ইউরোপের রেনেসাঁর চারণভূমিতেই মহাসঙ্কট। লিওনার্দো দ্য ভিঞ্চির দেশ ছাড়ছেন হাজার হাজার তরুণ-তরুণী। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছেন তাঁরা। অন্য দিকে সময়ের সঙ্গে সঙ্গে জনশূন্য হয়ে পড়ছে ভূমধ্যসাগরের কোলের এককালের বিরাট সাম্রাজ্য বিস্তারকারী রাষ্ট্র। সব দেখেশুনে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরাও।