Britain deadliest ever plane crash here is the reason dgtl
Plane Crash
Plane Crash: টেক অফের আগে ককপিটে পাইলটদের হাতাহাতি! বিমান উড়তেই ঘটে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ঘটনা
ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিমান- দুর্ঘটনা হিসেবে অবশ্যই শীর্ষে থাকবে ব্রিটিশ-ইওরোপিয়ান এয়ারওয়েজের বিমান ৫৪৮-এর পরিণতি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুন ২০২২ ০৯:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
রবিবারই মাঝআকাশে আগুন লাগে স্পাইসজেটের একটি বিমানে। পরে জানা যায়, দিল্লিগামী বিমানটির সঙ্গে পাখির ধাক্কা লাগে, যা থেকেই বিপত্তি। যে কোনও সময় ঘটে যেতে পারত দুর্ঘটনা। কোনও মতে রক্ষা পায় বিমানটি। এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। নিরাপদে পটনায় জরুরি অবতরণ করে বিমানটি।
০২১৭
ওই বিমানটি রক্ষা পেলেও ইতিহাস বলছে, এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে বিমান বা তার কর্মী বা যাত্রীরা কেউই রক্ষা পাননি। কিছু ক্ষেত্রে দুর্ঘটনার কবলে পড়ে সব কিছু শেষ হয়ে যায়। কিছু ঘটনার নেপথ্যে থাকে রহস্যময় কোনও কারণ। তেমনই একটি কাহিনি এখানে বলা হবে।
০৩১৭
বিমান ওড়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। ঠিক তার আগেই ককপিটে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড! সহকর্মীর সঙ্গে পাইলটের তুমুল বচসা। যার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে, তা বোধহয় আজও ভাবলে আঁতকে ওঠেন ব্রিটেনবাসী।
০৪১৭
ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিমান- দুর্ঘটনা হিসেবে অবশ্যই শীর্ষে থাকবে ব্রিটিশ-ইওরোপিয়ান এয়ারওয়েজের বিমান ৫৪৮-এর পরিণতি।
০৫১৭
১৯৭২ সালের ১৮ জুন লন্ডনের হিথরো থেকে ব্রাসেলসগামী ওই বিমান ভেঙে পড়েছিল সারের স্টেইনসের মাটিতে।
০৬১৭
জানা যায়, বিমানটির টেক-অফের প্রায় এক ঘণ্টা আগে পাইলট স্ট্যানলি কে’র সঙ্গে তীব্র বাদানুবাদ বাধে সহকর্মী ফ্ল্যাভেসের।
০৭১৭
বেতন কাঠামোর উন্নতির দাবিতে আন্দোলন করছিলেন তরুণ পাইলটরা। যার তীব্র বিরোধিতা করেন স্ট্যানলি।
০৮১৭
বিরোধিতা করায় বিক্ষোভরত তরুণ পাইলটদের রোষের মুখে পড়েন স্ট্যানলি। হকার সিডেলি ট্রাইডেন্ট-সহ একাধিক সংস্থার বিমানে স্ট্যানলির অপমানজনক ছবি দেওয়া হয়।
০৯১৭
‘কে মাস্ট গো’, এই লেখা-সহ স্ট্যানলির ছবি চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়।
১০১৭
বিমানের ইঞ্জিনিয়ারদের টেবিলেও স্ট্যানলির ছবি লাগিয়ে দেওয়া হয়।
১১১৭
এর জেরে বেজায় চটে যান স্ট্যানলি। পরে জানা যায়, তিনি আগে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
১২১৭
বাদানুবাদের সময় রাগারাগিতে তাঁর রক্তচাপ বেড়ে যায়। তার পরই ঘটে যায় দুর্ঘটনা।
১৩১৭
টেক অফের পরই গতি সংক্রান্ত সমস্যা দেখা যায়। আচমকাই বিমানটি থেমে যায়।
১৪১৭
পর্যাপ্ত উচ্চতায় না থাকায় বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে পারেননি ক্রু-রা।
১৫১৭
দু’টুকরো হয়ে যায় বিমানটি। তার পর উল্লম্ব ভাবে মাটিতে পড়ে ভেঙে যায়।
১৬১৭
বিমানটিতে মোট ১১৮ জন ছিলেন। তাঁদের সকলেরই মৃত্যু হয়।
১৭১৭
বিমান - দুর্ঘটনার ৫০ বছর পূর্তিতে স্টেইনসে একটি সৌধ বানানো হয়েছে।