Cabinet portfolio in Narendra modi 3.0 who gets what ministry dgtl
PM Modi 3.0 Cabinet list
এনডিএ সরকারের তৃতীয় দফায় কে কোন মন্ত্রক সামলাবেন? মোদী নিজের হাতে কোন দায়িত্ব রাখলেন?
৭১ জন মন্ত্রীর হাতে মন্ত্রক বণ্টন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ণমন্ত্রীর সংখ্যা ৩০। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন পাঁচ জন। কে কোন মন্ত্রক পেলেন?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২১:১৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১৩৯
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রবিবার রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে শপথ নিয়েছিলেন ৭১ জন কেন্দ্রীয় মন্ত্রী। তার পর থেকেই শুরু হয় জল্পনা, কাকে কোন মন্ত্রক দেওয়া হবে? সোমবার সন্ধ্যা হতেই স্পষ্ট হল। ৭১ জন মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মোদী। তার পরেই কাকে কোন মন্ত্রক দেওয়া হয়েছে, তার তালিকা প্রকাশিত হয়।
০২৩৯
প্রধানমন্ত্রীর হাতে থাকছে কর্মিবর্গ, জনঅভিযোগ, পেনশন মন্ত্রক। পাশাপাশি, পারমাণবিক শক্তি, মহাকাশ বিভাগ মন্ত্রকও থাকছে মোদীর হাতে।
০৩৩৯
রবিবার মোদীর পরেই শপথ নেন রাজনাথ সিংহ। উত্তরপ্রদেশের লখনউ থেকে জয়ী হয়েছেন তিনি। গত বারের মতো এই দফাতেও তিনি পেলেন প্রতিরক্ষা মন্ত্রক।
০৪৩৯
রাজনাথের পর শপথ নিয়েছিলেন অমিত শাহ। তিনি গুজরাতের গান্ধীনগর থেকে জয়ী হয়েছেন। এনডিএ সরকারের দ্বিতীয় দফার মতো তৃতীয় দফাতেও তিনি পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সহযোগিতা মন্ত্রকও তাঁর হাতে।
বিজেপি সভাপতি জেপি নড্ডা রবিবার মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তিনি রাজ্যসভার সাংসদ। তিনি হচ্ছেন দেশের নতুন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী। জৈবসার এবং রাসায়নিক মন্ত্রকও থাকছে তাঁর হাতে।
০৭৩৯
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক পেয়েছেন। পাশাপাশি, গ্রামোন্নয়ন মন্ত্রকও রয়েছে তাঁর হাতে। তিনি বিদিশা লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন।
০৮৩৯
নির্মলা সীতারামন এনডিএ সরকারের তৃতীয় দফাতেও থাকছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কর্পোরেট বিষয়ক মন্ত্রকও থাকছে তাঁর হাতে। তিনি রাজ্যসভার সাংসদ। লোকসভা ভোটে লড়েননি।
০৯৩৯
এস জয়শঙ্করের হাতে থাকছে বিদেশ মন্ত্রক। প্রাক্তন এই আমলা রাজ্যসভার সাংসদ।
১০৩৯
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর পেলেন বিদ্যুৎ এবং নগরোন্নয়ন মন্ত্রক। হরিয়ানার করনাল লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন তিনি।
১১৩৯
জেডিএস নেতা এইচডি কুমারস্বামী কর্নাটকের মাণ্ড্য আসন থেকে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন কেন্দ্রীয় ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রক।
১২৩৯
পীযূষ গয়াল পেয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রক। মুম্বই উত্তর লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন তিনি।
১৩৩৯
ধর্মেন্দ্র প্রধান পেলেন শিক্ষা মন্ত্রক। তিনি ওড়িশার সম্বলপুর লোকসভা আসনে লড়ে জয়ী হয়েছেন।
১৪৩৯
এইচএএম নেতা জিতনরাম মাঝিঁ পেয়েছেন ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প মন্ত্রক। বিহারের গয়া লোকসভা আসন থেকে জয়ী তিনি।
১৫৩৯
রাজীবরঞ্জন (লালন) সিংহ পেলেন পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন, ডেয়ারি মন্ত্রক। বিহারের মুঙ্গের থেকে জেডিইউয়ের টিকিটে তিনি জয়ী।
১৬৩৯
সর্বানন্দ সোনোয়াল পেয়েছেন জাহাজ, বন্দর এবং জলপথ মন্ত্রক। তিনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
১৭৩৯
টিডিপি সাংসদ কিঞ্জারাপু রামমোহন নায়ডু পেয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক।
১৮৩৯
বীরেন্দ্র কুমার পেয়েছেন সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক। মধ্যপ্রদেশের টিকমগড়ের সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।
রেল মন্ত্রক তৃতীয় দফাতেও থাকছে অশ্বিনী বৈষ্ণবের হাতে। সেই সঙ্গে তাঁর কাছে রয়ে গেল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পাশাপাশি, তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন মন্ত্রকও থাকছে তাঁর হাতে।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন পাঁচ জন। রাও ইন্দরজিৎ সিংহ পেয়েছেন পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রক, পরিকল্পনা মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)তিনি।
৩৪৩৯
জিতেন্দ্র সিংহ পেয়েছেন বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিমন্ত্রক (স্বাধীন দায়িত্ব), ভূবিজ্ঞান মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, তিনি প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী। সেই সঙ্গে তিনি কর্মিবর্গ, জনঅভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি, মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী।
৩৫৩৯
আইন এবং ন্যায় মন্ত্রকের (স্বাধীন দায়িত্ব) প্রতিমন্ত্রী হয়েছেন অর্জুনরাম মেঘওয়াল। সংসদীয় বিষয়ক মন্ত্রকেরও প্রতিমন্ত্রী তিনি।
৩৬৩৯
যাদবপ্রতাপ রাও গণপৎ রাও পেয়েছেন আয়ুষ মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, তিনি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকেরও প্রতিমন্ত্রী। তিনি শিবসেনার সাংসদ।
৩৭৩৯
জয়ন্ত চৌধরি পেয়েছেন কর্মদক্ষতা এবং উদ্যোগ মন্ত্রক(স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, তিনি শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী।
৩৮৩৯
এনডিএ সরকারের তৃতীয় দফায় প্রতিমন্ত্রী হয়েছেন ৩৬ জন। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর হয়েছেন বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী।