Calcutta high court division bench discards justice Abhijit ganguly’s order to board on disclosing the panel in TET 2016 dgtl
Justice Abhijit Gangopadhyay
প্রাথমিকে নিয়োগের প্যানেল প্রকাশ নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করল উচ্চ আদালত
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে। প্রাথমিকে নিয়োগের প্যানেল প্রকাশ করে তা আদালতে জমা করার নির্দেশ দিয়েছিলেন তিনি।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ১৬:৪৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে। প্রাথমিকে নিয়োগের প্যানেল প্রকাশ করে তা আদালতে জমা করার নির্দেশ ছিল তাঁর।
০২১২
এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পর্ষদ। তাদের আবেদন সাড়া দিয়ে এই সিদ্ধান্ত হাই কোর্টের।
০৩১২
বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
০৪১২
২০১৪ সালের টেটের প্রেক্ষিতে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
০৫১২
তাঁর নির্দেশ ছিল, ১০ দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তাতে অসুবিধা থাকলে প্যানেল আদালতে জমা দিতে বলা হয়। পর্ষদকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি।
০৬১২
কিন্তু, ১০ জানুয়ারি সেই নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
০৭১২
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ। তাতে দুই বিচারপতির বেঞ্চ জানায়, প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করা হচ্ছে। তবে মামলার বাকি অংশের শুনানি করতে পারবে একক বেঞ্চ।
০৮১২
২০১৪ সালে যে টেট নেওয়া হয়, সেই পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়েছিল। ৪২ হাজারেরও বেশি শিক্ষক পদে নিয়োগ হয়েছিল ২০১৬ সালে।
০৯১২
কিন্তু, সেই নিয়োগ ঘিরে বিস্তর গরমিলের অভিযোগ ওঠে। এ নিয়ে ধর্না দেন চাকরিপ্রার্থীরা।
১০১২
অতীতে এই মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বেশ কিছু পর্যবেক্ষণ ছিল তাঁর।
১১১২
শেষ শুনানিতে সব মিলিয়ে মোট ৪২ হাজার ৯৪৯ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল ১০ দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি।
১২১২
সেই মতো আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় ছিল পর্ষদের কাছে। হার্ড কপি ও সফট কপি জমা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তার আগেই বদলে গেল নির্দেশ।