Bollywood celebrities who knew each other from school dgtl
Bollywood Scoop
কেউ পড়তেন একই শ্রেণিতে, কেউ আবার কারও ছোটবেলার ‘প্রেম’! বলিউডের যে তারকারা সহপাঠী
আমির খান-সলমন খান থেকে শুরু করে টাইগার শ্রফ-শ্রদ্ধা কপূর— বলিপাড়ার বহু তারকা একই স্কুলে পড়েছেন। এই তালিকায় রয়েছেন আরও অনেকে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন যাঁদের প্রথম আলাপ পেশার সূত্রে নয়, বরং একই স্কুলের পড়ুয়া ছিলেন তাঁরা। আমির খান, সলমন খান থেকে শুরু করে এই তালিকায় রয়েছেন আরও অনেকে।
০২১৬
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আন্দাজ় আপনা আপনা’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যায় আমির এবং সলমনকে। একে অপরকে শৈশব থেকেই চিনতেন দুই তারকা।
০৩১৬
বলিপাড়া সূত্রে খবর, মুম্বইয়ের পালি হিল এলাকার একটি স্কুলে একসঙ্গে পড়তেন আমির এবং সলমন। তাঁরা যখন দু’জনেই দ্বিতীয় শ্রেণির ছাত্র তখন থেকেই একে অপরকে চিনতেন।একসঙ্গে একই ক্লাসরুমে পড়াশোনাও করেছেন বলিপাড়ার দুই খান।
০৪১৬
বলিপাড়ার প্রথম সারির ছবিনির্মাতা হিসাবে পরিচিতি তৈরি করেছেন কর্ণ জোহর। অন্য দিকে নব্বইয়ের দশকে বলিপাড়ার সফল অভিনেত্রীদের মধ্যে নাম লিখিয়েছিলেন টুইঙ্কল খন্না। পেশাগত কারণে যে পরিচালক-প্রযোজক কর্ণের সঙ্গে অভিনেত্রী টুইঙ্কলের আলাপ হয়েছে তা একেবারেই নয়।
০৫১৬
বলিপাড়া সূত্রে খবর, কর্ণ এবং টুইঙ্কল একই স্কুলে পড়তেন। মহারাষ্ট্রের পঞ্চগনি এলাকার একটি স্কুলে পড়তেন বলিপাড়ার এই দুই তারকা। তাঁদের দু’জনের মধ্যে স্কুলজীবন থেকেই গাঢ় বন্ধুত্ব রয়েছে।
০৬১৬
২০১৪ সালে আদিত্য চোপড়ার প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুম ২’। এই ছবিতে প্রথম বার একসঙ্গে অভিনয় করতে দেখা যায় হৃতিক রোশন এবং উদয় চোপড়াকে। দুই অভিনেতার বন্ধুত্ব রয়েছে বহু দিন আগে থেকেই।
০৭১৬
বলিপাড়ার প্রথম সারির ছবিনির্মাতা রাকেশ রোশনের পুত্র হৃতিক। অন্য দিকে জনপ্রিয় ছবিনির্মাতা যশ চোপড়ার পুত্র উদয়। রাকেশ এবং যশের বন্ধুত্বের সূত্রে ভাল বন্ধুত্ব হয়ে যায় হৃতিক এবং উদয়েরও।
০৮১৬
বলিপাড়া সূত্রে খবর, পরিবারের সূত্রে যে হৃতিক এবং উদয়ের বন্ধুত্ব ছিল তা নয়। দুই অভিনেতা একই স্কুলে পড়াশোনাও করেছিলেন। মুম্বইয়ের একটি স্কুলে একসঙ্গে পড়াশোনা করতেন হৃতিক এবং উদয়। সহপাঠী হওয়ার দরুন দুই তারকার বন্ধুত্ব আরও গাঢ় হয়ে ওঠে।
০৯১৬
২০১০ সালে ‘দবং’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন বলি অভিনেতা শত্রুঘ্ন সিন্হার কন্যা সোনাক্ষী সিন্হা। অন্য দিকে ২০১২ সালে ‘ইশকজাদে’ নামে একটি রোম্যান্টিক ঘরানার ছবির হাত ধরে অভিনয় শুরু করেন বনি কপূরের পুত্র অর্জুন কপূর।
১০১৬
বলিপাড়া সূত্রে খবর, পেশাগত কারণ বাদ দিলে সোনাক্ষীর সঙ্গে অর্জুনের পরিচয় বহু বছরের। মুম্বইয়ের একটি স্কুলে একই সঙ্গে পড়াশোনা করতেন দুই তারকা।
১১১৬
এক পুরনো সাক্ষাৎকারে সোনাক্ষীর সঙ্গে বন্ধুত্ব নিয়ে অর্জুন জানিয়েছিলেন, স্কুলে পড়াকালীন কোনও মেয়ের সঙ্গে সহজে ভাব করতে পারতেন না তিনি।
১২১৬
মেয়েরা আশপাশে থাকলেই নাকি লজ্জা পেতেন অর্জুন। সে কারণে সোনাক্ষীর সঙ্গে স্কুলে পড়ার সময় গভীর বন্ধুত্ব গড়ে ওঠেনি বলে জানিয়েছিলেন অভিনেতা।
১৩১৬
২০১৫ সালে তেলুগু ছবি ‘ওক্কাড়ু’র অনুকরণে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তেভর’। এই ছবিটিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন অর্জুন এবং সোনাক্ষী। যদিও বক্স অফিসে ভাল ব্যবসা করতে ব্যর্থ হয় ‘তেভর’।
১৪১৬
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাঘি’ ছবিতে জুটি বেঁধে প্রশংসা কুড়িয়েছিলেন জ্যাকি শ্রফের পুত্র টাইগার শ্রফ এবং শক্তি কপূরের কন্যা শ্রদ্ধা কপূর। এই ছবি বক্স অফিসে এতটাই সফল হয় যে তা নিয়ে ফিল্ম সিরিজ় তৈরির পরিকল্পনা করে ফেলেছিলেন ছবিনির্মাতারা।
১৫১৬
বলিপাড়া সূত্রে খবর, টাইগার এবং শ্রদ্ধার আলাপ ‘বাঘি’ ছবির সেট থেকে শুরু হয়নি। বরং দুই তারকার বন্ধুত্ব বহু পুরনো। মুম্বইয়ের একটি স্কুলে একসঙ্গে একই শ্রেণিতে পড়তেন দু’জনে।
১৬১৬
বলিপাড়া সূত্রে খবর, স্কুলে পড়াকালীন নাকি শ্রদ্ধাকে ভাল লাগত টাইগারের। এমনকি সেই সময় টাইগারেরও একনিষ্ঠ ভক্ত ছিলেন স্কুলপড়ুয়া শ্রদ্ধা।