Advertisement
২০ ডিসেম্বর ২০২৪
Bollywood

Bollywood celebrities: ‘থালাইভা’ থেকে ‘মোগাম্বো’, সরকারি চাকরি ছেড়ে বলিউডে রাজত্ব করেছেন এই তারকারা

বলিউডের বহু তারকা স্থায়ী সরকারি চাকরি ছেড়ে দিয়ে অভিনয় জগতে পা রাখেন। জেনে নিন সেই তালিকায় কারা রয়েছেন?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ১২:০৪
Share: Save:
০১ ১৬
বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন, যাঁরা শুধু মাত্র অভিনয় জগতে কাজ করবেন বলে নিজেদের স্থায়ী সরকারি চাকরি ছেড়ে মুম্বইয়ে এসেছিলেন।

বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন, যাঁরা শুধু মাত্র অভিনয় জগতে কাজ করবেন বলে নিজেদের স্থায়ী সরকারি চাকরি ছেড়ে মুম্বইয়ে এসেছিলেন।

০২ ১৬
দেব আনন্দ থেকে অমরীশ পুরী, দিলীপ কুমার থেকে অমল পালেকর সকলেই কোনও না কোনও সরকারি সংস্থার কর্মী ছিলেন। কেউ উচ্চপদে চাকরি করতেন, আবার কেউ কেরানি পদেও চাকুরিরত ছিলেন।

দেব আনন্দ থেকে অমরীশ পুরী, দিলীপ কুমার থেকে অমল পালেকর সকলেই কোনও না কোনও সরকারি সংস্থার কর্মী ছিলেন। কেউ উচ্চপদে চাকরি করতেন, আবার কেউ কেরানি পদেও চাকুরিরত ছিলেন।

০৩ ১৬
বি-টাউনেই নয়, এই বদল দেখা গিয়েছে দক্ষিণী সিনেমার জগতেও। সকলের প্রিয় ‘থালাইভা’ অভিনয় ক্ষেত্রে আসার আগে সরকারি কর্মচারী ছিলেন।

বি-টাউনেই নয়, এই বদল দেখা গিয়েছে দক্ষিণী সিনেমার জগতেও। সকলের প্রিয় ‘থালাইভা’ অভিনয় ক্ষেত্রে আসার আগে সরকারি কর্মচারী ছিলেন।

০৪ ১৬
১৯৭৫ সালে বড় পর্দায় রজনীকান্তের প্রথম আগমন। তার আগে বেঙ্গালুরু পরিবহণ সংস্থার অন্তর্গত সরকারি বাসের কন্ডাক্টর ছিলেন তিনি।

১৯৭৫ সালে বড় পর্দায় রজনীকান্তের প্রথম আগমন। তার আগে বেঙ্গালুরু পরিবহণ সংস্থার অন্তর্গত সরকারি বাসের কন্ডাক্টর ছিলেন তিনি।

০৫ ১৬
মহম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমার পুণেতে কর্মরত ছিলেন। সেখানকার সেনাশিবিরের ক্যান্টিনে কাজ করতেন তিনি।

মহম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমার পুণেতে কর্মরত ছিলেন। সেখানকার সেনাশিবিরের ক্যান্টিনে কাজ করতেন তিনি।

০৬ ১৬
পরে বলিউড অভিনেত্রী দেবিকা রানি তাঁকে হিন্দি ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। দিলীপ অভিনীত প্রথম তিনটি ছবি তেমন হিট না করলেও ১৯৪৭-এ মুক্তি পাওয়া ‘জুগনু’ ছবি বক্স অফিসে তুমুল সাড়া ফেলে। এর পর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।

পরে বলিউড অভিনেত্রী দেবিকা রানি তাঁকে হিন্দি ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। দিলীপ অভিনীত প্রথম তিনটি ছবি তেমন হিট না করলেও ১৯৪৭-এ মুক্তি পাওয়া ‘জুগনু’ ছবি বক্স অফিসে তুমুল সাড়া ফেলে। এর পর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।

০৭ ১৬
এই তালিকায় রয়েছেন বলিউডের ‘এভারগ্রিন’ নায়ক দেব আনন্দ। ১৯৪৬ সালে ‘হম এক হেঁ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। কিন্তু মুম্বইয়ে তাঁর আসা কর্মসূত্রেই।

এই তালিকায় রয়েছেন বলিউডের ‘এভারগ্রিন’ নায়ক দেব আনন্দ। ১৯৪৬ সালে ‘হম এক হেঁ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। কিন্তু মুম্বইয়ে তাঁর আসা কর্মসূত্রেই।

০৮ ১৬
লাহৌরে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শেষ করার পর মুম্বইয়ের চার্চগেট এলাকায় সেন্সর বোর্ডের অফিসে কেরানি পদে চাকরি করতেন দেব আনন্দ।

লাহৌরে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শেষ করার পর মুম্বইয়ের চার্চগেট এলাকায় সেন্সর বোর্ডের অফিসে কেরানি পদে চাকরি করতেন দেব আনন্দ।

০৯ ১৬
অমল পালেকরের নাম শুধু বলিউডেই নয়, মরাঠি নাট্যজগতেও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এমনকি, মরাঠি সিনেমার হাত ধরেই তাঁর অভিনয় জগতের যাত্রা শুরু।

অমল পালেকরের নাম শুধু বলিউডেই নয়, মরাঠি নাট্যজগতেও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এমনকি, মরাঠি সিনেমার হাত ধরেই তাঁর অভিনয় জগতের যাত্রা শুরু।

১০ ১৬
তবে, অভিনয় জগতে পুরোপুরি আসার আগে তিনি একটি নামকরা সরকারি ব্যাঙ্ক সংস্থার কর্মী ছিলেন।

তবে, অভিনয় জগতে পুরোপুরি আসার আগে তিনি একটি নামকরা সরকারি ব্যাঙ্ক সংস্থার কর্মী ছিলেন।

১১ ১৬
অভিনেতা কুলভূষণ পণ্ডিত ওরফে রাজ কুমারের প্রথম ছবি ১৯৫২ সালে মুক্তি পেলেও তিনি মুম্বইয়ে এসেছিলেন আরও ১২ বছর আগে।

অভিনেতা কুলভূষণ পণ্ডিত ওরফে রাজ কুমারের প্রথম ছবি ১৯৫২ সালে মুক্তি পেলেও তিনি মুম্বইয়ে এসেছিলেন আরও ১২ বছর আগে।

১২ ১৬
মোট ৭০টি হিন্দি ছবিতে অভিনয় করলেও অভিনয় ক্ষেত্রে আসার আগে তিনি মুম্বই পুলিশের সাব-ইনস্পেক্টর ছিলেন।

মোট ৭০টি হিন্দি ছবিতে অভিনয় করলেও অভিনয় ক্ষেত্রে আসার আগে তিনি মুম্বই পুলিশের সাব-ইনস্পেক্টর ছিলেন।

১৩ ১৬
‘মোগাম্বো খুশ হুয়া’! বেশির ভাগ হিন্দি ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অমরীশ পুরীকে।

‘মোগাম্বো খুশ হুয়া’! বেশির ভাগ হিন্দি ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অমরীশ পুরীকে।

১৪ ১৬
কিন্তু তার আগে এমপ্লয়িজ স্টেট ইনস্যুরান্স কর্পোরেশন (ইএসআইসি) নামে একটি সরকারি সংস্থায় কর্মী ছিলেন তিনি।

কিন্তু তার আগে এমপ্লয়িজ স্টেট ইনস্যুরান্স কর্পোরেশন (ইএসআইসি) নামে একটি সরকারি সংস্থায় কর্মী ছিলেন তিনি।

১৫ ১৬
‘সিআইডি’ হিন্দি ধারাবাহিকের এসিপি প্রদ্যুম্নকে মনে পড়ে? প্রদ্যুম্ন নামে তাঁকে অধিকাংশ দর্শক চিনলেও তাঁর আসল নাম শিবাজি সতম।

‘সিআইডি’ হিন্দি ধারাবাহিকের এসিপি প্রদ্যুম্নকে মনে পড়ে? প্রদ্যুম্ন নামে তাঁকে অধিকাংশ দর্শক চিনলেও তাঁর আসল নাম শিবাজি সতম।

১৬ ১৬
একটি সরকারি ব্যাঙ্কে ক্যাশিয়ার পদে কাজ করতেন তিনি। অভিনয় করবেন বলে ব্যাঙ্কের চাকরি ছেড়ে থিয়েটারে যোগ দেন। পরবর্তী কালে তাঁকে বহু হিন্দি ও মরাঠি ছবিতে অভিনয় করতে দেখা যায়।

একটি সরকারি ব্যাঙ্কে ক্যাশিয়ার পদে কাজ করতেন তিনি। অভিনয় করবেন বলে ব্যাঙ্কের চাকরি ছেড়ে থিয়েটারে যোগ দেন। পরবর্তী কালে তাঁকে বহু হিন্দি ও মরাঠি ছবিতে অভিনয় করতে দেখা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy