Bollywood stars who left government jobs to become actors dgtl
Bollywood
Bollywood celebrities: ‘থালাইভা’ থেকে ‘মোগাম্বো’, সরকারি চাকরি ছেড়ে বলিউডে রাজত্ব করেছেন এই তারকারা
বলিউডের বহু তারকা স্থায়ী সরকারি চাকরি ছেড়ে দিয়ে অভিনয় জগতে পা রাখেন। জেনে নিন সেই তালিকায় কারা রয়েছেন?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ১২:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন, যাঁরা শুধু মাত্র অভিনয় জগতে কাজ করবেন বলে নিজেদের স্থায়ী সরকারি চাকরি ছেড়ে মুম্বইয়ে এসেছিলেন।
০২১৬
দেব আনন্দ থেকে অমরীশ পুরী, দিলীপ কুমার থেকে অমল পালেকর সকলেই কোনও না কোনও সরকারি সংস্থার কর্মী ছিলেন। কেউ উচ্চপদে চাকরি করতেন, আবার কেউ কেরানি পদেও চাকুরিরত ছিলেন।
০৩১৬
বি-টাউনেই নয়, এই বদল দেখা গিয়েছে দক্ষিণী সিনেমার জগতেও। সকলের প্রিয় ‘থালাইভা’ অভিনয় ক্ষেত্রে আসার আগে সরকারি কর্মচারী ছিলেন।
০৪১৬
১৯৭৫ সালে বড় পর্দায় রজনীকান্তের প্রথম আগমন। তার আগে বেঙ্গালুরু পরিবহণ সংস্থার অন্তর্গত সরকারি বাসের কন্ডাক্টর ছিলেন তিনি।
০৫১৬
মহম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমার পুণেতে কর্মরত ছিলেন। সেখানকার সেনাশিবিরের ক্যান্টিনে কাজ করতেন তিনি।
০৬১৬
পরে বলিউড অভিনেত্রী দেবিকা রানি তাঁকে হিন্দি ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। দিলীপ অভিনীত প্রথম তিনটি ছবি তেমন হিট না করলেও ১৯৪৭-এ মুক্তি পাওয়া ‘জুগনু’ ছবি বক্স অফিসে তুমুল সাড়া ফেলে। এর পর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।
০৭১৬
এই তালিকায় রয়েছেন বলিউডের ‘এভারগ্রিন’ নায়ক দেব আনন্দ। ১৯৪৬ সালে ‘হম এক হেঁ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। কিন্তু মুম্বইয়ে তাঁর আসা কর্মসূত্রেই।
০৮১৬
লাহৌরে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শেষ করার পর মুম্বইয়ের চার্চগেট এলাকায় সেন্সর বোর্ডের অফিসে কেরানি পদে চাকরি করতেন দেব আনন্দ।
০৯১৬
অমল পালেকরের নাম শুধু বলিউডেই নয়, মরাঠি নাট্যজগতেও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এমনকি, মরাঠি সিনেমার হাত ধরেই তাঁর অভিনয় জগতের যাত্রা শুরু।
১০১৬
তবে, অভিনয় জগতে পুরোপুরি আসার আগে তিনি একটি নামকরা সরকারি ব্যাঙ্ক সংস্থার কর্মী ছিলেন।
১১১৬
অভিনেতা কুলভূষণ পণ্ডিত ওরফে রাজ কুমারের প্রথম ছবি ১৯৫২ সালে মুক্তি পেলেও তিনি মুম্বইয়ে এসেছিলেন আরও ১২ বছর আগে।
১২১৬
মোট ৭০টি হিন্দি ছবিতে অভিনয় করলেও অভিনয় ক্ষেত্রে আসার আগে তিনি মুম্বই পুলিশের সাব-ইনস্পেক্টর ছিলেন।
১৩১৬
‘মোগাম্বো খুশ হুয়া’! বেশির ভাগ হিন্দি ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অমরীশ পুরীকে।
১৪১৬
কিন্তু তার আগে এমপ্লয়িজ স্টেট ইনস্যুরান্স কর্পোরেশন (ইএসআইসি) নামে একটি সরকারি সংস্থায় কর্মী ছিলেন তিনি।
১৫১৬
‘সিআইডি’ হিন্দি ধারাবাহিকের এসিপি প্রদ্যুম্নকে মনে পড়ে? প্রদ্যুম্ন নামে তাঁকে অধিকাংশ দর্শক চিনলেও তাঁর আসল নাম শিবাজি সতম।
১৬১৬
একটি সরকারি ব্যাঙ্কে ক্যাশিয়ার পদে কাজ করতেন তিনি। অভিনয় করবেন বলে ব্যাঙ্কের চাকরি ছেড়ে থিয়েটারে যোগ দেন। পরবর্তী কালে তাঁকে বহু হিন্দি ও মরাঠি ছবিতে অভিনয় করতে দেখা যায়।