Bollywood lost actor Vijayendra Ghatge's career, what is he doing now dgtl
Vijayendra Ghatge
অমিতাভ, শাহরুখের সহ-অভিনেতা থেকে বি গ্রেড ছবিতে অভিনয়, বলিপাড়া থেকে উধাও রাজপরিবারের পুত্র
অভিনয়জগতে আসার পর সাফল্য পেলেও বেশি দিন তার স্বাদ পাননি বিজয়েন্দ্র। বলিপাড়া থেকে হঠাৎ ‘উধাও’ হয়ে গেলেন অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের সহ-অভিনেতা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ০৮:১৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
যোগসূত্র রয়েছে রাজপরিবারের সঙ্গে। পারিবারিক ব্যবসাও ছিল চূড়ান্ত সফল। তবুও সব ছেড়ে অভিনয়ে নামার সিদ্ধান্ত নেন শাহি পরিবারের পুত্র বিজয়েন্দ্র ঘাটগে। অভিনয়জগতে আসার পর সাফল্য পেলেও বেশি দিন তার স্বাদ পাননি বিজয়েন্দ্র। বলিপাড়া থেকে হঠাৎ ‘উধাও’ হয়ে গেলেন অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের সহ-অভিনেতা।
০২১৬
১৯৫০ সালে ইনদওরে জন্ম বিজয়েন্দ্রের। তাঁর বাবা মরাঠা সাম্রাজ্যের এক জায়গিরদার ছিলেন। বিজয়েন্দ্রের মা ছিলেন ইনদওর রাজবংশের কন্যা। পরিবার সূত্রে শাহি পরিবারের পুত্র ছিলেন বিজয়েন্দ্র।
০৩১৬
ইনদওরে স্কুলের পড়াশোনা শেষ করে মুম্বইয়ের একটি কলেজে বাণিজ্য নিয়ে ভর্তি হন বিজয়েন্দ্র। কলেজে পড়াকালীন মডেলিং করতে শুরু করেন তিনি। তার পর ধীরে ধীরে অভিনয়ের প্রতিও আগ্রহ জন্মাতে থাকে তাঁর। স্নাতক ডিগ্রি অর্জন করে আবার বাড়ি ফিরে যান তিনি।
০৪১৬
বিজয়েন্দ্রের পরিবার ভেবেছিল পড়াশোনা শেষ করার পর পারিবারিক ব্যবসার কাজে হাত লাগাবেন তিনি। কিন্তু বিজয়েন্দ্র তখন উল্টো সুরে গান গেয়ে ফেললেন। তিনি জানান, ব্যবসায়ী নন বরং হিন্দি ছবির নায়ক হতে চান তিনি। পরিবারের তেমন ইচ্ছা না থাকলেও বিজয়েন্দ্রের কথায় রাজি হয়ে যায় তাঁর পরিবার।
০৫১৬
পুণেতে গিয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-য় ভর্তি হন বিজয়েন্দ্র। সেখানে গিয়ে অভিনয় শেখার পাশাপাশি বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনের জন্য মডেলিং করতেন তিনি। সত্তরের দশকের শেষের দিকে বলিপাড়ায় পা রাখেন বিজয়েন্দ্র। (এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় বিজয়েন্দ্র ঘাটগের ছবির পরিবর্তে ভুলবশত হলিউড অভিনেতা জেফ গোল্ডব্লামের ছবি ব্যবহার করা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।)
০৬১৬
১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘চিৎচোর’ ছবিতে প্রথম অভিনয় করতে দেখা যায় বিজয়েন্দ্রকে। দ্বিতীয় অভিনেতার ভূমিকায় অমোল পালেকরের মতো বলি তারকার সঙ্গে কাজ করেছিলেন বিজয়েন্দ্র। সত্তরের দশকে এই ছবিটি বক্স অফিসে হিট ছবির তালিকায় নাম লেখালেও তা থেকে লাভবান হন অমোল। প্রচারের আড়ালে থেকে যান বিজয়েন্দ্র।
০৭১৬
এর পর অমিতাভ বচ্চন, রণধীর কপূর, আমজাদ খান, নাসিরুদ্দিন শাহের মতো বলি অভিনেতাদের সঙ্গে একই ছবিতে কাজ করলেও মুখ্যচরিত্রে অভিনয়ের সুযোগ কোনও দিন পাননি বিজয়েন্দ্র। দ্বিতীয় অভিনেতা হিসাবেই বলিপাড়ায় নিজের পরিচিতি তৈরি করে ফেলেন তিনি।
০৮১৬
মুখ্যচরিত্রে অভিনয় করার তাগিদে ধীরে ধীরে বি গ্রেড ছবিতে অভিনয় করা শুরু করেন বিজয়েন্দ্র। ‘গেস্ট হাউস’, ‘আখরি ইনসাফ’-এর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি। কিন্তু তবুও সন্তুষ্ট হতে পারছিলেন না বিজয়েন্দ্র।
০৯১৬
বড় পর্দায় খলনায়কের চরিত্রে হোক বা টেলিভিশনের পর্দায় অভিনয়, জনপ্রিয় হওয়ার জন্য কোনও কিছুই বাদ দেননি বিজয়েন্দ্র। ‘সত্তে পে সত্তা’, ‘প্রেম রোগ’, ‘রাজিয়া সুলতান’-এর মতো জনপ্রিয় ছবি নিজের কেরিয়ারের ঝুলিতে যোগ করেছেন তিনি।
১০১৬
কানাঘুষো শোনা যায়, বিআর চোপড়া যখন ‘মহাভারত’ ধারাবাহিকের জন্য কাজ করছিলেন তখন ভীষ্ম চরিত্রে অভিনয়ের জন্য বিজয়েন্দ্রকেই প্রথম পছন্দ হয়েছিল তাঁর। কিন্তু বিআর চোপড়ার প্রস্তাব খারিজ করে দেন অভিনেতা।
১১১৬
অন্দরমহল সূত্রে খবর, ছোট পর্দায় বয়স্ক কোনও চরিত্রে অভিনয় করতে চাননি বিজয়েন্দ্র। তাই পরিচালকের প্রস্তাবে রাজি হননি তিনি। পরে ভীষ্মের চরিত্রে অভিনয় করতে দেখা যায় মুকেশ খন্নাকে।
১২১৬
২০০২ সালে বলি পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর নজর পড়ে বিজয়েন্দ্রের প্রতি। ‘দেবদাস’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্যই প্রথমে তাঁকে প্রস্তাব দিতে গিয়েছিলেন পরিচালক।
১৩১৬
কিন্তু বিজয়েন্দ্রকে সরাসরি দেখার পর সিদ্ধান্তে বদলান সঞ্জয়। ঐশ্বর্যা রাই বচ্চনের বিপরীতে অভিনয়ের সুযোগ পান তিনি। ‘দেবদাস’ ছবিতে ভুবন চৌধুরীর ভূমিকায় দেখা যায় তাঁকে।
১৪১৬
২০১১ সালে ‘আজান’ ছবিতে শেষ বারের মতো অভিনয় করতে দেখা যায় বিজয়েন্দ্রকে। তার পর অভিনয়জগৎ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে থাকেন তিনি।
১৫১৬
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, বিমান দুর্ঘটনায় বোন মারা যাওয়ার ধাক্কা সহ্য করতে পারেননি বিজয়েন্দ্র। মানসিক অবসাদে ডুবে যান তিনি। মডেল অভিনেত্রী নিকিকে বিয়ে করেছিলেন বিজয়েন্দ্র। কিন্তু অন্য অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বিজয়েন্দ্রের স্ত্রী।
১৬১৬
নিকির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বহু দিন একা ছিলেন বিজয়েন্দ্র। তার পর গোয়ালিয়রের বাসিন্দা অবন্তিকাকে বিয়ে করেন তিনি। পেশায় চিত্রশিল্পী অবন্তিকা এবং কন্যাসন্তান নিয়ে বর্তমানে ইনদওরে থাকেন বিজয়েন্দ্র। শাহি পরিবারের পুত্র, বলিপাড়ার অভিনেতা বিজয়েন্দ্রএখন ইনদওরে সমাজসেবার সঙ্গে যুক্ত রয়েছেন।