ের মেনুতে ডেসার্টের উপর ক্যাভিয়ার ছড়িয়ে দেওয়া হয়েছিল।
০৯১৪
বহু শতাব্দী ধরে প্রাচীন পারস্যে (বর্তমান ইরান) ক্যাভিয়ার খাওয়ার প্রচলন ছিল। ধীরে ধীরে পশ্চিমি দেশগুলিতে ক্যাভিয়ার খাওয়ার চল শুরু হয়।
১০১৪
বর্তমানে ক্যাভিয়ার তেমন পর্যাপ্ত পরিমাণে পাওয়া না যাওয়ায় তা বিরল হয়ে গিয়েছে। হাতেগোনা বিলাসবহুল রেস্তরাঁয় ক্যাভিয়ার পরিবেশন করা হয়।
১১১৪
ছোট আকারের কৌটোয় ক্যাভিয়ার ভরে বিক্রি করা হয়। এর স্বাদ সাধারণত নোনতা।
১২১৪
ক্যাভিয়ারের মান অনুযায়ী তার স্বাদেরও বদল হয়। কোনও ক্যাভিয়ার খেতে বাদামের মতো। কোনও ক্যাভিয়ারের স্বাদ আবার মাখনের মতো।
১৩১৪
কোনও খাবারের উপর ড্রেসিং করতে সাধারণত ক্যাভিয়ার ব্যবহৃত হয়। সুরাপানের সময়েও অনেকে ক্যাভিয়ার খেয়ে থাকেন।
১৪১৪
দামি ভদকা এবং শ্যাম্পেনের সঙ্গে ক্যাভিয়ার খেলে নাকি মদ্যপানের স্বাদ বৃদ্ধি পায় বলে সুরাপ্রেমীদের দাবি।