Britney Spears sells her house in Los Angeles at loss dgtl
Britney Spears
প্রাসাদ বিক্রি করতে গিয়ে হিমশিম! অদ্ভুত কারণে বহু কোটির লোকসানও সহ্য করলেন পপতারকা
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটনি ১০০ কোটি টাকার বিনিময়ে বাড়িটি বিক্রি করতে চেয়েছিলেন। তিনি নিজে বাড়িটি কিনেছিলেন প্রায় ৯০ কোটি টাকায়।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৩ ১১:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বেশ কয়েক কাঠা জমি জুড়ে প্রাসাদোপম বাড়ি। অত্যাধুনিক প্রযুক্তি, সুইমিং পুল থেকে বাগান, পার্ক— কী নেই সেই বিলাসবহুল ইমারত চত্বরে! কিন্তু লোকসান সয়েই সেই অট্টালিকা বিক্রি করতে হল পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সকে।
০২১৪
ভাল এলাকায় ওই ধরনের বিলাসবহুল বাড়ি কে না চান! তা-ও আবার যেখানে সময় কাটিয়েছেন বিশ্বের অন্যতম নামী পপতারকা।
০৩১৪
ব্রিটনির এই বাড়ি লস অ্যাঞ্জেলেসের ক্যালাবাসাস এলাকা। যা মূলত বিত্তশালীদের এলাকা বলে পরিচিত।
০৪১৪
ব্রিটনির বাড়িটি প্রায় ১২ হাজার বর্গফুট জমির উপর তৈরি। এই বাড়িতে বড় বড় দালান, হাতে খোদাই করা কাঠের আসবাব, চামড়ায় মোড়ানো আরামকেদারা, গেম রুম-সহ বহু সুযোগ সুবিধা রয়েছে।
০৫১৪
এ ছাড়া ফোয়ারা, শ্বেতশুভ্র পাথরে বাঁধানো সুইমিং পুল এবং একটি এক কামরার অতিথি নিবাস রয়েছে ব্রিটনির বাড়ির চত্বরে।
০৬১৪
কিন্তু তার পরেও সেই বা়ড়ি বিক্রি করতে হিমশিম খেতে হল ব্রিটনিকে। শেষে খানিকটা কম দামে সেই বাড়ি বিক্রি করলেন গায়িকা।
০৭১৪
গত সপ্তাহে ব্রিটনি লস অ্যাঞ্জেলেসের এই বিলাসবহুল বাড়িটি বিক্রি করেছেন। নগদ প্রায় ৮৩ কোটির বিনিময়ে বাড়িটির মালিক বদলেছে।
০৮১৪
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটনি ১০০ কোটি টাকার বিনিময়ে বাড়িটি বিক্রি করতে চেয়েছিলেন। কারণ তিনি নিজে বাড়িটি কিনেছিলেন প্রায় ৯০ কোটি টাকায়।
০৯১৪
ব্রিটনির বাড়ি বিক্রির দায়িত্বে থাকা সংস্থার এজেন্ট ব্রাইস পেনেল জানিয়েছেন, প্রাথমিক লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি এবং যতটা নির্ঝঞ্জাটে সম্ভব বাড়িটি বিক্রি করা।
১০১৪
ব্রাইস বলেন, “আশ্চর্যজনক ভাবে এই এলাকার বাড়িগুলি চট করে বিক্রি হয় না। এবং প্রায় প্রতিটি বাড়িই বিক্রি করতে হয় কেনা দামের থেকে কম মূল্যে।”
১১১৪
অনেক আলাপ আলোচনার পর বাড়িটি বিক্রি করা গিয়েছে বলেই ব্রাইস জানিয়েছেন।
১২১৪
কিন্তু কেন মাত্র এক বছর আগে কোটি কোটি টাকায় কেনা সেই বিলাসবহুল বাড়ি বিক্রি করলেন ব্রিটনি?
১৩১৪
গত বছরের জুন মাসে ব্রিটনি এবং তাঁর স্বামী স্যাম অসগরি সেই বাড়িটি কিনেছিলেন।
১৪১৪
সংবাদমধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাড়িটি খুব বেশি খোলামেলা থাকার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন দম্পতি। আর সেই কারণেই নাকি তাঁরা বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন।